পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$tుe পগোৰিদমোহন উমেশচন্দ্র দত্ত প্রভৃতি অনেক মনীর अस्रङ्गत्र क्कू झ्रिणन। किtञांद्रौ८भांश्न cमरणव्र दृश्मछांन हिटलन । बछ्बांब्र তিনি কংগ্রেসে প্রতিনিধিস্বরূপ যোগদান করিয়াছিলেন। দেশের শিল্পবাণিজ্যের উন্নতিকল্পে তিনি বন্ধপরিকর ছিলেন। প্রথম ৭ই আগষ্টের সভার', পরে তিনি আর বিদেশী দ্রব্য ব্যবহার করেন নাই। কিশোরীমোহনের কথা ও কাজে প্রম্ভেদ ছিল না। তিনি তাহার জ্যেষ্ঠপুত্র শ্ৰীমান বিনয়কুমারের বিবাহে কগুiপক্ষ হইতে এক কপর্দকও গ্রহণ করেন নাই । ষ্ঠাহার অনেক আত্মীয় “দেশকাল” বিবেচনা করিয়া “দাও” মারিবার জন্ত অনুরোধ করিতে বিরত হন নাই। "মুখে যাহা প্রচার করিয়াছি, কার্য্যে জগুভাব দেখাইতে পারিব না”—পুরুষসিংহ কিশোরীমোহন এই কথা বলিতেন। छाब्रडी মাখ, ১৩২১ লেখকের সহিত কিশোরীমোহনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। লৌকিকতা হিসাবে ধৰ্ম্মসম্পর্কে উাহার ভাগিনেয় স্থান অধিকার করিলেও, ,কিশোরীcभाश्न यांभांप्क मांगन गप्शमप्द्रब्र छांद्र cप्रश् করিতেন। আমার সাহিত্যিক জীবনে তিনি আমার প্রথম উৎসাহদাতা। অথচ তিনি এরূপ নিরভিমানী ছিলেন যে, কদাচ আমাকে এ কথা কাহারও নিকটে উল্লেখ করিতে দিতেন না । সকল বিষয়েই, সকলের সহিতই তিনি এইরূপ ব্যবহার করিতেন । পাবনার সাহিত্যপরিষদের শাখা প্রতিষ্ঠায় তিনি একজন প্রধান উদ্যোগী ছিলেন। পরিষদ প্রতিষ্ঠিত হইলে তিনি উহার সভাপতি নির্বাচিত হইয়াছিলেন। কিশোরীমোহনের অকাল মৃত্যু যে পাবনার পক্ষে গভীর পরিতাপের বিষয় সে বিষয়ে সন্দেহ নাই । শ্ৰীযোগীন্দ্রনাথ সমান্দার জ্যোতিরিন্দ্রনাথের জীবনস্মৃতি পূৰ্ব্বেই বলা হইয়াছে জ্যোতিবাবু শির-সামুদ্রিক ( Phrenology ) fostą 556 করিতেন। এই সময় “সাধনা”য় এক বিজ্ঞাপন দেওয়া হইল—যে-কোন ব্যক্তি জোড়াসাকোর বাটতে . আসিয়া জ্যোতিবাবুর নিকট ৭টা হইতে ১১টার মধ্যে মাথ৷ পরীক্ষা করাইতে পরিবে। লোকে হুজুর্গ, চায়। দুইটি চারিটি দশটি করিয়া ক্রমশঃ লোকসংখ্যা দিন দিন বাড়িতে লাগিল। শেষে এত লোক আসিতে আরম্ভ করিল যে বেলা দুইটা তিনটা পৰ্য্যন্ত পরীক্ষা করিয়াও তিনি শেষ করিতে পারিতেন .নী । অনেক দিন হইতে জ্যোক্তিবাবুর ইচ্ছা ছিল বিদ্যাসাগর মহাশয়ের ছবি আঁকেন ও তাহার মস্তক পরীক্ষা করেন, কিন্তু এ সুযোগ তাহার ঘটিয় উঠে নাই। “বালকে” বিদ্যাসাগর মহাশয়ের যে ছবি ও মস্তক পরীক্ষার ফল প্রকাশিত হইয়ছিল সেট বিদ্যাসাগর মহাশয়ের প্রচলিত বাজারে বিক্রীত ছবি দেখিয়া। একদিন কোনও একটি বিবাহ-সভায় জ্যোতিবাবুর সহিত বিদ্যাসাগর মহাশয়ের সাক্ষাৎ হয় । জ্যোতি বাবু—তাহার অভিপ্রায় জানাইলে তিনি একদিন জ্যোতিবাবুকে তাহার বাসায় যাইতে বলিয়াছিলেন, কিন্তু ইহার কিছু দিন পরেই সমগ্র বদদেশের দুর্ভাগ্য ক্রমে তিনি স্বৰ্গপ্রয়াণ করেন। জ্যোক্তি