পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাটলিপুত্র (খননের বিস্তৃত বিবরণ ১৯১২–১৯১৩ ) পূৰ্ব্ববর্তী প্রবন্ধে আমরা খননের সংক্ষিপ্ত ইতিহাস প্রদান করিয়াছি এবং প্রসঙ্গক্রমে বলিয়াছি যে চৈনিক পরিব্রাজকগণের বর্ণনা দৃষ্টে, এবং ডাক্তার ওয়াডেল, ও ৬পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় প্রভৃতি মহাশয়ুদিগের কার্য্যাবলী কতকাংশে অনুসরণ করিয়া ডাক্তার স্পুনার গত বৎসর কার্য্যাবস্ত করেন। ১৯১২ সনের ডিসেম্বর মাসে প্রত্নতত্ত্ব বিভাগেৰ সৰ্ব্বপ্রধান কৰ্ম্মচারী ডাক্তার মাসর্ণল পাটলিপুত্রে আগমন করেন এবং ডাক্তার পুনারের সহিত পরামর্শ করিয়া কুমড়াহার ও বুলন্দিবাগ নামক ছুইটী স্থানে খনন কাৰ্য্য আরম্ভ কবিতে উপদেশ দেন। কুমড়াহারের সন্নিকটেই ডাক্তাব ওয়াডেল একটা অশোকস্তম্ভের কতকগুলি ভগ্নাবশেষ প্রাপ্ত হইয়াছিলেন। বুলন্দিবাগ কুমড়াহারেরই উত্তর-পশ্চিমে অবস্থিত। এই স্থানে ডাক্তার অশোক স্তম্ভের শীর্ষদেশ প্রাপ্ত হইয়াছিলেন । এই শীর্ষদেশের চিত্র ১৩২০ সনের ফাস্তুনের ভারতীতে প্রকাশিত হুইয়াছে। কুমড়াহারে যে অনেকগুলি দর্শনীয় দ্রব্য পাওয়া গিয়াছে, তাহ আমরা আমাদের পূর্ববর্তী প্রবন্ধে উল্লেখ করিয়াছি । এই দ্রব্যগুলির মধ্যে প্রস্তর-স্তম্ভের যে সকল ভগ্নাবশেষ, পাওয়া গিxাছে বিশেষজ্ঞগণের মতে সেগুলি একটী বহু প্রাচীন হলেরই স্তম্ভ। ডাক্তার ওয়াডেল মনে করিয়াছিলেন ওয়াডেল যে, ঐ গুলি পৰ্য্যটক-প্রবর হিউয়েন-সিয়াং কপিত নিলিস্তস্তের অংশবিশেষ। কিন্তু, পরিশেষে এতগুলি ভগ্নাবশেষ পাওয়া গেল, যে ওয়াডেলের অনুমান যে সত্য নহে, তাহা সহজেই প্রমাণিত হইল। প্রথমতঃ সমান-দূরে অবস্থিত তিনটী স্থানে কয়েকখানি কবিয়া প্রস্তরখণ্ড দৃষ্টে ও পরে সেইরূপ দূরত্বে—১৫ ফিট অনুযায়ী স্থান খনন করিয়া বহু প্রস্তর খণ্ড দৃষ্টে সহজেই অনুভূত হইল যে, ঐ সকল খণ্ড গুলি কোন একটা বৃহৎ হলের স্তম্ভসমূহের নিদর্শন—১ট কি ২ট স্তম্ভের নিদর্শন নহে। ৭ই ফেব্রুয়ারী, ১৯ ৩ তারিখে এই ঘটনা ঘটে এবং ক্রমে ক্রমে ঠিক পঞ্চদশ ফাঁট অন্তর অন্তর খনন করিয়া ৮ শ্রেণীতে ১০টা করিয়া মোট ৮০টা স্তম্ভের নিদর্শন જાહાઁ গিয়াছে। কিন্তু, ডাক্তার আপুনার অনুমান করেন যে, এতদ্ব্যতীত আরও অনেক গুলি স্তম্ভের নিদর্শন মৃত্তিকা গর্ভে বহিয়াছে। যাহা আবিষ্কৃত হইয়াছে তাহাতেই প্রতীয়মান হয় যে, হলট সুবৃহৎ ও সুন্দর ছিল । আশা করা যায় যে, হলের সম্পূর্ণাংশ দেখিতে পাইলে প্রাচীন ভারতীয় স্থপতি বিষ্ঠাসম্বন্ধে অনেক নুতন কথা জানা যাইবে । এই হল নিৰ্ম্মাণ সম্বন্ধে ডাক্তার পুনার নিম্নলিখিতরূপ অনুমান করেন ঃ– o: খৃষ্টীয় পূৰ্ব্ব তৃতীয় শতাব্দীর ੋ। অশোক বর্তমান কুমড়াহার নামক স্থানে প্রায় একশতটী স্তম্ভমুশোভিত একটা বৃহৎ গৃহ