পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যোতিরিন্দ্রনাথের জীবনস্তৃতি (b. ) এই সময়ে জ্যোতিবাবুর উদ্যোগে আর একটি . সভা স্থাপিত হইয়াছিল। এই সভার নাম ছিল “সঞ্জীবনী সভা” । ছেলেৰেলাকার সেই Masonic সভার ইহা দ্বিতীয় সংস্করণ ! ঠন্‌ঠনের একটা পোড়ো বাড়ীতে এই সভা বসিত। এ বাড়ীতে পূৰ্ব্বে না কি একটা স্কুল ছিল জ্যোতিবাবুরা শুনিয়াছিলেন; কিন্তু এ বাড়ীর যে কে মালিক তাহ র্তাহারা তখন ত’ জানিতেনই না, আঞ্জ পৰ্য্যন্ত জানেন না । সভার অধ্যক্ষ ছিলেন বৃদ্ধ রাজনারায়ণ বসু । বালক রবীন্দ্রনাথও এ সভার সভ্য ছিলেন । পরে নবগোপাল বাবুকেও সভ্যশ্রেণীভুক্ত করা হইয়াছিল। সঙ্গর আসবাবপত্রের মধ্যে ছিল, একথান ছোট ভাঙ্গা টেবিল, কয়েকখালি ভাঙ্গা চেয়ার ও ছোট টানা পাখা—তারও আবার একদিক ঝুলিয়া পড়িয়াছিল । জাতীয় সমস্ত হিতকর ও উন্নতিকর কাৰ্য্য এ সভায় অনুষ্ঠিত হইবে ইহাই সভার একমাত্র উন্ধেগু ছিল। যেদিন নুতন কোনও সভ্য এই সভায় দীক্ষিত হইতেন সেইদিন, অধ্যক্ষ মহাশয় লীল পট্টবস্ত্র পরিয়া সভায় আসিতেন। সভার নিয়মাবলী অনেকই हिण, उtझांब्र भtथा धशॉन हिग मज ७खि । ७ जडीब्र यांश कर्षिऊ इहेष्व, यांश कश्न হইবে, তাহ কাছার ও প্রকাশ করিবার चषिकांग्न झ्नि न । . আদিব্রাহ্মসমাজ-পুস্তকাগার হইতে লাল রেশমে জড়ান’ বেদমন্ত্রের একখানা পুথি এ সভায় আনিয়া রাখা হইয়াছিল । টেবিলের দুই পাশে দুইটি মড়ার মাথা থাকিত, তাহার দুষ্টটি চক্ষুকোটরে দুইটি মোমবাতি বসান’ ছিল । মড়ার মাথাটি মৃত ভারতের সাঙ্কেতিক চিহ্ন। বাতি দুইটি জালাইবার অর্থ এই যে মৃত ভারতের প্রাণসঞ্চার করিতে হইবে ও তাহার জ্ঞানচক্ষু ফুটাইয়। তুলিতে হইবে। এ ব্যাপারের ইহাই মূল-কল্পনা । সভার প্রারম্ভে বেদমন্ত্র গীত হইত— “সংগচ্ছধবম্, সংবদধ্বম্”। সকলে সমস্বরে এই বেদমন্ত্র গান করার পর তবে সভার কাৰ্য্য ( অর্থাৎ গল্প-গুজব ) আরম্ভ হইত । কাৰ্য্যবিবরণী জ্যোতিবাবুর উদভাবিত এক গুপ্ত ভাষায় লিখিত হইত। এষ্ট গুপ্ত ভাষায় “সঞ্জীবনী সভা"কে ‘হাঞ্চ,পামু হাফ” বলা হইত। ভাষাতত্ত্ববিদ পণ্ডিতেরা এই সাঙ্কেতিক ভাষার পাঠোদ্ধার করিতে যত্নবান হউন ! ইহার দীক্ষা-অনুষ্ঠানে একটা ভীষণ-গাম্ভীৰ্য্য ছিল । দীক্ষাকালে, নবদীক্ষার্থীর সৰ্ব্বাঙ্গ শিহরিয়া উঠিত । প্রথম প্রথম সভার কায পুরা দমেই চলিতে লাগিল। নিত্য নুতন প্রস্তাব গৃহীত চইত, কিন্তু কাযে পরিণত করা পর্যন্ত ধৈর্য্য অনেক বিষয়ে থাকিত না । যাহার যেরূপ কল্পনা খেলিত সে সেইরূপই প্রস্তাব কল্পিত । এইরূপ কাল্পনিক মুখে বেশ দিন কাটিয়া बाहेछ। ७कनिन गडांद्र জ্যোতিবাবু স্থির