পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&৮শ বর্ষ, সপ্তম সংখj! বারি হাসিতে লাগিল, বলিল “ন দিদি ! তা নয় ভাই,—নাকীক্ষরটা বড় মিষ্টি স্বর, —বড় করুণ বড় মধুর! আমায় বড় ভাল লাগে ।--” • . সাবিত্ৰী বলিল “ইস্ দেখিস ! ঢলিয়া পড়িলি যে ! ভূতের আওয়াজ তোকে এত ভাল লাগে—তাত জানিতাম না !”— তাহার পিঠে মৃদ্ধ করাঘাত করিয়া বারি বলিল, “দুর পাজি!-ভূতের স্বর কে বলিল ?—তবে ঐ যে মুরকে লক্ষ্য করিয়া তুমি প্রথমত কথা তুলিয়াছ সেই সুরের কথা বলিতেছি । সে যে বুকের কথা প্রাণের কথা !—নাকের ভিতর দিয়া সৰ্ব্বদা বুকের ভিতরের হাওয়া আসা যাওয়া করিতেছে—তাই বোধ হয় সে প্রাণের সব সংবাদ জানে!—মুখ কথা কয় নিজের— আর নাক বুঝি সেই মরণের ভাষাটিই গেয়ে যায় ! জিভ কয় কথা—নাক গায় গান ; কোনটা মিষ্টি দিদি ?”— সাবিত্ৰী বিক্ষিত পুলকে তাহার কথা শুনিতেছিল, কথা শেষ হইলে তাহার কণ্ঠলিঙ্গন করিয়া বলিল,--“ওরে আমার ভূতের রাণী—নাকীস্বরের পেঞ্জি —তোমার ও মুর তোমাতেই থাক্‌ ! আমি গানশুনিতে চাহিনী !—মিষ্টি যতই মিষ্টি হোকৃ দিন কত তাহ খাওয়া যায় ? মাঝে भएक प्लेकू क्लाहे !” হাসিয়া বারি বলিল, “ঙা তোমার এখন কি চাই তাই বল না ! দেখি যদি জোগাড় করিতে পারি - “চাই যে তুই একটু আমার সঙ্গে ঝগড়া কর।” डांझेराः!* છ૭e বালি বলিল,—“গায়ে পড়িয়া ন কি ?" | অলস ভঙ্গীতে দেয়ালে গা হেলাইয়া সাবিত্ৰী বলিল,— "আরে তাইত সাধ যায় ব্লোন্‌! কিন্তু করে কে ? আহ হ থাকিতু যদি সতীন তবেই না মনের সব সাধ মিটিত !” সকলে তাহার ভাব দেখিয়. হাসিয়া উঠিল,—ললিত বলিল, “সে সাধও হয় আপনার ?” ● ‘খুব হয় রে খুব হয় । কিন্তু বারিটা এমন নিৰ্ব্বোধ যে কিছুতেই আমার বরকে বিবাহ করিতে চায় না !” বারি, হাসিয়া বলিল,—“তোর কালে কুৎসিৎ . বরকে লোকে বিবাহ করিবে কেন ?” • cफ़i५ छूट्स नांकाईब्रl dीछे रँ९हेिझां সাবিত্ৰী বলিল,—“করিতেই হইবে ! এখন ইচ্ছায় করিতিস ত ভাল ছিল, না হয় ত দেখি একদিন জোর করিয়া মাথায় সি দুর দিয়া বিবাহ করিবে !”— উচ্চ হালিয়া বারি বলিল, “সত্য নাকি ? তবে ত তুই আমার হবু সতীন । তবে গায় পড়িয় ঝগড়াট বাকী কেন থাকে— আগে হোক !” বলিয়া বারি সাবিত্রীর প্রসারিত ক্রোড়ে গুইয়া পড়িল। তখন সাবিত্রী তাহাকে আরও টানিয়া লইয়া বলিল,—“অহ হ !—ঘুম পাইয়াছে আমার ‘भूकोब बज्र घूम शाहेब्रांप्इ,"-भtब श्ब्र করিয়া বলিল, “আব আৰ রে নির্দা হামার ঘর ; গুতল দুলালীয়া পালঙ্গ حسـ"رةء সে আরও কি বলিতেছিল—কিন্তু