পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2ళీsశి আরও, কতকগুলি মুদ্রা পাওয়া গিয়াছে— ংখ্যায় ৬৯টা। ইন্দ্রমিত্রের একটা মুদ্র ও কণিক্ষের দুইটী তাম্র মুদ্র উল্লেখযোগ্য। চন্দ্র গুপ্ত শিক্রমাদিত্যের (৩৭৫-৪১৩ ) একটা মুদ্রাও বিশেষ উল্লেখ যোগ্য। অষ্টাদশট মোহর ( Seal ) আবিষ্কৃত হইয়াছে। অষ্টাদশফাঁট মৃত্তিকাগর্ভে ত্ৰিশূল চিহ্নিত একটি মোহর প্রদর্শনীয় । গোপাল নামক একজনেব একটি মোহর পাওয়া গিয়াছে । সম্ভবতঃ এই শেষোক্ত মোঙ্গর স্বঙ্গরাজত্বকালে নিৰ্ম্মিত হইয়াছিল—চিহ্নদৃষ্টে তাহাই প্রতীয়মান হয় । যে স্থানে কাঠমঞ্চ রহিয়াছে সেই মঞ্চ সন্নিকটস্থ একটা গৰ্ত্তে কয়েকটা লুটুট মৃত্তিকপাত্র পাওয়া গিয়াছে। এগুলি কি কবিয়া এত গভীর মৃত্তিকাগর্ভে অক্ষতাবস্থায় রহিয়াছে তাহ বাস্তবিকই ভাবিবার বিষয়। অথচ, এ সম্বন্ধে কোন অনুমানই বর্তমানক্ষেত্রে সম্ভবপর সহে । পাটলিপুত্র খননের স্থলে উপস্থিত হইলে একটি কথা স্বতঃই মনোমধ্যে উদিত হয় । চৈনিক পরিত্রাজকগণ বলিয়া গিয়াছেন যে, অশোকের প্রাসাদদি দৈত্যগণ কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল—কেননা উহা মমুষ্যের - সাধ্যাতীত ছিল । আজ একজন ইংরাজ ও সেই কথার পুনরুক্তি করিয়া বুলিতেছেন “When one ভারতী 'लब, •११० considers the difficulty of getting out these large columns from small pits with all our modern day appliancCs, it makes one wonder how the stones were brought to the place from several hundred miles away and crected over 2000 অর্থাৎ নানাবিধ যন্ত্রাদি দ্বারা এই সকল স্তম্ভগুলিব সামান্ত স্থান পরিবর্তন কবিতে আজও যেরূপ কষ্ট ভোগ করিতে হয়, তাহাতে দুই সহস্ৰ বৎসর পূৰ্ব্বে বহুদুব হইতে এই সকল স্তম্ভ যে কি প্রকাবে আনীত হইয়াছিল, তাহ বাস্তবিকই আশচর্য্যের বিষয় । ১৯১৩ সনের ৬ই জানুয়ারী প্রথম কার্যাবস্ত হয় এবং গত বৎসরে সর্বশুদ্ধ ১৯,০০০ মুদ্র ব্যয় হইয়াছে। ইহার মধ্যে ১৫,••• মনস্বী তাতার তহবিল হইতে প্রদত্ত ও বাকী ৪০০০ গবর্ণমেণ্ট দিয়াছেন। চম্পারণে দুইটা স্তম্ভ স্থানান্তরিতাদি করিতে ১০,• • • মুদ্র বায় হইয়াছে ; সুতরাং সে হিসাবে অল্পব্যয়েই গত বৎসরের কার্য্য সম্পাদিত হইয়াছে বলিতে হইবে। সেজন্ত যে সুযোগ্য ডাক্তার পুনার ও তাহার কৰ্ম্মচারীবৃন্দ ধন্যবাদার্হ, তাহা বলাই বাহুল্য । শ্ৰীযোগীন্দ্রনাথ সমাদার। ycars ago.”