পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৭ বর্ধ, নবম সংখ্যা इज ब्राजि sछैiब्र गमत्र ७ळ मणषक श्रद्र উৎসাহের সহিত জাহাজের ঘাটে প্রত্যহ उ•श्डि झन ७ पनेि cकान' पयोि 2उि পক্ষের জাহাজে যেতে চায়, তাহাকে অনেক প্রকারে বুঝিয়ে এমনকি পায়ে পৰ্য্যন্ত ধরে ফিরিয়ে আনেন। যেখানে জালি খোটে করে প্রতিপক্ষের জাহাজে লোক উঠছে সেখান পর্যন্ত গিয়ে তাদের এইরূপ বুঝাতে থাকেন ? “আমাদের কথাটি একবার গুমুন তারপর যে-জাহাজে ইচ্ছা হয় যাবেন। আপনার বাঙ্গালী, বাঙ্গালীর জাহাজ থাকৃতে কেন আপনারা ইংরাজদিগের জাহাজে যাবেন ? দেশের টাক দেশে থাকে এটা কি প্রার্থনীয় নয় ? প্রতিপক্ষের জাহাজে স্বদেশীয়দিগের প্রতি কুব্যবহার করা হ’ত, অপমান করা হ’ত —আমাদের নিমন্ত্রণেই, আমাদের আহবানেই, ঠাকুব বাবুর এখানে জাহাজ এনেছেন— তখন কি আপনাদের ও জাহাজে যাওয়া উচিত ?” “ই বটে, যা বল্লে তার উত্তর নাই, চল ঐ জাহাজে যাওয়া যাকৃ।” এই বলে যাত্রীর আবার আমাদের জাহাজে অনেকে ফিরে আসেন। একটি বাব-বৎসর বয়স্ক বালক, ঘাটে সেদিন বক্তৃতা দিয়াছিল: - “হে ভাই সকল, তোমরা আপনার জাহাজ থাকৃতে পরের জাহাজে যাইবা না । উহাদের ঐ যে জাহাজ দেখিতেছ—উহার যেরূপ গঠন তাহাতে একটু বেশী বাতাস উঠিলেই দোদুল্যমান হইয়া জল গর্ভে নিমগ্ন হইবে । তাছার সাক্ষী দেখ উহার এখানে জাহাজ রাখিতে পারে নাই, ওপারে ইয়া গিয়াছে, এবং সে বাতাসে cजोडिब्रिठानां८१ब्र छैौवनवृडि vላ9 দোদুল্যমান হইতেছে। যদি তোমরা প্রাণ বঁাচাইতে চাও ত’ ভাই-সকল ঐ জাহাজে যাইব না।”—এই কথা শুনে নীচশ্রেণী লোকদের ভয় হ’ল- আর প্রতিপক্ষের জাহাজে তারা গেল না । ঝড় হোক—বৃষ্টি হোকৃ—রৌদ্র হোকৃ—যে কোন বাধা হোক কিছুই না মেনে তাহার। জাহাজের সিটি ( বঁাশীর ডাক ) শুনবামাত্র দৌড়ে ঘাটে এসে উপস্থিত হন । র্তাগর বলেন, আমাদের জাহাজের সিটি তাহাদের এমন মিষ্টি লাগে ও তা শুনতে পেলে তাদের এমন আহলাদ হয় যে তাহা বলবার নয় । বন্ধুদের স্বপরিচিত গলার স্বর দূর হতে শুনলে যেমন বুঝা যায় কে-আসচে তেমনি সিটি শুনলেই কোন জাহাজ আসচে তারা বুঝতে পারেন। ঐ আজি "ভারত” আসচে, ঐ “লৰ্ড রিপন আসচে, ঐ “বঙ্গলক্ষ্মীআসচে, ঐ "স্বদেশী” আসচে, ঐ "সরোঞ্জিনীআসচে—এই বলে সকলে উৎসাহের সহিত হাস্তমুখে দলবদ্ধ হয়ে ঘাটে এসে উপস্থিত হন। সেদিন একজন বলছিলেন, "যেমন বৃন্দাবনে শ্ৰীকৃষ্ণের বংশধ্বনিতে হৃদয় আকৃষ্ট হত, সেইরূপ তাদেরও হৃদয় আকৃষ্ট হয় ।” আবার প্রতিপক্ষের জাহাজের নাম পৰ্য্যস্তু র্তার সইতে পারেন ন!—তার সিটি র্তাহীদের কাণে অত্যন্ত কর্কশ । লাগে । প্রতিপক্ষের জাহাজ যদি কোন দিন যাত্রী পায়—সেদিন তাদের আর আপসোসের সীমা থাকে না । “সেদিন আমাকে অভ্যর্থনা করবার জন্ত এখানে যে একটি বৃহৎ সভা হয়েছিল, তাতে একটি বক্তা আমার মারের উল্লেখ