পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, দপ্তম সংখ্যা সংক্রমিত হয় না ইহা কিরূপে অনুমান করা স্নাইতে পারে ? জনন-কোষের সহিত দেহ-কোষের যে ঘনিষ্ঠ সম্বন্ধ রহিয়াছে উহা নপুংসক জীবেব আকৃতি ও প্রকৃতির প্রতি লক্ষ্য করিলেই অনেকট অনুমান করা যায়। কৃত্রিম নপুংসক বলীবৰ্দ্দের একটিবও সাধারণ ষাড়ের দ্যায় বঁটি (কলুৎস) হয় না । চেহাবীব ও পার্থক্য দেখা যায়। কষ্টসহিষ্ণু হইলেও নপুংসক জীব সেরূপ তেজস্বী হয় না। উদ্ভিদ রাজ্যেও যে একটি কোষেব পঙ্ক আবরণ ভেদ করিয়া অন্ত কোষের পঙ্কেব সহিত মিলিত হইয়া থাকে ইহা অনেকেই অনুবীক্ষণের সাহায্যে পরীক্ষা কবিয়া দেখিয়াছেন । মুকুল (bud), কাণ্ড, মূল ও পত্র হইতেও কেবলমাত্র অনুরূপ অঙ্গ উৎপাদিত না হইয়া—সমুদায় অঙ্গ এমন কি জননেন্দ্রিয় পৰ্য্যস্ত, উৎপন্ন হইয় থাকে। অতএব দেখা গেল জীব ও উদ্ভিদ উভয়েরই সৰ্ব্বগাত্র ব্যাপিয়া বীজপঙ্ক রহিয়াছে এবং এই বীজপঙ্ক শুধু যে স্বজাতীয় নূতন কোয স্বষ্টি করিতে পারে তাহা নহে, সম্পূর্ণ ভিন্ন জাতীয় কোষেরও উৎপাদন কবিয়া থাকে। Hydra নামক জীবকে সাত অংশে বিভক্ত করিলেও উহার প্রত্যেক খণ্ড হইতে এক একটি পূর্ণাঙ্গ Hydra উৎপন্ন হইয়াছিল । Plararia নামক জীবকে ৯ টুক্‌বা ববিয়াও দেখা গিয়েেছ যে উহাদের ৭ টুকরা হইতে পূর্ণাঙ্গ জীবের স্বষ্টি হইয়াছে, পশ্চাদ্ভাগ হইতে ক্রমে সন্মুখভাগের উৎপত্তি হইয়াছে। সুতরাং স্বীকার করিতে হইবে যে হয় সৰ্ব্বগাত্রস্থ বীজপঙ্কেরই পূর্ণাঙ্গ জীবের স্বষ্টি করিবার পিতা মাতার সহিত সন্তানের সম্বন্ধ tyశి(t শক্তি রহিয়াছে, নতুবা মস্তক, চক্ষু, মুখ, মস্তিষ্ক প্রভৃতি সমুদায় অঙ্গপ্রত্যঙ্গ উৎপাদনে সক্ষম বীজপঙ্কের সূক্ষ্ম সূক্ষ্ম ফণী বীজ-কোষেব বাহিবে শবীরের কোন এক স্থানে অবস্থিত থাকে এবং যখন যেখানে উহাদেব আবশু্যক হয় তখন সেইস্থানে গমন করতঃ নিৰ্ম্মাণকাৰ্য্য সমাধা কবিয়া থাকে । যে মতই স্বীকার করা যাউক না কেন ইহা অবশুই স্বীকার্য্য যে শবীবের সর্ববিধ পবিবর্তনের সহিত বীজপঙ্কের নিয়ত ঘনিষ্ঠ সম্বন্ধ ও গতিবিধি বহিয়াছে ! পূৰ্ব্বেই বলিয়াছি যে কতকগুলি জীবকে বহু অংশে বিভক্ত করিলেও প্রত্যেক খণ্ড হইতে পূর্ণাঙ্গ জীব উৎপন্ন হইয়া থাকে। ইতস্ততঃ সঞ্চবণক্ষম কতকগুলি কোষ ক্ষ তাদিব সংস্কার কার্য্যে বিশেষ সাহায্য করিয়া থাকে। এই সময়ে উগরা টিসুর ভিতবে সঞ্চিত মালমসলা ও গাত্রবর্ণের উপাদান কণিকা আত্মসাৎ কবে এবং যে অংশের নিৰ্ম্মাণকাৰ্য্য চলিতে থাকে উহাব কোষসমূহের খাদ্যরূপে পরিণত হয় । দধীচি মুনির দ্যায় এই সকল সঞ্চরণশীল কোষেব আত্মবলিদান প্রশংসাই বটে। এখানেও দেখা যায় যে বীজকোষেব সহিত দেহ-কোষের অতি ঘনিষ্ঠ —খাদ্যখাদক সম্বন্ধ রহিয়াছে। আবার খাদ্যেব উপর খাদকের প্রকৃতি নির্ভর করিয়৷ থাকে । তৃণভোজী গবাদি পশু অপেক্ষ উত্তেজক মাংস-ভোজী ব্যাঘ্ৰাদি শ্বাপদ জীব অধিকতর তেজস্বী । পিতৃ বীজ-পঙ্ক মাতৃকোষপঙ্গের সহিত মিলিত হইলে গর্ভস্থ ডিম্বাণু ক্রমে পুষ্ট হইয়া ভ্রাণরূপে পরিণত হয়। অনুবীক্ষণ যন্ত্রের