পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ। মাঘ, ১৩২১ [ ১০ম সংখ্যা বর্তমান ইউরোপীয় সমর । বর্তমান যুদ্ধের ব্যাপকতা ও সমস্যাবলী বর্তমান ইউরোপীয় সমর আমাদের সকলেরই মনোযোগ বিশেষ ভাবে আকর্ষণ করিয়াছে। বৈদেশিক ঘটনাবলীর উপর এতাদৃশ ঐকান্তিক মনোযোগ বোধ হয় আর কখনও লক্ষিত হয় নাই । বস্তু তঃ এই প্রবল চিত্তাকর্ষণ আশ্চর্য্যের বিষয় নহে। এই যুদ্ধ যেরূপ বৃহৎ ব্যাপারে পরিণত হইয়াছে তাহ পূৰ্ব্বের কোনও যুদ্ধেই হয় নাই। প্রথমতঃ একদিকে জৰ্ম্মণি ও অষ্ট্ৰীয়া অপরদিকে রুষিয়া, ফ্রান্স, ইংলণ্ড, বেলজিয়াম ও সার্ভিয় এই সাতট রাজ্য এই সমরে লিপ্ত। আবার জাপানও ইংলণ্ডের মিত্রতাস্থত্রে জর্মণির বিরুদ্ধে দণ্ডায়মান। সম্প্রতি তুরস্ক, জৰ্ম্মণির স্বপক্ষ হইয়া অস্ত্ৰধারণ করিয়াছেন। সুতরাং এখন নয়ট রাজ্য যুদ্ধে লিপ্ত হইয়াছে। কিন্তু এখনও এই ভীষণ যুদ্ধস্রোত আরো কতদূর গড়াইবে কিছুই বলা যায় না। ইটালি আপাততঃ নিবপেক্ষতা (Neutrality ) অবলম্বন করিলেও পরে কি করিবেন তাহা অনিশ্চিত। আবার বলকান প্রদেশে রুমানিয়া এবং বুলগেরিয়া কি করিবেন তাহাত এখনও অবধারিত হয় নাই। অপৰদিকে আমরা দেখিতে পাই যে এই বিশ্বব্যাপী যুদ্ধে এতগুলি রাজনৈতিক সমস্তার অবতারণা হইয়াছে যে তাহ ভাবিলে বিস্ময়।ন্বিত হইতে হয়। ইতিপূৰ্ব্বে কখনও একই ঘটনাস্থত্রে এতগুলি রাজ্যের ও জাতির ভাগ্য পৰীক্ষিত হয় নাই। আমাদের সমকালীন এই বিপুল বিপর্যায়ের কারণ অবধারণ করা সকলেরই কর্তব্য। যুদ্ধের ইতিপূর্ব ঘটনা সমূহ। এই যুদ্ধের ইতিপূৰ্ব্ব ঘটনাসমূহ সকলেই অবগত আছেন। গত ২৮শে জুন অষ্ট্ৰীয়ার যুবরাজ ও তদীয় পত্নী , বসনীয় প্রদেশের সেরাজোত৷ নগুরে, হত্ব হন। র্তাহীদের হত্যাকারিগণ সার্ভজাতীয় এবং