পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵՊՑ করতে করতে হঠাৎ আপনাকে সম্বরণ করে বরেন—“র্তার ষ্টীমার ভুলক্রমে বলেছি— ইহা ত’ আমাদেরই ষ্টিমার ।" একথাটি আমার বড়ই ভাল লেগেছিল । সেদিন সে সভায় অনেক লোক একত্র হয়েছিলেন— একটি প্রকাগু গৃহ লোকে পূর্ণ হয়ে গিয়েছিল। এখানকার হাকিম, উকীল, জমীদার, দোকান্দাব, মহাজন অনেকেই উপস্থিত ছিলেন। এখানকার প্রধান জমীদার খ্ৰীযুক্ত বরদাকান্ত রায় সভাপতির আসন গ্রহণ করেছিলেন। অনেকগুলি সুবক্তা ছিলেন । সেদিন ছাত্রদের আহলাদ ও উৎসাহের সীমা ছিল না। তারা আপনারাই সভার বিজ্ঞাপন ঘরে ঘরে গিয়ে বণ্টন করেছিল, গাছের পাতা দিয়া ঘরটি মুন্দর সাজিয়েছিল। তাদের উৎসাহ দেখলে নিবাশ প্রাণেও আশার সঞ্চার হয়, নিরুদ্যম হাদয়েও উদ্যমের ভাব আসে । - "সেদিন এখানে জাতীয় সংকীৰ্ত্তন হয়েছিল। সে এক অপূৰ্ব্ব দৃপ্ত। “জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী” অঙ্কিত নিশান হাতে নিয়ে, গোল কৰ্ত্তাল বাজাতে বাজাতে বাহু তুলে, উৎসাহের সহিত গান করতে করতে সংকীৰ্ত্তনের দল—বাবুর বাড়ী থেকে বৈকালে বেরুণেন্‌—ষেতে যেতে রাস্তার লোকের ভিড় বাড়তে লাগল—তারপর বাজারে পৌছিলে লোকারণ্য হয়ে উঠল। প্রথমে লোকের মনে কৰেছিল, বুঝি কোনও ধৰ্ম্মসম্প্রদায়ের সংকীৰ্ত্তন, তাই অ - বাবু একটা টুলের উপর দাড়িয়ে এ কীৰ্ত্তনের खैरकश अझ कथाग्न ७ गझ्छ खांबांग्र cद* বুঝিয়ে দিলেন—তাতে লোকের বেশ বুঝতে छोन्नडौं ८णो,ि १७२७ পারলে ও উৎসাহের সঙ্গে সংকীর্তনে সবাই যোগ দিলে । “নগব-সংকীৰ্ত্তনে যে কি মতান’ ভৰি আমি সেদিন বেশ বুঝতে পারলেম্‌। এইরূপ জাতীয় সংকীৰ্ত্তন যদি নগরে নগরে গ্রামে গ্রামে গাওয়া হয় তা হলে বড়ই উপকার হয়। সাধারণের মধ্যে জাতীয় ভাব প্রচারের ভাল উপায় এর চেয়ে আর কিছুই নেই। যে গানটা গাওয়া হয়েছিল, সেটা নিয়ে প্রকাশ করা গেল। এই গানটায় লোকের যে কিরকম মেতে উঠেছিল, স্বর না শুনলে শুধু কথায় বোঝা যাবে না। যাই হোক তবু কতকটা ভাব বুঝতে পারবে ;– কে কোথায় আছিল ভাই আয়রে সকলে গাই প্রাণের সঙ্গীত আজি কঁপিয়ে গগন । ঘেঁধে আজি প্রাণে প্রাণে শত কণ্ঠে এক তানে সবে মিলে গাই গীত মৃত সঞ্জীবন ॥ ( একতাল। ) (ও ভাই) দেখ, সব ঘুমিয়ে অচেতন হয়ে দেশের দশা একবার করেন মরণ | (একবার চায় নারে কেউ নয়ন মিলে) (একিরে কাল নিদ্রা এল) (মোর) সবারে জাগাৰ, দুর্দশা ঘুচাব নিদ্রাগত প্রাণে, আনিব চেতন । (এঘোর দুঃখনিশি অবসানে) (মহারাণীর স্বশাসনে) (ও ভাই) ভিন্ন ভিন্ন জাতি, মিলে দিব! রাতি ভূই ভাই হয়ে করব সাধন, (মিলে প্রেম সুত্রে প্রাণে প্রাণে) দেখবে দেশে দেশে, এ ভারতে মিশে, কত জাতির হল, প্রেমেতে মিলন। (Gएन्न এমন শোভা দেখবে কোথা।