পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, দশম সংখ্যা একটা পরিভৃপ্তিময় পূর্ণ মীমাংস যদি আমি ন পাইতাম তবে আমার নিজের জীবনেরই সমস্ত অপরাধ সমস্ত - দও এই হতভাগ্য লাইকাকে —” বলিতে বলিতে লাইক একবার থামিল, —পরে আবার বলিতে লাগিল।–“ছ, সে কথা থাকৃ?—শোন শরণ –ক্ষমা নামটি আর যে কেহ যে ভাবে উচ্চারণ করুন না কেন,—আমার নিকট উহার মূল্য অনেক ! —আমি উহাকে যেমন ভাবে গ্রহণ করিয়াছি —-এমন বোধ হয় অতি অল্প লোকেই করে—তাই এই কথা বলিতে গিয়া আমার অন্তর বিচলিত হইয় উঠে। তুমি আর অনর্থক ক্ষমা ক্ষমা বলিও না—যদি কোন দোষ থাকেই তোমার ভগবান তোমায় মার্জন করুন ! আমার নিকট কেন স্নান इ७ छहे ?” বারি অার কথা বলিতে পারিল না ;– তাহার উদ্বিগ্ন-নত হৃদয়ে চাইকার সঙ্গীতমধুব কণ্ঠস্বর-পরিপূর্ণ ক্ষমায়—ভালবাসায় বিগলিত কথাগুলি অপূৰ্ব্ব ধ্বনিতে বাজিতে লাগিল—”এই দেবতা কি তাহারই স্বামী ? —জীরনের জন্মের এতবড় সার্থকতা কি সত্যই সে পাইয়াছে ? –দেবতা ! অদৃষ্ট ! ভগবান ! কেমন করিয়া—সমস্ত দেহে কতখানি লুটাইয়া সে তোমার চরণে প্রণাম করিবে প্রভু !—এ কৃতার্থতা সে তোমায় কেমন করিয়া দান করিবে? আর স্বামী! তাহাকে সে কি দিতে পারে ?—এই অভিমানিনী । আত্মপ্রেমগৰ্ব্বিত নারী—! হায় হায়! সে এতদিন কি ইহা বুঝিত ?—আজ তাহার সমস্ত দৰ্প সকল গৰ্ব্ব চুৰ্ণীকৃত ধূলিমুষ্টি ! এস जाहेरू فني సెse ? cझ्,-क्लिङ्गवांश्ङि ! चांछ uहे भ१ अडिभtzनब्रछेिउ उज cउiबांझ कब्र८१ भाषाहेब्र : निहेসদানন্দ ভোলানাথ != এই তোমার যোগ্য —এই তোমার একমাত্র উপযুক্ত পূজার উপাদান – বারিকে নীরব দেখিয় লাইকী আর কিছু বলে নাই—অনেকক্ষ মেীনের পর বলিল—“তোমার কি ঘুম পাইতেছে ?”— বারি বলিল—“ন, কিন্তু প্ৰভু!”— । লাষ্টকা উচ্চ . হাসিল ! “প্ৰভু কিরে পাগল ?—কে কার প্রভু”-- বারি সত্যই অন্তমনস্কে সেকথা উচ্চারণ করিয়াছিল,—লাইকার হাসিতে ২ লজ্জিত, হইয়া মুখ লুকাইল ।--তখন তাহার কানের কাছে মুখ রাখিয়া হাসির সহিত গুঞ্জম, স্বরে লাইক বলিল—”একটি গান গুনিরি, ভাই ?—আমার বড় ইচ্ছা হইতেছে একটু, গান গাহিতে ৷”— * , ; কি জানি কেমন অপুৰ্ব্ব সুথাবেগে, বারির শরীরে যেন বিদ্যুৎ শিহরিয়া’ উঠিল!-সমস্ত দেহের গ্লানি ভুলিয়া , সে পাশ ফিরিল—তাহার চরণে তাত রাখিব মাত্র পী টানিয়া লাইক বলিল—বটে ! এই বুঝি ! না, তোকে আর আমি পারিব।” না !—কিন্তু শরণ, তুষ্টত আমাকে তোর কোন কথাই বলিলি না ?—” । - হাসিয়া বারি বলিল,—“বলিব না কেন সব বলিব!” আরও হাসিয়া গাইকী বলিল—“কেবলি ফাকি !—তুই বড় দুষ্ট "— R বারির মস্তক লাইকার বক্ষ স্পর্শ করিয়াছিল,-লাইকা তাহাতে একটু চাপ