পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*●● জিজ্ঞাসা করিল—কোথায় ? কেহ ঠিক করিয়া বলিতে পারিল না। ভিড় ক্রমশ বাড়িয়া উঠিতেছিল। ভিড়ের পিছনে পিছনে সে চলিল। একজন কনষ্টেবলকে জিজ্ঞাসা করিল – কোথায় আগুন লেগেচে ? “আঞ্জে বার্লিংটন স্কোয়ার।” “कि-हे हे ?” “আজ্ঞে বার্লিংটন স্কোয়ার । শুনতে পান না না কি ?” পলের বুকের ভিতরটা ধবক্ কবিয়া উঠিল, প ফুটে৷ কঁাপিতে লাগিল । স্কেয়াবেই যে তাহার বাড়ী ! ভিড় ঠেলিয়া ঠেলিয়া সে অনেকটা অগ্রসর হইল। দমকলের ফট, ফট, শব্দ তাহার কানে পৌছিল। সেই দিক হইতে একটা লোক আসিতেছিল, তাহকে জিজ্ঞাসা করিল-কত নম্বরের বাড়ী ? সে কহিল—জানি না। তিন চাবখানা বাড়ীতে আগুন লেগেচে । কোণের সব বাড়ী গুলোয় । - তার বাড়ী ও যে কোণের বাড়ী ! সে পাগলের মত ছুটয়া চলিল। লোকে তাহাকে বাধা দিবীর চেষ্টা করিল, সে ক্রক্ষেপ করিল না। ধাক্কা দিয়া পুলীশের সারি ভাঙিয়া সে ছুটিয়া গেল। আশ্চৰ্য্য ! একজন পুলীশেব সাজেণ্ট হাকিল—ফিরে আসুন মশায় । ছুটিয়া গিয়া সে তাহার হাত ধরিল।

  • ইংরাজি হইতে

ভারতী কাৰ্ত্তিক, vనిer "ছেড়ে দাও ..ছেড়ে দাও বলচি...আমার বাড়ী পুড়চে !” “কোনটা আপনার বাড়ী ?” “ঐ বাড়ী । ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে !” “ওখানটায় তো অগ্নিকুণ্ড । গিয়ে কি করবেন ?” “তোমায় কি বোঝাবো ? ওখানে বই রয়েচে ! আমার বই !”— এক ঝটুকায় হাত ছাড়াইয়া পল জলন্ত বাড়ীর মধ্যে ছুটিয়া প্রবেশ করিল। যাহারা আগুন নিবাইতে আসিয়াছিল তাহাদেব একজন তাহার পশ্চাতে ছুটিয়া গেল । একজন কৰ্ম্মচারি হাকিল—“ফিরে এস । লোকটা উন্মাদ ।” পিছন হইতে একজন জিজ্ঞাসা করিল —কি হয়েচে হ্যা ?

  • ও কিছু নয়। ভিতর ছুটে গেল।”

কয়েক মিনিট পরে যে ‘ফায়ারম্যান’ পলের পিছন পিছন অগ্নিকুণ্ডের মধ্যে গিয়াছিল সে টলিতে টলিতে বাহির হইয়া আসিল । সঙ্গে তাহার কেহ নাই ! তাহাকে দেখিয়া সকলে আনন্দে কোলাহল করিয়া উঠিল * সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় । ওখানে একটা পাগলা আগুনের