পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৬১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- C ”ཝ་ ་

  • * * আগামী বৎসরের ভারতী •

১। আগামী বৎসরে যাহার। ভারতীর গ্রাহক থাকিতে চাহেন তাহারা অনুগ্রহ করিয়া Yबडोज অগ্রিম বার্ষিক মূল্য ৩০/০ মনিঅৰ্ডার করিয়া পাঠাইবেন-যাহারা গ্রাহক থাকিতে ন চাহেন অনুগ্রহ করিয়৷ সে কথা ১৫ই চৈত্রের মধ্যে আমাদিগকে জানাইবেন। নিষেধপত্র । ন পাইলে আমরা বৈশাখের ভারতী ভি, পিতে পাঠাইব । . ১ । আগামী বৎসরের ভারতী প্রবন্ধ-গৌরবে ও প্রবন্ধ-বৈচিত্র্য যাহাতে অতুলনীয় হয় সে বিষয়ে বিশেষ চেষ্টা করা হইতেছে। যাহাতে বাছাই-করা উৎকৃষ্ট প্রবন্ধ । এবার বেশী করিয়া থাকে তাহার আয়োজন হইতেছে। ছবি যেমন চলিতেছে তেমনি চলিবে। Ö ৩ । ১১২১ সালে তিনখানি নূতন উপন্যাস ধারাবাহিক ভাবে বাহির হইবে। তন্মধ্যে { একখানি গার্হস্থ্য চিত্ৰ—“স্রোতের ফুল”—শ্ৰীযুক্ত চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিএ, প্রণীত, ও . i | 1 অপরখানি জনৈক্ল লব্ধপ্রতিষ্ঠা লেখিক প্রণীত—“লাইকা”—হিন্দী গাথা অবলম্বনে রচিত সুমধুর } রোমান্স। আর একখানি বিশ্ববিখ্যাত ফরাসী উপন্যাসের অনুবাদ – শ্ৰীযুক্ত সৌরীন্দ্রমোহন ক্ষখাপাধ্যায় বি.এল কত। ইহা ছাড়া শিল্প সাহিত্যের ওস্তাদ শ্ৰীযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর লিখিত "আর্ট সম্বন্ধে কয়েকটি সুচিন্তিত প্রবন্ধ কয়েক মাস ধরিয়া বাহির হইবে। এই প্রবন্ধে ভারতীয় শিল্পশাস্ত্রের অনেক অজানা তথ্য প্রকাশিত হইবে । শ্রীযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের । বাল্যজীবনী ধারাবাহিকরূপে বাহির হইবে তাহাতে অনেক সেকালের কথা থাকিবে। এবং বিখ্যাত বিদেশী নাটক ও গল্পের অনুবাদ মধ্যে মধ্যে থাকিবে । সম্পাদিকা মহাশয়ার রচনা, শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও প্রবন্ধ , শ্ৰীযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ফরাসী । সাহিত্যের চয়ন, শ্ৰীমুক্ত প্রমথ চৌধুরী বার-য়্যাট-লর গম্ভীর ও হালকা রচনা, শ্ৰীযুক্ত বিজয়চন্দ্র মজুমদারের প্রত্নতত্ত্ব, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় ও মণিলাল গঙ্গোপাধ্যায় প্রভৃতির ছোট্ট গল্প, শ্ৰীমতী প্রিয়ম্বদা দেরী, শ্ৰীযুক্ত সত্যেন্দ্রনাথ দত্ত, করুণানিধান বন্দোপাধ্যায় প্রভৃতি কবিগণের কবিতা ও অন্যান্য বিখ্যাত লেখকগণের লেখা নিয়মিত দেওয়া হইবে। a * গ্রন্থসমালোচল, বিদেশী সাহিত্য ভাণ্ডার হইতে বিবিধ চয়ন থাকিবে । - | বিশেষ দ্রষ্টব্য —বৈশাখ সংখ্যায় শ্ৰীযুক্ত দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মহাশয় লিখিত কলিকাত { সাহিত্য সন্মিলনীর সভাপতির অভিভাষণ মুদ্রিত হইবে । - 2 : কলিকাতা ২ কর্ণওয়ালিস স্ট্রট, কাস্তিক প্রেসে, শ্ৰীহরিচরণ মান্ন দ্বারা মুদ্রিত ও ১, সানি পার্ক, বালিগঞ্জ হইতে h - শ্ৰীসতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত । - -