পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বুধ, সপ্তম সংখ্যা জ্ঞান ছিল, প্রায় শেষ পৰ্য্যস্ত তিনি একেবারে ংজ্ঞাহীন হুন নাই। প্রায় দেখা যায়, বড় লোকের মৃত্যুও ফেসে ক্ষণে হয় না। মৃত্যুদেব যেন ইগকে লইবার জন্ত একটি শুভক্ষণের অপেক্ষ করিতেছিলেন। যিনি শিক্ষার উন্নতির জন্ত বঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করিয়াছেন-— সমালোচনা صور তিনি লক্ষ্মীর বরপুত্র,—তাই বিগত পূর্ণিমায় লক্ষ্মীপূজার দিন স্বয়ং লক্ষ্মী তাহাকে ক্রোড় পাতিয়া গ্রহণ করিলেন । . ২৫ অক্টোবরে তিনি জন্মগ্রহণ করিয়া ছিলেন, ৩রা অক্টোবরে দেহ ত্যাগ করিলেন । আব ২২ দিন থাকিলে তাহার বয়ঃক্রম ৭৩ পূর্ণ হইত। e གླི---་ সমালোচনা রবিনৃ হুচ্‌। ঐযুক্ত কুলদাচরণ রায় প্রণীত। কলিকাতা, সিটিবুক সোসাইট, কলেজ ষ্ট্রট। কুন্তলীন প্রেদে মুদ্রিত। মূল্য দশ অন৷ মাত্র। ইংরাজীতে বীর রবিন্‌ হুডের কাহিনী অবলম্বনে (য গ্রন্থ আছে, এখনি তাহারই বঙ্গানুবাদ । অনুবাদের ভাষা বেশ সহজ ও সরল ; সরসতাটুকুও দক্ষতার সহিত সংরক্ষিত হইয়াছে। একবার বহিখ নি পড়িতে আরম্ভ করিলে শেষ না করিয়! থাকা যায় না, গ্রন্থখানি এমনই কৌতুহলোদ্দীপক। কাহিনীটি যে শিশুহৃদয়ে অপূর্ব পুলকের সঞ্চার করিবে, সে বিষয়ে এতটুকু সংশয় নাই। গ্রন্থে কযেকখানি চিত্র প্রদত্ত হইয়াছে ; চিত্রগুলি সুন্দর । ছপা কাগজও চমৎকার । ভারতীয় সাধক। শ্ৰীযুক্ত শরৎকুমার রায় প্রণীত। প্রকাশক, ইণ্ডিয়ান পাব্লিশিং হাউস । এলাহারদ, ইণ্ডিয়ান প্রেসে মুদ্রিত। মূল্য বারে আন । এই গ্রন্থে বুদ্ধ, রামানন্দ, কবীর, নানক, রামমোহন প্রভৃতি সাধকবর্গেয় কৰ্ম্মজীবনী, উপদেশবাণীসমুহ, এবং ধৰ্ম্মজীবনের সংক্ষিপ্ত ইতিহাস আলোচিত হইয়াছে। লেখকের ভাষা বেশ স্বচ্ছ সরল, আলোচনার পদ্ধতিও যুক্তির সমাবেশে সুনিপুণ । আলোচনা কোথায়ও একটু গোড়ামি নাই,— *<रै १ अंश्ब्र विरभषङ् ।। ७ई अश् दूक, नानक, ७8 न६ কবীর ও রামমোহনের চিত্রও সন্নিবিষ্ট হইয়াছে। গ্রন্থখানি বঙ্গসাহিত্যের অলঙ্কার স্বরূপ হইয়াছে। ছাপা কাগজ ভালো । রামায়ণ । (গদ্য-পদ্ধ ) শ্ৰীযুক্ত বিপিনবিহারী মিত্র বিদ্যাবিনোদ প্রণীত । কলিকাতl, ৮৯ লং কলেজ ষ্ট্রট হইতে সেন ব্রাদাস কর্তৃক প্রকাশিত। কুন্তলীন প্রেসে মুদ্রিত, মূল্য আট আন মাত্র। লেখক ভূমিকায় বলিয়াছেন, “বঙ্গের অমর কবি কৃত্তিবাস বিরচিত সুললিত রামায়ণ গ্রন্থ অবলম্বনে সুকুমারমতি বিদ্যার্থী বালকবালিকাদিগের পঠেপযোগী করিয়৷ এই পুস্তকখানি প্রণয়ন করা হইবাছে । কবির রচিত রামায়ণের শ্রেষ্ঠাংশ রাখিয়া ও উহার সহিত. সংলগ্ন কবতঃ অবশিষ্ট্রভাগ গদ্যে প্রকাশিত হইল।” মূল রামায়ণের সহিত মিল করিয়াই এই গ্রন্থখানি সঙ্কলিত হইয়াছে—শিশুদিগের জন্য রচিত বলিয়া লেখক নেহাৎ আসার ও আজগুবি গল্প ইহার মধ্যে পুবিয়া দিয়া ফাপি চালান নাই, ইহাই এই শিশুপাঠ্য গ্রন্থখtrনর বিশেষত্ব। গদ্যাংশের ভাষা , সরল ও বিশুদ্ধ ; তাহার সহিত কৃত্তিবাদের পদ্যাংশ সংযোজিত করায় শিশুদিগের পক্ষে চিত্তাকর্ষক হইবে বলিয়াই মনে হয় । গ্রন্থের শেষে একটি পরিশিষ্ট প্রদত্ত হইয়াছে। পরিশিষ্ট্রে পৌরাণিক ও ভৌগোলিক