পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V88 প্রচার করিয়া গিয়াছেন। নক্ষত্রগণের দীপ্তির বিষয়ে লিখিয়া গিয়াছেন ষে, গোলাকার পৃথিবী, গ্রহ ও নক্ষত্রবর্গ স্বৰ্য্যের দ্বারা আলোকিত হয় ; তাহদের যে অৰ্দ্ধাংশ সুৰ্য্যের দিকে থাকে সেই অংশ দীপ্তি পায়, বাকি অৰ্দ্ধাংশ নিজের ছায়ায় অন্ধকারাবৃত ৷ বৈদিক ঋষিগণও জানিতেন যে স্বৰ্য্যতেজে চন্দ্র দীপ্তিশালী । গ্ৰহগণের কক্ষ (orbit) সম্বন্ধে আৰ্য্যভট্ট লিখিয়া গিয়াছেন যে শনি (saturn), বৃহস্পতি মঙ্গল (mars) স্থৰ্য্য, শুক্র (venus), Hg (mercury) s 5tās rF পর পর অবস্থিত ও সকলের অধোভাগে পৃথিবীর কক্ষ । ইহাতে জানা যাইতেছে যে, আর্য্যভট্ট জানিতেন না যে, স্বৰ্য্যের চারিদিকে পৃথিবী ও অপরাপর গ্ৰহগণ ঘুরিতেছে। আর্যভট্ট গ্রহণের (eclipse) প্রকৃত কারণ জানিতেন বলিয়া মনে হয়। বরাহ আর্য্যভট্টের কিছু পরে বর্তমান ছিলেন। তিনি গ্রহণের প্রকৃত আধুনিক কারণ সবিস্তারে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন এবং গ্রহণ সম্বন্ধে পৌরাণিক কল্পনাকে, খণ্ডন করিয়াছেন । আৰ্য্যভট্ট কেবল জ্যোতিষীই ছিলেন না, তিনি একজন প্রগাঢ় অঙ্কশাস্ত্রবিৎ পণ্ডিতও ছিলেন। তিনি পাটীগণিত, বীজগণিত (Algebra) 's foot-iffs (Trigonometry) সম্বন্ধে অনেক মৌলিক গবেষণার ফল প্রকাশিত করিয়া গিয়াছেন।

    • sificăni (Notation) আৰ্য্যভট্টের সময়ে ভারতে ১, ২, ৩

(jupiter), ভারতী পৌষ, ১৩২১ প্রভৃতি সংখ্যানির্দেশক বর্ণ আবিষ্কৃত হয় নাই । সপ্তম শতাব্দীতে ভারতে এই সংখ্যানির্দেশক বর্ণমালা প্রচলিত হয় । সম্ভবতঃ ইহার পূৰ্ব্বেও কয়েকটি সংখ্যাবাচক বর্ণ ভারতে প্রচলিত ছিল। প্রাচীন আরবীন্থ ব্যবসায়ীরা অষ্টম শতাব্দীতে এই ভারতীয় ংখ্যানির্দেশক বর্ণমালা ব্যবহার করিতে আরম্ভ করেন । পুর্বেই বলা হুইয়াছে যে আর্যভট্টের সময় সংখ্যানির্দেশক বর্ণমাল৷ আবিষ্কৃত হয় নাই, তিনি ক, খ, গ প্রভৃতি বর্ণমালা সংখ্যানির্দেশকল্পে ব্যবহার করিতেন। এই বর্ণমালা ব্যবহার করিয়াও তিনি সহজে বড় বড় সংখ্যা প্রকাশ করিতে সক্ষম হইয়াছিলেন। আরবীয় অঙ্কশাস্ত্রবিৎগণের মধ্যে স্বপ্রসিদ্ধ বেন মুসা (৯০০ খৃঃ অঃ ) সৰ্ব্বপ্রথম ভারতীয় ংখ্যানির্দেশক বর্ণমালা ব্যবহার করেন এবং ক্রমশঃ অপর অপর আরবীয় বৈজ্ঞানিকেরাও তাহা গ্রহণ করেন । প্রাচীন ইউরোপে II III প্রভৃতি রোমীয় সংখ্যানির্দেশক বর্ণমালা প্রথমে ব্যবহৃত হইত কিন্তু ১ • • • খৃষ্টাব্দে রিমস প্রদেশের আর্কবিশপ সুপ্রসিদ্ধ ফরাসী ধৰ্ম্মযাজক পারবট এবং তাহার পরে রোমের সর্বপ্রধান ধৰ্ম্মযাজক পোপ দ্বিতীয় সিলভেসটার আরবীয়গণের নিকট হইতে হিন্দুদের সংখ্যানির্দেশক বর্ণমালা গ্রহণ করিয়া ইউরোপে প্রচলিত করেন । ১২০২ খৃষ্টাব্দে পিসার স্ব প্রসিদ্ধ লিওনার্ডে র্তাহার গ্রন্থে প্রথম এই সংখ্যানির্দেশক বর্ণমালা ব্যবহার করেন। এখনও এই বর্ণমালাই জগতের প্রায় সৰ্ব্বত্রই প্রচলিত ; পূৰ্ব্বেকার রোমীয় সংখ্যানির্দেশক বর্ণমাল