পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ֆ Ֆ8, আরম্ভ করিৰ এমন সময় তিনি বলিয়া উঠিলেন— * هي “আমি জানতাম আমার ভুল হয়নি। জনকে আমি আগেই বলেছিলাম তোমাকে দেখিয়ে, যে এ তুমি ছাড়া অন্ত কেউ না। জন্‌ বলিল—বোধহয় তুমি নও। কিন্তু আমার কখনও ভুল হয় না—বিশেষতঃ তোমাকে । আমি ভেবেছিলাম নিশ্চয় তুমিও আমায় চিনতে পেবে আমার কাছে আসবে। বোস বোস, কি আশ্চৰ্য্য তোমাকে যে এখানে দেখতে পাণ—তা আমি ভাবতেই পাধিনি ৷” আমি ত অবাক । কিছুক্ষণের জন্য আমার বুদ্ধি শুদ্ধি লোপ পাইল। যাহা হউক —আমরা তখন বেশ পবিচিতভাবে পরস্পরের হাত চাপিয়া ধরিলাম। এবং অনুরোধ উপেক্ষা করিতে না পারিয়া একথান কেদার টানিয়া লইয়া বসিয়া পড়িলাম। কিন্তু সত্য বলিতে কি, আমি মনে মনে বড়ই অস্বচ্ছন্দতা বোধ করিতেছিলাম । অস্পষ্ট ভাবে মনে হইল কোথায় যেন বমণীকে দেখিয়াছি—কিন্তু কোথায় দেখিয়াছিলাম, এবং তার নামই বা কি—তাহ কিছুতেই মনে করিতে পারিলাম না । আমি ভাবিলাম সুইজারল্যাণ্ডের প্রাকৃতিক দৃপ্ত লইয়া রমণীর সঙ্গে আলাপ সুরু করি । নতুবা অন্ত প্রকার প্রসঙ্গে যদি বাহির হইয়া পড়ে—যে আমি তাকে চিনিতে পারি নাই শুধু চিনিবার ভান করিতেছি মাত্র তবে বড়ই লজ্জায় পড়িল । কিন্তু আমার ভাল মাত্রই সার। যুবতী জিজ্ঞাসা করিয়া বসিলেন—“কি ভীষণই ছিল সেই রাত্রিটা ভাই। যেদিন আমাদের সামনের নৌকা ভারতী চৈত্র, ১৩২০ গুলি একটা একটা করিয়া ঢেউয়ের জলে ভাসিয়া যাইতেছিল ?—তোমার সে রাত্রির কথা মনে আছে ত ?”— আমি বলিলাম “মনে নাই ?” যদিও এর বিন্দু বিসর্গও বুঝিতে পারিলাম না । “আর মেরির কান্না ? ভয় পেয়ে কি কান্নাটাই ন মুরু করলে সে ।” \ আমি বলিলাম “হা, বেশ মনে আছে।” হায়! কোন কথাই মনে ত আসিল না । আমি যে তাকে চিনিতে পারি নাই প্রথমেই সে কথা খুলিয়া বলিলে বুদ্ধিমানের কাজ হইত। তাঙ্গ হইলে এরূপ বিপদে পড়িতাম না । কিন্তু এত কথার পর কি করিয়াই বা এখন বলি– যে, তাকে আমি চিনিতে পারি নাই ! ফল হইল এই, আমি ক্রমেই গভীর ভাবে, এই অজ্ঞাত অভিনয়ের জালে আটকাইয়! যাইতে লাগিলাম । কোনও প্রকাবে আলাপের স্রোত অন্ত্যমুখী হউক এই কথাই অামি প্রতিমুহূৰ্ত্তে প্রার্থনা করিতেছিলাম— কিন্তু আমাব এমনই অদৃষ্ট—রমণী ক্রমেই জাল প্রসাবিত করিয়া ধরিতেছিলেন । “তুমি কি শোন নি, শেষে জর্জের সঙ্গেই মেরিব বিয়ে হয়েছে ?” “ন, তাত শুনিনি। জর্জই তাকে বিয়ে কবলে নাকি ?” “হা, সেই বিয়ে করেছে । সে বলে, তাতে মেরির পিতার যত দোষ, মেরির বা তার কিছুই দোষ ছিল না। আমার মনে হয় জর্জের কথাই ঠিক । তোমারও কি তাই মনে হয় না ? “নিশ্চয়! জর্জই ঠিক । আমি ত আগাগোড়াই তাই বলে আসছি।”