পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

፳ቆw কীট ও গুটী সমস্তই দুর্গাভ্যস্তরে থাকিয়া १ांश्च । এমাজনদের মত স্যান্‌গুইনিয়াদের রণকৌশলও তেমন নাই। কিন্তু ইহার অপেক্ষাকৃত বলশালী এবং আয়তনেও বৃহত্তর । योङ् इडेक আক্রান্ত ও পরাজিত শত্ৰগণ গৃহ হইতে বহির্গত হইয়৷ যাওয়ার পর অধিকাংশ সৈন্ত দুর্গের ভিতর প্রবেশ করিয়া গুটী ও কীটগুলিকে স্থানান্তরিত করিবার প্রতি মনোনিবেশ করে। কতকগুলি সৈন্ত আবার পরাজিত ও মুক্ত পিপীলিকাদের পশ্চাৎবৰ্ত্ত হয় এবং ঘটনাচক্রে যদিই বা উহারা লুকাইয়া দুই একটী কীট বা গুটী সঙ্গে লইয়া গিয়া থাকে তাহাও কাড়িয়া লয়। এইরূপে ইহার লুণ্ঠনকাৰ্য্য যতদূর সম্ভব সম্পূর্ণ করিয়| তবে প্রতিনিবৃত্ত হয়। প্রত্যাবৰ্ত্তন বিষয়েও ইহার কখনও বেশী ব্যস্ত হইয়া পড়েন । কারণ ইহারা জানে তাহাদের আর কোনরূপে আক্রাস্ত হইবার বা কোনরূপ বিঘ্ন লাভ করিবার মোটেই সম্ভাবনা নাই। দূরবর্তী এবং বৃহৎ শক্রফুর্গের লুণ্ঠন সম্পূর্ণ করিতে ইহাদিগের কখনও কখনও অনেকদিন অতিবাহিত হইয়া থাকে। বিজিত পিপীলিকার আর কখনও লুষ্ঠিত ও বিধ্বস্ত গৃহে পুনরায় সংসার পাতিতে আসেন । হুবার (Huber) স্যাগুইনিয়াদের (Sanguinea) যুদ্ধ প্রণালী সম্বন্ধে লিখিয়া C極和3ー প্রাতে দশটায় ইহাদের একদল সৈন্ত গৃহ হইতে বহির্গত হইয়া কৃষ্ণবর্ণ পিপীলিকা छांब्रडौ দাঘ, ১৩২১ দুর্গাভিমুখে দ্রুত অগ্রসর হইতে লাগিল। সে স্থানে উপনীত হইয়া ইহার ছত্রভঙ্গ হইয়া গৃহের চতুর্দিকে ছড়ায় পড়িল । কতকগুলি কালে পিপীলিকা झूर्श हझेरङ दाश्ङ्गि हड्रेञ्च चांनिण ७११ আক্রমণকারীদের সহিত যুদ্ধে লিপ্ত হইয়া উহাদিগের অনেককে পরাজিত ও বন্দী করিয়া ফেলিল । এরূপ ব্যাপার সংঘটিত হওয়ায় অবশিষ্ট আক্রমণকারীর পশ্চাৎবৰ্ত্তা সৈন্তগণের আগমন প্রতীক্ষায় বসিয়া রছিল। দলবৃদ্ধি হওয়ার পরও কিছু কাল ইহার সম্পূর্ণ নির্লিপ্ত ভাবে অবস্থান করিতে লাগিল এবং নিজেদের দুর্গে ক্রমাগতই দূত প্রেরণ করিতে লাগিল। এইরূপ সংবাদ প্রেরণের ফলে অবিলম্বে আরও অধিকসংখ্যক সৈন্ত আসিয়া ইহাদের দলপুষ্টি করিল। কিন্তু তবুও ইহার যুদ্ধে লিপ্ত হইলনা ; অবশেষে কৃষ্ণপিপীলিকাগণ দুর্গ হইতে এক সঙ্গে দল বাধিয়া বাহির হইল এবং দুই দলে শীঘ্রই কতকগুলি খও যুদ্ধ বাধিয়া গেল। কোনও প্রকার মীমাংসা হইবার বহু পুৰ্ব্বেই নিগ্রোর পিপীলিকাগণ তাহাদিগের গুটী ও কীটগুলিকে—গৃহের দূরতম প্রদেশে স্থানান্তরিত করিয়াছিল । এখন যুদ্ধে পরাজয় মুনিশ্চিত বুঝিতে পারিয়া আত্মরক্ষার চেষ্টা সম্পূর্ণ অনাবগুক মনে করিয়া ইহার গুটী ও কীটগুলিকে লইয়া পলায়ন প্রয়াসী হইল। কিন্তু ইহাতে আক্ৰমণকারীরা বাধা প্রদান করার অবশেষে বাধ্য হইয়া—যাবতীয় গুটী ও . কীটগুলিকে শুক্রহন্তে সমর্পণ করিয়া যে যে দিকে পারে পলুয়ন করিল। বিজেতার সে