পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ং৮শ বর্ষ, সপ্তম সংখ্যা বরণ করিয়া লইতেছিল। সে বুঝিল না ८ष ऎश् झं न। इक्ष्थं । 象 অনেকক্ষণ এইভাবে কাটিল। তাহার পর কখন বারির আকর্ষণে সাবিত্ৰী শ্যায় গুইয়াছিল ঠিক নাই—কিন্তু অল্পক্ষণ পরেই মার্ক টোয়েন" ఆ లిసె সে বুঝিল তাহার বাহুতে মাথা রাশিয়া সাবিত্রী ঘুমাইয়া পড়িয়াছে। বারি আর নড়িল না,—নিজের হাতখানি তেমনি এলাঞ্চিত করিয়াই অতি ধীরে ধীরে তাহার পাশ্বে শয়ন করিল। শ্ৰীহেমনলিনী দেবী। মার্কটোয়েন . আমেরিকার মার্কটোয়েন একজন বিখ্যাত লেখক ; তাহার কৌতুক রচনা পাঠকদের মনে এক অভূতপূৰ্ব্ব আনন্দ রসের স্বষ্টি করে । ইনি কেবল রচনাতে নয় কথা বার্তাতেও সকলের মনোমুগ্ধ করিতেন। তাহার প্রত্যেক বর্ণনভঙ্গিতে হাসির ফোয়ার ছুটিত। সকলের কথা মিষ্ট লাগে না ; যাহাদের চিত্তহরণ ক্ষমতা আছে তাহদের সামান্ত কথাটাও বলিবার ভঙ্গিতে অতি উপভোগা হইয়া ওঠে। মার্কটোয়েন এই স্বাভাবিক শক্তিতে শক্তিমান ছিলেন। ইহার উপর তাহাব স্বভাবও সাতিশয় মধুময় ছিল ! কোনও বিষয় পড়িবার সময় তার ভিতরকার ভাগ কথাগুলিতে দাগ দেওয়া মার্কটোয়েনের একটা অভ্যাস ছিল । একখানি পত্রিকায় এই কথা গুলির নীচে তিনি দাগ দিয়াছিলেন। “It has been said that a man’s last will and testament best expresses his character. Does it 2 Do we not know a man best from the simple act, look or speech of daily life, when the consciousness is unaware P’ মার্কটোয়েনের ছোট বড় সকল কাজে ও কথা বৃৰ্ত্তায় তাহার চরিত্রের মধুরতা স্বম্পষ্ট হইয়া উঠিত । জীবনের শেষ কয়েক মাস তিনি বাৰ্ম্মদার (Bermuda) কোন এক ভদ্র মহিলার আতিথ্যে আপন করিয়া ছিলেন। ইনি মার্কটোয়েনের এই সময়কার কার্ষ্যকলাপ কথাবাৰ্ত্ত একত্র গ্রথিত করিয়া লিপিবদ্ধ করিয়াছেন। মার্কটোয়েন ছোট মেয়েদের বড় ভাল বাসিতেন । এই ভদ্রমহিলার হেলেন নামে একটি মেয়ে ছিল। মার্কটোয়েন এই মেয়েটর মেহাকর্ষণে আকৃষ্ট হইয়াই বাৰ্ম্মদাতে অতিথি হইয়াছিলেন । তিনি বলিতেন, সংসারে কেবল ছোট মেয়েদেরই অস্তিত্ব থাকা উচিত। ছেলেরা যেপৰ্য্যন্ত মানুষ না হয় সে পৰ্য্যন্ত সংসারের পক্ষে তারা অশোভন । তিনি সব জিনিসই নবীন চাহিতেন । তিনি বলিতেন অল্পবয়স্ক গুবড়ে পোকা হওয়াও বৃদ্ধ নন্দনপক্ষীর চেয়ে ভাল। (১) তিনি সাধারণতঃ প্রাতঃকালটা বই লইয় (*) “It is better to be a young beetle than a bird of paradise."