পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৬১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చిఱ: সেই উমেদারের মধ্যে কোনো একজনের কস্তাকে বাছাই করিতে হইবে এবং সে "বাছাই নির্ভর করিবে এখনো যেমন হইতেছে কঙ্কর দর বা কদরের উপর । এখনো ঙ্গে দেখা যায় হুন্দরী মেয়ের বিবাহ অপেক্ষাকুত সস্তায় সারা যায় । এখানে মেয়েব বীপের প্রতিজ্ঞাপত্রের দাবীতে নগদ ট{বার হাত হইতে বাচিয়া যাইতে পারেন বটে, কিন্তু ছেলের বাপ এক্ষেত্রে টাকার পরিবর্তে এমন কিছু চাহিবেন যাহার মূল্য টাকার চেয়ে বেশী বই কম নয়—এবং যে সামগ্রী সকল পিতার ভাণ্ডারে নাই । যে পিতা তাহা জোগাইতে পারিবেন তাহারই জয়— অন্তের হায় হায়—এখনও মেয়ের বাপের যে জঃথ তথমও সেই দুঃথ—শত শত প্রতিজ্ঞাপত্র স্বাক্ষরিত হইয়া থাকিলেও তাহার কোনো লাভ হইবে না । এই জন্ত বাজারে যেমন করিয়া ছেলের দর এবং ছেলের বাপের গুমর বাড়িয়াছে তেমন করিয়া মেয়ের কদর এবং মেয়ের বাপের গৌরব বাড়াইতে হইবে –অর্থাৎ মেয়েকে সুশিক্ষিত করিতে হইবে ; বিদ্যায় বুদ্ধিতে জ্ঞানে কৰ্ম্মে মেয়েকে ছেলের সমকক্ষ করিয়া তুলিতে হইবে—ছেলের সহিত একা ভারতী ו: . চৈয়, ১০২৪ م সনে বসিতে পারে এমন যোগ্যতা তাহাকে দিতে হইবে--সে যেন কিছুতেই হীন হইয়া না থাকে—তাহাকে এমন করিয়া গড়িয়া তুলিতে হইবে যে কেহ যেন মনে করিতে না । পারে মেয়ে এদেশের ফেলনা জিনিস ! বিবাহ সভায় বরের যেমন প্রয়োজন কস্তার প্রয়োজনং তো তদপেক্ষা কম নহে—তবে আমাদের দেশে ছেলের বাপ নাকে সর্ষপ তৈল স্ট্র স্বখে নিদ্রা যাইবেন এবং মেয়ের বাপ জোঁ কুকুরের মতো দ্বারে দ্বারে ঘুরিয়া বেড়াইবেন! কেন ? ছেলেব যেমন দেমাক আছে মেয়েরও তেমনি গৌরব বলিয়া একটা জিনিস আছে ইহা সৰ্ব্বসমক্ষে প্রমাণ করিতে পারি মা বলিয়াই এবং তাহদের হীন করিয়া রাখিয়াfচ বলিয়াই মেয়ে লইয়া আমাদের লাঞ্ছন শত । যদি সমানে সমান করিয়া তুলিতে প.fর তবে ছেলের বাপের চেয়ে মেয়ের ব?”কে কিছুতেই খাটাে হইয়া থাকিতে হইবে । যে দেশে কহালাভ করিবার জন্ত হরধনু ভঙ্গ করিতে হইয়াছে, লক্ষ্যভেদ করিতে হইয়াছে যুদ্ধ জয় করিতে হইয়াছে সে দেশের মেয়ে যে সস্তার সামগ্ৰী নহে তাহাই মেয়ের বাপকে দেখাইতে হইবে ; তবেই মেট্র বাপের দুর্দশা ঘুচিবে। বরপণ

  1. মানুষের যখন কোন একটা অভাব হয় তখনি সঙ্গে সঙ্গে তার প্রতিকারেরও একটা চেষ্টা জাগে, এট অনেক সময়েই দেখিতে পাওয়া যায়। কিন্তু কোন কোন স্থলে জামাদের এমন জড়তা ধরে যে ক্ষতিগ্রস্ত Aহইলেও চকু মেলিয়া চাছিতে ইচ্ছ কয়ে না।

স্নেহলতার মৃত্যুর পর সভাসমিতিতে পুরংে একদিকে আন্দোলন করিলেন বটে কিন্তু এই অঙ্গোঙ্গ क्ल श्ल रूङकँडू १-७कदांब अग्नी जांव ঢাক্টিয়া একটা ঝড়ের মত উঠিল, তাহার পর ६झ खांबांद्र *ीख़ रुश्द्रां cशल ॥ दि** श्रृंख्ठां