পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ ] ○ハ○ পৌষ, ১৩২১ [ ৯ম সংখ্যা লাইক ( २8 ) সন্ন্যাসিনী স্বহস্তে বারিকে ছদ্মবেশে সাজাইয়া দিলেন –প্রথমত চুল কাটিতে চাহিয়াছিলেন কিন্তু তাহাতে সাবিত্রী মহা cभाग वांशाहेण ! ज्ञाशिग्रा कॅनिम्न अनर्थ করিল—, অবশেষে তিনি অতি যত্নে মাথায় কাপড় বাধিয়া দিয়া চুপি চুপি বারিকে বলিলেন,—“আজ এই থাকৃ, যদি প্রয়োজন বোধকর—তোমার বস্ত্রের মধ্যে ছুরি দিয়াছি, —কাটিয়া ফেলিও —” তাহার পর তিনজনে পথে বাহির হইলেন। বারির মুখ বৰ্ষাপ্রভাতের ঘোর নীলিমাচ্ছন্ন, সন্ন্যাসিনী চিন্তাকুল,—কিন্তু সাবিত্রী প্রসন্ন কটাক্ষে বারির প্রতি চাহিতে চাহিতে চলিতেছিল । অন্তান্ত দিনের স্তায় বারি তাহার পাখে আপনাকে ঢাকিয়া চলিতেছিল—গ্রাম সন্মুখীন দেখিয়া সাবিত্রী বলিল—“একটু সাবধান হ বারি। আজ যে তুই পুরুষ ?”— বারির মুখে একটু হাসির আভাষ দেখা গেল—সাবিত্রী একবার অলক্ষ্যে তাহার হাত ধরিয়া টিপিল!—গ্রাম পথে নুতন দৃশু— দুইধারে পথিপার্শ্বে প্রভাতের হাট বসিয়াছে। তখন অধিক জনতা নাই, একে একে লোক জমিতেছে, দূর্ব গ্রামের ফল মূল বিক্রেীরা বড় বড় ডাল মাথায় করিয়া আসিয়া সহযোগী বা সহযোগিনীৰ সহিত স্থান লইয়া কলহ করিতেছে —কেহব চট পাতিয়া শাক সজি সাজাইয়া বসিয়া আছে —পথ দিয়া রাখাল বালকের গরু লইয়া যাইতেছে তাহদের মুখে কজরী গীত -ক্রমে হাটের পথ দিয়া বড় বাজারের ভিতর দিয়া তাহারা গ্রামে প্রবেশ করিল। সন্ন্যাসিনী দেখিয়া অনেকেই র্তাহাদিগকে প্রণাম করিল ! ক্রীড়ানিরত বালক বালিকার দূরে সরিয়া C히, 1 গ্রাম শেষ ; দূরে দূরে স্থই একখানি গৃহস্থের আবাস গৃহ। প্রায় প্রত্যেক গৃহের পার্থেই কঞ্চির বেড়া বাধা ভিটায় জনরার ক্ষেত,—সদ্যোঞ্জাত শষ্য রক্ষার জন্ত স্থানে