পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, সপ্তম সংখ্যা 8दखानिक बौवनी ' 影 Eså ডারইন কর্তৃক ধৃত” এই কথাগুলিতে নিযুক্ত হন। তিনি প্রগাঢ় পণ্ডিত ছিলেন, যে তিনি কত আনন্দিত হইয়াছিলেন তাহা তাহার একখানি প্রত্রে, অবগত হওয়া যায় । দুইবৎসর এডিনবরাতে থাকার পর তিনি চিকিৎসাবিদ্যা অধ্যয়নের ংকল্প পরিত্যাগ করেন। তাহার পর ধৰ্ম্মযাজকের কাৰ্য্য র্তাহার জন্ত অবধারিত হয়। সেই জষ্ঠ তিনি ১৮২৭ সালে বিখ্যাত কেজি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ক্ৰাইষ্ট চার্চ কলেজে ভৰ্ত্তি হন। এই স্থানে সুপ্রসিদ্ধ অধ্যাপক হেন্সলোর সহিত ঘনিষ্ঠ বন্ধুত্বে আবদ্ধ হওয়ায় তাহার জীবনের গতি সম্পূর্ণভাবে অদ্যদিকে পরিচালিত হইয়া যায় । অধ্যাপক হেন্সলো প্রথমে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, উদ্ভিদ পরে খনিজ বিজ্ঞানের অধ্যাপক এবং ছাত্রদিগের সহিত খুব ঘনিষ্ঠভাবে মিশিতে পারিতেন । সেইজন্ত ছাত্রদিগের মনের উপর তাহার প্রভূত ক্ষমতা ছিল। ডারুইন হেন্সলোর খুব প্রিয় পাত্র হইলেন, এমন কি বেড়াইতে যাইবার সময়ও হেঙ্গলো তাহাকে সঙ্গে করিয়া বেড়াইতে লইয়া যাইতেন। সেইজন্য ডারইনের সহপাঠীর তাহাকে “হেন্সলোর সহচর" বলিয়া ঠাট্ট৷ করিতেন। ডারইনের মনে প্রাকৃতিক বিজ্ঞান পাঠের আগ্রন্থ জন্মাইয়া দিবার জন্ত অধ্যাপক হেন্সলোর নিকট সমস্ত জগৎ বিশেষ ভাবে ঋণী। তাছার সংসর্গ না পাইলে ডারুইন ডাইরুন হইতে পারিতেন कि ন সন্দেহের বিষয়। ১৮৩১ সালে হেন্সলোর

  • हमिां जाङ्गरेन विश्रुता। *फ्टिङ श्रांज्ञख क८ब्रन ७६९ ভূবিদ্যা শিক্ষা করিবার জন্ত ঐ বৎসর আগষ্ট মাসে হেন্সলোর সহিত ওয়েলস প্রদেশে যাত্র করেন। এই ভূবিদ্যা বিষয়ক পরিভ্রমণের অভিজ্ঞতা পরবর্তীকালে তাহার বিশেষ উপকারে লাগিয়াছিল।

“বিগল”এ সমুদ্র যাত্র তিনি শিকার বড় ভfল বাসিতেন । একদিন শিকার* হইতে গৃহে প্রত্যাগমন করিয়া অধ্যাপক হেন্সলোর একখানি পত্র পাইলেন। এই পত্রে অধ্যাপক হেন্সলে উহাকে