পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্রোতের ফুল ( ०१ ) - বিকাল বেলী । বিপিন মহিলাদের পাঠসভায় মহাভারত পাঠ করিতেছে। এমন সময় রোহিণী হাপাইতে ইপিাইতে চুটিয়া আসিয়া খবর দিল—ভটচাৰ্য্যি মশায়রা একঘরে হয়েছেন। এই অবিশ্বাস্ত অদ্ভুত সংবাদে সকলেই স্তম্ভিত হইয়া গেল। বিপিন অবিশ্বাস করিয়া রোহিণীর দিকে রুষ্ট দৃষ্টিতে চাহিল । রোহিণী তাড়াতাড়ি বলিয়৷ উঠিল—স্থ্য, সত্যি দাদাবাবু, মুখুয্যে মশায় কাছারীতে রাজাবাবুর কাছে এলে সব ঠিক করে গেছে । বিপিন জিজ্ঞাসা করিল—ভট্চায্যি জ্যাঠার কি অপরাধ, কিছু গুনেছিল ? রোহিণী বলিল-দাদাঠাকুর নাকি মোছলমানের ভাত থেয়েছে। বিপিন বই মুড়িয়া উঠিয়া দাড়াইয়। বলিল-বাই, দেখে আসি ব্যাপার কি। বিপিন ঘরের মধ্য দিয়া যাইবার সময় দেখিল দরজার আড়ালে আজ মালতী বসিয়া নাই। চারিদিকে চাহিয়া মালতীকে অনুসন্ধান করিতে করিতে বিপিন বাহির বাড়ীতে যাইতেছিল ; হঠাৎ দেখিল মালতী তাহারই পথে যেন তাহারই অপেক্ষায় তাহাকে কিছু বলিবার জন্ত দাড়াইয়। আছে। বিপিন স্পনিত হৃদয়ে মালতীর *idह *ख्ञांनिग्न थमकिङ्गां लैंiफुद्देण । ८१ মালতীকে দেখিলার জন্ত সে ছলের পর ছল স্বাক্ট করিয়া, ফিরিতে ফিরিতে কুষ্ঠিত ক্লান্ত হইয়া পড়িতেছিল সেই দুর্লভদর্শন মালতী আজ একাকিনী নির্জনে একেবারে তাহার সামনে । বিপিন কোমল দৃষ্টিতে মালতীর মুখের দিকে চাহিয়া রহিল। मांगडो ऽगिग्ना न शिग्ना भूथ छूणिब्र বিপিনের মুখের দিকে চাহিয়া বেশ সহজ ভাবেই বলিল-ভটচায্যি মশায়দের খবর জেনে এসে আমায় একটু বলবেন। মালতীর সহিত বিপিনের এই প্রথম বাক্যালাপ। বিপিনের কানে সৌন্দর্ঘ্যের মুর বাজিতে লাগিল। সে আবেগরুদ্ধ কণ্ঠে শুধু বলিতে পারিল-আচ্ছা। মালতী তখন ধীরে ধীরে ফিরিয়া চলিয়া গেল। স্তন্ধ বিপিন একটু সম্বিৎ পাইতেই তাহার মনের মধ্যে ছাত করিয়া উঠিল। তাহার মনে হইল, নবকিশোরের জন্তই এই ব্যাকুলতা ! মালতী তাড়াতাড়ি পাঠসভা হইতে চলিয়া আসিয়া তাহার পথ আগলাইয়া দাড়াইয়া ছিল, এবং নিজে যাচিয়া তাহার সহিত প্রথম কথা বলিল— সেও নবকিশোরেরই সংবাদ পাইবার জন্ত । বিপিনের মনের কানে ঈর্ষা গুঞ্জন করিয়া বলিল—ভাগ্যবান নবকিশোর ! বিপিন দীর্ঘনিশ্বাস ফেলিয়া তাড়াতাড়ি সেখান হইতে চলিয়া গেল । বিপিন বিষয়মুখে নবকিশোরের বাড়ীতে