পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૩િ૪. বলিয়াছি যে একটি নিরাশ্রয় বালক আমার কাছে উপস্থিত কিন্তু আমি রাখিতে পারিব না, আর ঠিকৃ তোমার দ্যায় প্রকৃতি বলিয়া সে তোমারই সেবা করিতে চায়— অতএব তুমি তাহাকে সঙ্গে লও ! এ কথাতেও সে ইতস্তত করিয়াছিল তাহার পর,—আমাকে ভার মুক্ত করিবার জন্তই হেীকৃ অথবা যে কোন কারণে সে এখন সন্মত হুইয়াছে।” বারি বলিল, “ আমার প্রকৃত পরিচয় দিতে সাচস কেন করিলেন না মা ?”— সন্ন্যালিনী হাসিয়া বলিলেন,-“সাহস করিলাম না কেন ? তবে শোন বারি ! লাইকাকে আমি বুঝিতে পারিলাম না এবার | সম্প্রতি তাহার হৃদয় যে কোল পথে চলিয়াছে তাহ আচরণে কিছুই বোঝা যায় না, যদি স্ত্রীলোক সঙ্গে লইতে অসন্ম झब्र-किश्वां.-” - সন্ন্যাসিনী নীরব হষ্টলেন। বারি ক্ষণকাল নিস্তব্ধ থাকিয়া বলিল, “তবে তাহার অপ্রীতিজনক কাজ করিতে আমি যাইব कि- भां ?” চিন্তাপূর্ণ চক্ষুদ্বয় তাহার মুখের উপর স্থাপিত করিয়া সন্ন্যাসিনী বলিলেন,— “আমিও ও কথা ভাবিয়াছি মা ! যদিই বা অপ্রিয় হয়—কিন্তু স্ত্রী পরিত্যাগের তাহার কি অধিকার আছে ? সে সন্ন্যাসী বা ব্ৰহ্মচানী নয়,-কোন ঐক্তধারীও নয়,— তবে পরিব্রতা পত্নীকে চিরজন্ম শোক সাগরে ভাসাইবার প্রয়োজন কি তার ? ७५ cफन मिथj श्रां°झाञ्च cन ज्ञांछउवान প্রবেশ করে না,– নতুবা তুমিত বলিয়াছিলে छब्रडौ অগ্রহায়ণ, ১৩২১ যে,—সে তোমাকে আনিতে গিয়াছিল! কিন্তু আমি যে এখন সহসা তোমাকে স্বমূৰ্ত্তিতে লইয়া যাইতে পারিতেছিন তাহার কারণ এই যে যদি প্রথম হইতেই সে তোমার প্রতি বিরক্ত বা অসন্তুষ্ট হয়,—সেই জষ্ঠ ! এখন তুমি এইভাবে তাহার কাছে থাক গিয়া, পরে তাহার স্বভাব আচরণ ও মনোভাব বুঝিয় আত্মপ্রকাশ করিও —” বারি ভাবিতেছিল—“সত্য ! তাহার বাধাস্বরূপ বা কষ্টকর হইলেও হইতে পারি বটে। তাহাই সম্ভব ! যদি তাই হয় ?" তখন তাহার অন্তরের দ্বার সহজে মুক্ত করিয়া কে বলিল যেন—“যদি তাই হয় ! তাহা হইলেই বা এত ভয় কি ! এমন ঘৃণিত অভিশপ্ত জীবন যে বহিয়া চলিতে হইবেই এমন প্রতিজ্ঞাও ত নাই ! ছিছি! এখনও ভবিষ্যৎ চিন্তা ?” কিন্তু সন্ন্যাসিনীর বাক্যাবসানে সাবিত্রী বলিল, “আর যদি দেখে লাইক যথার্থই তাহার প্রতি অসন্তুষ্ট তবে ?” তখন সবেগে বারি বলিল,—“তখনকার কথা তখন দিদি ! এখন মা যাহা বলিলেন তাছাই ভাল!” তাহার কথায় সন্ন্যাসিনী যেন বিস্মিত হইলেন, ‘বলিলেন “না মা ! তাহা নহে,— এবিষয়ে তুমি এখনও ভাবিতে পার,— বিবেচনা করিয়া যদি—” বাধা দিয়া বারি বলিল, “বিবেচনা আর কি করিব ম| ? আপমি যাহা ভাল বুঝিবেন তাহাই ভাল।” সন্ন্যাসিনী’ বারির শিরক্ষন করি বলিলেন—“ইহা তোমার মনোমত হইয়াছে