পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৬০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 2¢९ থেকে যথেষ্ট পরিমাণ সংবাদ বের করে নিতে পারে দেখছি। মেরি ও জর্জের কথা আর ঢেউয়ে নৌকাগুলিকে ভাসিয়ে নিয়ে যাবার কথা সত্য, বাকী সমস্ত তৈরি গল্প। মেরি আমার ছোট বোন তার পূরা নাম মেরি—কেমন এখন চিনতে পারছে। আমায় ?” “হ্যা এখন তোমায় চিন্‌তে পেরেছি। তোমার হৃদয় তের বৎসর আগে যেমন কঠিন ছিল এখনও দেখছি তাব একটুও বদলায়নি। তা হলে কি এমন ভাবে আমীয় শাস্তি দিতে পারতে । তোমার স্বভাবও যেমন বদলায়নি তোমার শবারও তেমনি আগেব মতই রয়েছে। তখন যৌবনে তোমাকে যেরূপ সুন্দর ও ভারতী চৈত্র, ১৩২১ कमनौग्न ¢म १ांड-७९न8 ठिक দেখাচ্ছে আর তোমার এই মকুমার ছেলেটও তোমার কমনীয়তা পেয়েছে। যাক যদি আমাদের অদ্ভূত প্রহসনের কথা তুমি একটুও মনে ংেখে থাক তবে চল এই বেল শাস্তিব নিশান উড়িয়ে দেওয়া যাক। আমি স্বীকারে করছি আমারই সম্পূর্ণ পরাজয় झु:ग्न८छ् |-" তখন আমবা পরস্পর করমর্দন করিয়া হাসিমুখে বিদায় লইলাম। রমণী আমাকে ভাল করিয়াই জব্দ করিয়াছিলেন তাই আমি এব ষোল আন ঝাল হাবিসেব উপবে ঝাড়িতে চলিলাম । শ্ৰীমুধাংশুকুমাব চৌধুরী। তেমনি বসন্ত বায়ুর প্রতি *. > বসস্তের ওগে! সমীরণ – সিন্ধু আর সিকতার নব জাগরণ, অরণ্যে জগলে আজি গাস্থিবারে গান, মোরে মুক্তি দাও বন্ধু, স্বপ্তি চাহে প্রাণ, তটিনীর উরস শিহরে ' তোমার সুগন্ধে ভরা নিশ্বাসের ভরে, প্রতি উৎস কল স্বরে স্বাগত জানায়, তরল কেতন দোলে পল্লবের প্রায় ! रे সমাহিত অদৃগু কুসুমে স্পর্শ কর নাই তুমি স্বপ্নে কিম্ব ঘুমে, জাগ্রত চঞ্চল করে নব জন্ম দিয়ে, অশ্রান্ত স্বরভি ধারা দিতেছ ঢালিয়ে । কমল করিছে অবিtহন চম্পক স্বরভিধূপে ছাইল গগন, রুদ্ধ শুধু থাক বন্ধু, হৃদয় আমার, নিবারি সকল ব্যথা নব চেতনার ! vo) মরণের স্মরণ অtধীর মৰ্ম্মর বেদিক কভু জাগেনক অরে, তোমার ও আগমণে মলয় পরশে, সেথায় জাগেন ফুল নুতন হরষে। কোকিলের আকুল কাকলি— ব্যর্থ চিরদিন যেথা নিদ্রিত সকলি, সেই বেদিকার মত আজিকে পরাণ। রোদন বিলাপ নাই, নাই কলগান । ঐপ্রিয়ম্বদা দেবী।