পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*sy লিখিয়াছিলেন - যে “বিগ ল” নামক জাহাজ দক্ষিণ আমেরিক সার্ডে করিতে যাইজেছে এবং জাহাজের অধ্যক্ষ কাপ্তেম ফিজরয় সঙ্গে লইবার জষ্ঠ একজন প্রাকৃতিক বিজ্ঞানে অভিজ্ঞ বৈজ্ঞানিকের অন্বেষণ করিতেছেন। তিনি ডারইনকে এই কার্য্যের যোগ্য পাত্র বলিয় মনে করেম এবং ডাক্লইনকে এই পদ গ্রহণ করিতে বিশেষভাবে অনুরোধ করিতেছেন। ডারুইন এই পত্রখানি প্রাপ্ত হইয়৷ পৃথিবী ভ্রমণের এই সুযোগ লাগ্রহে গ্রহণ করিতে ইচ্ছুক হইলেন, কিন্তু তাছার পিতা ইহাতে সম্মত হইলেন না। তাছার আপত্তির কারণ এই যে, এই সমুদ্রযাত্রা ডারইনের ধৰ্ম্মযাজকের পদোপযুক্ত পাঠের বিঘ্ন উপস্থিত করিবে। অবশেষে তাহার খুল্লতাতের সবিশেষ - অনুরোধে তাহার পিতা . সম্মতি প্রদান করিতে বাধ্য হন। পিতার সন্মতি পাইয়া ডাক্লইন ১৮৩১ সালে ২২এ ডিসেম্বর তারিখে বিগল জাহাজে সমুদ্রযাত্রা করেন। র্তাহার মাহিনীর কোনও ধন্দোবস্ত ছিল না, কাপ্তেন সাহেবের ঘরেই তাছার বাসস্থান নির্দিষ্ট ছিল । এই সমুদ্রযাত্রা ডারইনের পরবর্তীকালের শিক্ষা ও সাধনার প্রধান সহায়ক হইয়াছিল। ইতিপূৰ্ব্বে স্বপ্রসিদ্ধ বৈজ্ঞানিক হম্‌বোল্ট সাহেবের"আত্মজীবনী”পাঠ করিয়া দেশ ভ্রমণে ও প্রাকৃতিক বিজ্ঞানের চর্চা করিবার श्रांठश् ऊँiशद्र भएन छांशिग्नांश्णि। शृथिवैौ ভ্রমণের এই সুবিধাতে প্রাকৃতিক বিজ্ঞানের চর্চা করিবার ইচ্ছা ও সামর্থ্য র্তাহার সমধিক বৰ্দ্ধিত হইল। এই সময়কার উাহায় চিঠি পরে জান-বায় - ষে ●ाँब्रडी কাৰ্ত্তিক, ১৩২১. বিভিন্ন দেশের প্রাকৃতিক শোভা সম্প্রদর্শনে डिनि भूद्ध ७ आञ्चश्डि श्हेब्र बाहे८उन, নানা দেশের পশুপক্ষী তরু বৃক্ষরাজি, মৃত্তিক। প্রভৃতি শরীক্ষা করিয়া এতই আনন্দ লাভ করিতেন যে সময় সময় রাত্রিতে র্তাহার নিদ্রাই হইত না। তিনি “বিগল" এ যাত্র করিবার পূৰ্ব্বে কোনও প্রাকৃতিক বিজ্ঞানে বিশেষজ্ঞ ছিলেন না। কিন্তু স্বভাবের নিকট শিক্ষা লাভ করিয়া পাচ বৎসর পরে যখন দেশে ফিরিলেন তখন তিনি ভূবিদ্যা, প্রাণিবিদ্যা, ও উদ্ভিদবিদ্যায় সম্পূর্ণ পারদর্শী। দক্ষিণ আমেরিকার বিবিধ জীবকঙ্কাল (fossils ), গ্যালাপেগো দ্বীপের বিবিধ পক্ষী, সমুদ্রের মধ্যস্থিত প্রবাগস্তুপ (coralreep ) প্রভৃতি স্বচক্ষে দর্শন ও পরীক্ষার পর তাহার মনে Gosfoxéazil's (theory of evolution) ক্রমশঃ সুস্পষ্টাকারে প্রতীয়মান হইতেছিল । ১৮৩৬ সালে ৬ই অক্টোবর তারিখে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন । দেশে ফিরিয়া আসিয়া ধৰ্ম্মযাজকের কার্য্য করিবার কল্পনা স্বতই ত্যক্ত হইল। আমেরিকা হইতে তিনি নানা প্রাণীর এবং খনিজ কঙ্কাল প্রভৃতি আনিয়াছিলেন, এখন এইগুলি শ্রেণীবিভাগ করিতে এবং তঁাহার অভিজ্ঞতা পুস্তকাকারে প্রকাশ করিতে ব্যস্ত হইলেন। সরকারি তহবিল হইতে এক হাজার পাউণ্ড (পনের হাজার টাকা ) প্রাপ্ত হইয়া অন্তান্ত বৈজ্ঞানিকগণের সহায়তায় গত সমুদ্রযাত্রার ফলস্বরূপ আন্ধত প্রাণিধিষ্ঠা ও ভূবিদ্যা বিষয়ক • অভিজ্ঞতা পুস্তকাকারে প্রকাশিত করিতে লাগিলেন। ১৮৩৮ হইতে ১৮৪৯ সাল পর্য্যস্ত তিনি "জিওলজিকাল