পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه دچا “দুৰ্গন্ধীর গুলি সাধারণতঃ বিশেষ ভাবে নিযুক্ত রক্ষীদিগের দ্বার স্বরক্ষিত থাকে। এই রক্ষীরা নানা উপায়ে তাহাদের কার্ষ্য সম্পাদন করে। ফোরেল একটা Colobopsis truncata জাতীয় পিপীলিকা দুর্গের ক্ষুদ্র ক্ষুদ্র প্রবেশপথগুলি সৈন্তগণকর্তৃক সুরক্ষিত থাকিতে দেখিয়াছেন। ইহারা ইহাদের স্থল মস্তক , সমূহদ্বারা এই দ্বারগুলি আবদ্ধ করিয়া ; রাখিয়াছিল—ঠিক বোতলের মুখ ছিপিন্ধারা যেরূপ আবদ্ধ থাকে। ইনি Myrmecina Latreillei atstą forstলিকাদিগকে দ্বারদেশে এইরূপ এক একজন কৰ্ম্মচারী নিযুক্ত করিয়া রাখিতে দেখিয়াছেন। উহার দ্বারগুলি মস্তক কিম্বা উদর দ্বারা সম্পূর্ণ আবদ্ধ করিয়া রাখিয়াছিল। জাতীয় পিপীলিকারাও প্রবেশ পথে মস্তক বহির্গত করিয়া দিয়া দুৰ্গদ্বার ংরক্ষণ করিয়া থাকে এবং এইরূপে অবস্থিত থাকিয়া প্রত্যেক আক্রমণকারী শক্রকেই দেহের সমুদয় বলের সহিত ধাক্কা দেয় অথবা দংশন করে। ম্যাক্‌ কুক্‌ (Mac cook) পেন্সিলভেনিয়ার শু,পনিৰ্ম্মাত পিপীলিকাদের উল্লেখ , করিয়া বলেন, ইহাদের দুর্গদ্বারে শাস্ত্রীরা পাহারা দেয় এবং বিপদের একটু সন্ধান Componotus

  • ांऐएगहे-श्रमनि हेशबां श्रृंख्न थऊिtज्ञांt१ब

জন্ত ছুটয়া বাহির হয়। আরও আশ্চর্যের বিষয় এই যে-নিতান্ত অত্যন্ত্র কালের মধ্যেই বিপদবাৰ্ত্ত গৃহের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পৰ্য্যন্ত বিস্তৃত হইয় পড়ে এবং সাতিশয় ক্ষি প্রতার সহিতই যাবতীয় সৈনিকের একযোগে শক্রর প্রতিরোধ করিবার জন্ত দুর্গের , রাহিরে আসিয়া উপস্থিত হয়। • डांझाउँौ । , মাঘ, ১৩২১” Lasius জাতীয় পিপীলিকারাও সমান বিক্রমে ও সমান তৎপরতার - সহিত তাহাদের সুবিস্তৃত দুর্গের প্রবেশ পথগুলি রক্ষিত করিয়া থাকে। কিন্তু অন্তান্ত ভীরু সম্প্রদায়ের পিপীলিকার উহাদের গুটী ও কীট এবং গর্ভবতী রমণী - পিপীলিকাদিগকে লইয়া যতশীঘ্র সম্ভব , পলায়ন করিবার জন্য ব্যগ্র হইয় উঠে। Lasius র প্রত্যেকটা প্রবেশদ্বার যথাসম্ভৰ শক্তিশালী শাস্ত্রী কর্তৃক উত্তমরূপে সুরক্ষিত ও আবদ্ধ করিয়া ফেলে, যাহাতে আক্রমণ কারীর একযোগে দুর্গাভ্যন্তরে - প্রবিষ্ট হষ্টতে না পারে । আক্রমণকারীর সংখ্যায় অসম্ভব রূপ অধিক না হইলে এইরূপ সুরক্ষণের ফলে যুদ্ধ বহুদিন ব্যাপিয়া সংঘটিত হইতে থাকে। এই সময় মধ্যে অতিরিক্ত , শ্রমিক পিপীলিকার দুর্গ হইতে পশ্চাৎ দিকে সুরঙ্গ কাটিয়া অগ্রসব হয় এবং দুর্গরক্ষা অসম্ভব হইলে এই গুপ্তপথে যাহাতে পলায়ন করিতে পারে তাহার ব্যবস্থা করে । দাসক্তিপ্রয় পিপীলিকাদের যুদ্ধের কথা সংক্ষেপে বলিলাম। কৃষিজীবি পিপীলিকারাও সময় সময় অতি ভীষণ সমরে - নিরত इम्न । Moggridge afat “fixttsa,যত সংগ্রাম দেখিয়াছি তাছার মধেf এক স্থলে একই , জাতীয় পিপীলিকাদের বিভিন্ন সম্প্রদায়ের ভিতর যে যুদ্ধ:হইয়াছিল তাহার মত ভীষণ ও মারাত্মক-সংগ্রাম অরি . șątal cof zitě Ēstal A. barbara সম্প্রদায় । শস্ত লুণ্ঠনের জন্তু ইহার সেই