পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R वं,ुभम्। नृ९६rt پو(ئ ২। রুষিয়ার সহিত সার্ভিয়ার কি সম্বন্ধ ? ৩। জন্মণি অষ্ট্ৰীয়ার সহায় কেন ? ৪। জৰ্ম্মণি ও কৃষিয়ার বিবাদে ফ্রান্স কেন লিপ্ত ? ৫। ইংলণ্ড কেন রুধিয়া ও ফ্রান্সের পক্ষ অবলম্বন করিয়াছেন ? এখন একে একে এই প্রশ্নগুলির উত্তর আলোচনা করিতে হইবে। ( > ) সার্ভিয়া, বসনীয় ও হার্জগভিন সার্ডিয়া বলকান ভূভাগের একটা স্বাধীন রাজ্য। অষ্ট্ৰীয়া, মন্টিনিগ্রে, গ্রীস্ এবং বুলগেরিয়া এই চারি রাজ্য ইহার সীমাস্তবত্তী। সার্ভিয়ার প্রজাগণ সুবিখ্যাত সু্যাভ জাতির বংশধর এবং সার্ভো-ক্রোটু নামক শাখায় নির্দিষ্ট । কিন্তু সার্ভিয়ার বর্তমান সীমানীর ভিতর সমগ্র সার্ভেক্রোটু জাতির সমাবেশ হয় নাই। সমগ্র সার্ভো-ক্রেটু জাতি সংখ্যায় ৮০ লক্ষ হইবে । তাহীদের মধ্যে প্রায় ৩৫ লক্ষের স্বাধীন সার্ভিয়ার ভিতর স্থান হইয়াছে। অবশিষ্ট সার্ভো-ক্রেটু জাতি অষ্ট্ৰীয়াধিকৃত বসনীয়, হার্জগভিন, ড্যালমেটিয়া, ক্রোটিয়া সুভেনিয়া এই কয়ট প্রদেশের অধিবাসী। সুতরাং ইহার অষ্ট্ৰীয়ার প্রজা । কিন্তু ইহাদের মধ্যে প্রবল সমজাতীয়ত ভাবের উন্মেষ হওয়ায় এখন আর ইহারা অষ্ট্ৰীয়ার প্রজা থাকিয়া সন্তুষ্ট নয়। এ দিকে উহাদিগকে তাহাদিগের স্বজাতীয় স্বাধীন সার্ভিয়াবাণী সৰ্ব্বদাই উৎসাহিত করিতেছে। ফলে 'एउँ-cङ्गोप्ने छोडि ७९न आँझ बिउक्ल বর্তমাণ ইউরোপীয় সমর Եթ6 থাকায় প্রস্তু ও নয় । সমগ্র জাতির সমাবেশ করতঃ এক বৃহৎ সার্ডিয়া ( Great Servia ) शठन कब्राहे ७थन उtशप्नद्र छब्रम गणक् । ইহাতে বিঘ্নিত হইবার কোনও কারণ নাই । যে শক্তির প্রবল উদ্বোধনে সাৰ্দ্ধশত বৎসর পূৰ্ব্বে ইটালি ও জৰ্ম্মণি আপন আপন একত্ব ( Unity ) ও স্বাধীন রাষ্ট্রীয়তা (Indepeedence) লাভ করিয়াছিলেন, এখানেও আমরা সেই একীকরণ শক্তির প্রবল ম্পন্দন দেখিতে, পাই । ইটালির ক্ষেত্রে যেমন পীড়মণ্ট এব, জৰ্ম্মণির ক্ষেত্রে যেমন প্রসিয়া চুম্বকের লৌহাকর্ষণের স্থায় অপরাপর খণ্ড রাজ্যগুলিকে আকর্ষণ করিয়াছিল, এখানেও তেমনি সার্ভিয় তাহার সমজাতীয়গণকে আপনার নিকট আকর্ষণ করিতেছে । এ চেষ্টা সফল হইলে জাতীয় একীকরণ শক্তির ( principle of Nationality ) RfKs GT-FI TAKA দৃষ্টান্ত ইতিহাসে লিখিত থাকিবে। অষ্ট্রয়া, বসনীয়া ও হার্জগভিন সার্ভিয় পক্ষে কথা এই। এখন অষ্ট্ৰীয়ার স্বত্ত্ব বিচার করা কর্তব্য। সার্ভো-ক্রেটীয় sizsä HNātāāsī (unification) wizio হউক বা মন্দই হউক, তাহাতে যে অষ্ট্ৰীয়ার সমূহ ক্ষতি তাহ সুনিশ্চিত । চারি শত বৎসর পূৰ্ব্বে তুরস্ক শাসনে সার্ভজাতি বিলুপ্ত প্রায় হইয়াছিল । তখন তুরস্কের বিজীগিষা সৰ্ব্বাপেক্ষা প্রবল এবং তাহার রণসামর্থ্যও তদুপযুক্ত ছিল। খৃষ্টান ইউরোপের সেই দুর্দিনে একমাত্র অষ্ট্ৰীয়ারাজই পৰ্ব্বতের দ্যtয় সেই বস্তাকে প্রতিহত করেন । বহু