পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

निदांब्र१८क कब्रम निर्ऋखि कग्निtउ उनिब्र কgাটভীরু হরিবিহারী হতাশভাবে তাকিয়ায় চলিয়া পড়িয়া বলিলেন—তবে যা ভালো বোঝে কর । হরিবিহারীকে সহজে হাল ছাড়িয়া দিতে দেখিয় নিবারণ উৎফুল্ল হইয়া উঠিল। কিন্তু দেওয়ান বলিলেন—একবার স্মৃতিরত্নমশায়কে ডেকে এ কথা বলা উচিত। যদি কিশোর প্রায়শ্চিত্ত করে তা হলে ত আর কোনো গোল থাকবে না । নিবারণ ভীত হইয়া সবেগে মাথ৷ নাড়িয়া বলিল-হাঃ ! রেখে দিন আপনার প্রায়শ্চিত্ত। যে জেনে বুঝে ইচ্ছে করে’ পাপ করে, তার আবার প্রায়শ্চিত্ত কি ? অভিরাম বলিল—আর তিনি প্রায়শ্চিত্ত করতেও স্বীকার করবেন না। তিনি বলেন, প্রায়শ্চিত্ত মনের মধ্যে হয়, বাইরের অনুষ্ঠানে নয়। এসব অনাচার তিনি অন্তায় বলেই স্বীকার করেন না । এসম্বন্ধে আমরা তার সঙ্গে তর্ক করে এলে দিয়েছি... দেওয়ান বলিলেন–কিশোর প্রায়শ্চিত্ত না করে যদি, স্থতিরত্ন মশায় পুত্রকে ত্যাগ করবেন। দোষ করেছে কিশোর, স্মৃতিরত্ন মশায়কে তবে একঘরে করা যাবে কি অপরাধে ? হরিবিহারী আশ্বস্ত হইয়। আবার উঠিয়া বসিয়া বলিগেন—ঠিক বলেছেন দেওয়ানজী। তোমরা একজন কেউ গিয়ে স্মৃতিরত্ন মশায়কে ডেকে আনগে। নিবারণের মন একেবারে দমিয়া গেল ! স্বতিরত্ন ও নবকিশোরের উপর তাহার শিক্ষণ ক্রোধ ছিল। ইহার নিবারণ পুত্র "Poo গোবৰ্দ্ধনকে ব্ৰাহ্মণ বলির স্বীকার করেঙ্গ ন, বাহ্মণ-ভোজনে তাহীকে নিমন্ত্রণ করেন না এবং নিজেরাও গোবৰ্দ্ধন যেবাড়ীতে আছে সে-বাড়ীতে পদার্পণ পৰ্য্যস্ত করেন না। প্রকারাস্তরে তাহার। নিবারণদের জাতে ঠেলিয়া একঘরে করিবার চেষ্টায় আছেন, ইহাই নিবারণের ধারণ । এখন তাহাদিগের শক্রতার শোধ দিবার সুযোগ উপস্থিত, তাহাদিগকে একঘরে করিতে • পরিলে তবে নিবারণের মনের খেদ যায়। কোথা হইতে বুড়া দেওয়ানটা জুটিয়া তাহার এমন পাকা চালের গুটি কাচাইয়া দিবার উপক্রম করিয়াছে দেখিয়া নিবারণ অত্যন্ত বিরক্ত ও উৎকণ্ঠিত হইয়া হরিবিহারীকে বলিল— তা বাপু, ভটচাধ্যিকে ডাকতে হয় ডাক, কিন্তু ওদের সহজে ছেড়ে দিলে চলবে না। অন্ত লোক এমন অনাছিষ্ট অনাচার করলে আমি কিছুতেই একঘরে না করে ছাড়তাম না ; কিন্তু তোমার পুরুত বলে যা রেয়াত করছি। তোমার পুরুত বলেই না ওদের এত বাড় বেড়েছে, এমন অহঙ্কার হয়েছে যে আমাদের মানুষ বলেই মনে করে না। মোছলমানের সঙ্গে খেতে পারেন অথচ বামুনের বাড়ী খেলে ওঁদের জাত যায়! ওরে আমার নিষ্ঠে রে! ওরা বাপ বেটীয় ঘাট মানিয়ে আমার বাড়ীতে খাবে তবে আমি ছাড়ব, এ আমি তোমায় বলে রাখছি বাপু । হরিবিহারীর মন বিষাক্ত করিবার জন্ত নিবারণ অনর্গল গরল উদিগরণ করিয়া যাইতেছিল। ভট্টাচাৰ্য্য মহাশয় ঘরে প্রবেশ