পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, সপ্তম সংখ্যা “বাঁচা গেল ! আমি তাহ’লে ঠিকই ঠাউরেছিলুম। এ সব কথা গত কল্যকার । আজ রাত্রে সে শেষ পরিচ্ছেদে একটু আধটু পবিবৰ্ত্তন করিয়াছে। বষ্ট থানা শেষ হইয়াছে। ঘরের মধ্যে সে যেন হাপাইয়া উঠিতে ছিল । বাহিরে গিয়া খনিকট না বেড়াইলে আব প্রাণ বঁাচে না । সে টুপি পবিল । একবার ভাবিল পাণ্ডুলিপিখান ডাকে পঠাইয়া দিবে না কি ? পবক্ষণে ভাবিল ন কাজ নাই, কাল স্বহস্তে সেখান। প্রকাশকের হাতে দিয়া আসিবে । কাজ কি, ডাকে পাঠাইলে যদি হাবাইয়া যায় ! বাহিবে আসিয়া সে হঁটিতে লাগিল । কোথায় যাইতেছে, কতদূব আসিল, সে পেয়াল তাহার একেবারেই ছিল না । সে কেবল বুঝিতে পারিতেছিল তাহার মনের উপব হইতে একটা পাষাণ ভাব নামিয়া গেছে। শরীব এমন হাল্কা বোধ হইতেছিল যেন সে সাবার ত হাটলেও ক্লাস্ত চ ষ্টবে না । চলিতে চলিতে এক জায়গায় দমকল ইঞ্জিনেব ঘণ্টার শব্দে তাঙ্গর চমক ভাঙিল। সে ফিরিয়া দেখিতে লাগিল—ইঞ্জিনেব মধ্য হইতে আগুনের ফুলকি ছিটকাইয়া পড়িতেছে, গাড়ীর আবোহীদেব টুপিগুলো ঝকমক করিতেছে, পথের ভিড় চকিতে দুই ধারে সরিয়া গিয়া দমকল-ইঞ্জিনের পথ করিয়া দিতেছে —এ দৃষ্ঠে তাহার রক্ত চন্‌চন্‌ করিয়া উঠিল। এতদিন শরীরের রক্ত যেন জল হইয়া গিয়াছিল । আবার সে চলিতে লাগিল । মিনিট পাচেক পরে আর একখানা ইঞ্জিন ছস করিয়া ছুটিয়া গেল । সে ফিরিয়! আবার দেখিল । আর

সমাপ্তি brog দেখিল সকলে আকাশের দিকে চাহিতেছে - আকাশের একটা কোণ সোনালী আভায় মণ্ডিত । একজন কনষ্টেবলকে সে জিজ্ঞাসা করিল— কোথায় আগুন লেগেচে ? “ অজ্ঞে, আমাৰ বোধ হয় ক্যাম্পডেন ছিলেব দিকে কোথাও লেগে থাকবে ।" পলেব মুখ শাদী হইয়া গেল। ক্যাম্প ডেন্‌ হিলেব দিকে ! ক্যাম্পডেন হিল ! সেইখানেই তে সে থাকে । তবে বইখান যে সেখানে বহিয়াছে ! যদি... সে মনে মনে হাসিল, আবার চলিতে লাগিল। কি অদ্ভূত কথা ভাবিতেছে সে– ক্যাম্প ডেন গিলে তাহাব বাড়ী ছাড়া তে। আরো অনেক বাড়ী আছে । সে ভাবিল অতিরিক্ত পরিশ্রমে তাহার চিত্ত বড়ই দুৰ্ব্বল হইয়া পড়িয়াছে । মনে হইল এই ব্যাপার লইয়। বেশ একটা ছোট গল্প লেখা যায় — একজন লোক দমকল ইঞ্জিনের পিছে পিছে আসিয়া দেখিল তাহার নিজের বাড়ীই পুড়িতেছে! আব একথানা ইঞ্জিন ছুটিয়া গেল— একখানা মোটবইঞ্জিন। চমৎকাব ! ঠিক যেন বিড়াতের মত নিমেষে অদৃশু হুইল । আকাশ আরো লাল হুষ্টয়া উঠিয়াছে। সকলেই সেই দিকে ছুটিতেছিল। তাহার মনে হষ্টল সে কখনো বড় অগ্নিকা গু দেখে নাই । দেখিতে নিশ্চয়ই খুব সুন্দব ! এমন সুযোগ আর না মিলিতেও পাবে । আগুনের দিকে এক খান গাড়ী যাইতেছিল, তাহাতে সে লফাইয়া উঠিল । খানিকটা আসিয়া গাড়ী থামিয়া গেল । সে নামিয়া পড়িল ।