পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, ীি:ম সংখ্যা काहे । छूबि उॉब ५कप्ने उ*ाब क्रज्ञ of 8 o’

  • जांझांछ ७थांटन डिtफ़iन यां८व न ; তবে বোটে করে যেতে পারেন । এ বিষয়ে ক্যাপটেনের সঙ্গে কথা কইলেই ভাল হয় ।”

ক্যাপ টেনকে ডাক পড়িল । তিনি আসিলে ধৰ্ম্মযাজক মহাশয় বলিলেন, —“আমি একবার ঐ দ্বীপে যেতে চাই, আপনি বোটের বনাবস্ত করে দিন ।” ক্যাপটেন প্রথমে তাহাকে নিবৃত্ত করিবার জন্ত বলিলেন,—“অবশু তা করে দিতে পারি কিন্তু তাহ’লে নির্দিষ্ট স্থানে পৌছিতে আমাদের অনেক দেরী হবে। যদি অপরাধ না নেন তাহ’লে একটা কথা বলি, সে বুড়োগুলোর সঙ্গে দেখা করতে १७ब्रांब मङ्कब्रिहे थां*नांब ciाषाएव न । গুনেছি তারা নাকি ভারি নিৰ্ব্বোধ । সমুদ্রের মাছের মত তারা মানুষের কোন কথা বুঝতে পারে না বা কারো সঙ্গে কথা কইতে পারে না ।” “তবু আমি তাদের দেখতে চাই । আমি আপনার ক্ষতি পূরণ করব, আপনাকেও যথেষ্ট পারিশ্রমিক দেব, অনুগ্রহ ক’রে এখন আমায় একখানা বোটের বন্দবস্ত করে দিন ।” ধৰ্ম্মযাজকের কথার উপর আর “ন’ বলা যায় না, কাজেই ক্যাপটেন অগত্য বোট নামাইতে আদেশ দিলেন। নাবিকগণ বোটে পাল তুলিয়া দিয়া দাড় ধরিয়া বসিল এবং একজন হালিয়ান হাইল ধরিল। এইভাবে **षtणक मश*ग्न cषांठी ल*न यांछ| করিলেন। একখান চোরের উপর বলিয়া c iलैजघ्रं సిevరీ তিনি সেই দ্বীপের দিকে চাহিয়৷ রছিলেন । छांशंzखग्न अछांछ शाशैब्रां७ छांश८बब्र রেলিংএর উপর ঝুঁকিয়া পড়িয়া সেই দ্বীপটী দেখিতে ছিল। একটু একটু করিয়া দ্বীপের পাহাড়গুলা দেখা দিতেছিল। দাড়ির বলিল তাহার একখানি মৃংকুটির দেখিতে পাইতেছে। তাছার পর তাহারা যোগীদের দাড়াইয়া থাকিতে দেখিল। ধৰ্ম্মযাজক भश्[*नि ५ौि नॄबौश्ह१ शृङ्ग वि! ८थि८णन বাস্তবিক তাহার। ঠিকই বলিয়াছে। তিনি দেখিলেন, প্রথম ব্যক্তি সৰ্ব্বাপেক্ষা দীর্ঘ, তাহার পর দ্বিতীয় এবং সৰ্ব্বশেষে খৰ্ব্বকায় যোগী পরম্পর হাত ধরিয়া সমুদ্র তীরে দাড়াইয় আছেন । ক্রমে র্তাহারা দ্বীপের অতি নিকটে আসিয়া পড়িলেন । এবার সাদা চোখেই ধৰ্ম্মযাজক দেখিলেন দীর্ঘাকৃতি যোগীর কোমরে একথান ছেড়া মাছর মাত্র জড়ান আছে ; দ্বিতীয়টার গায়ে একটা ছেড়া কৃষাণের পোষাক এবং খৰ্ব্বাকৃতি যোগীর পরিধানে একটা ধৰ্ম্মযাজকের পরিচ্ছদ।-- তিনজনে হাত ধরিয়া পাশাপাশি দণ্ডায়মান। বোট আসিয়া তীরে লাগিল । পুরোহিত মহাশয় দ্বীপে উঠিয় গেলেন। যোগীত্রয় তাহাকে নত হইয়া প্ৰণাম করিবামাত্র তিনি আশীৰ্ব্বাদ করিলেন, তখন র্তাহারা ততোধিক নত হইয়া দ্বিতীয়বার প্রণাম করিলেন । এইবার ধৰ্ম্মযাজক মহাশয় আলাপ আরম্ভ করিয়া দিলেন,—“শুনলুম দেবোপম আপনার তিন জনে এই দ্বীপে বসে আপনাদের আত্মার উন্নতি কামনা আর भाष्ट्रयज्ञ रिउ कामनग्न अवारपन्न अङ्क शैज्