পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

हरुण्ड इंहेड \ भहोनभूज़ अ१श\ cवब्रि९ খাড়া দিয়৷ রাস্ত খুজিতে গিয়া তাহাদের মধ্যে অনেকে প্রাণ হারাষ্টয়াছিল । সপ্তদশ শতাব্দীতে ওলন্দাজের পোটুগী-উপনিবেশগুলি দখল করিয়া বসিল ; তাছাদের খুব কড়া ও সতর্ক পাহারা ছিল। যাহার। প্রথমে ধনশালী হইয়াছিল; সহরের সেই বণিকেরা হলগু দেশে প্রাচ্যখণ্ডের সমস্ত উৎপন্ন দ্রব্য-বিশেষত সৰ্ব্বজনবাঞ্ছিত গরমমশলাদ ক্রয় করিত। একচেটিয়া বাণিজ্যের বলে, ওলন্দাজের ইংরাজদিগের প্রতিবাদ সত্ত্বেও প্রায়ই মূল্যের হার বৃদ্ধি করিত। যখন ১৫০৯ খৃষ্টাব্দে ওলন্দাজের তিন শিলিংএর স্থলে গোলমরিচের মুল্য ১০ শিলিং চাহিল, নগরের ইঃ বাজ বণিকেরা তাহাতে সম্মত হইল না । কতকটা বিপদের সম্ভাবমী থাকিলেও, সমস্ত ঝুকি স্বীকার করিয়া লইয়াও তাহারা ভারত ও সেগু-দ্বীপপুঞ্জে কতকগুলি জাহাজ পাঠাইল । ইহাই ভারতে ইংরাজ-সাম্রাজ্য স্থাপনের মুল । স্বকীয় প্রতিদ্বন্দ্বীদিগকে অপসারিত করিবার জন্ত ওলন্দাজের কোন উপায়ই অবলম্বন করিতে পরায়ুখ হইল না। ১৬২৩ খৃষ্টাব্দে উহারা মলক্কা দ্বীপে, আস্বয়নীর দুর্গরক্ষী ইংরাজ সৈন্তদিগকে হত্যা করিল। দ্বীপপুঞ্জ হইতে বিদূরিত ইংরাজের ভারতে আসিয়া প্রতিষ্ঠিত হইল। অষ্টাদশ শতাবীব শেষভাগে, তাহাঁদের কুঠী সকল তিন স্থানে সংস্থাপিত হইল । মালাবার উপকূলের কুঠীগুলি ofrojë sèni cotwfề fēts (Presidency) গড়িয়া তুলিল। করমণ্ডল উপকূলের কুঠীগুলি মাদ্রজ-বিভাগ গড়িয়া তুলিল। হুগলী প্রতিষ্ঠিত কুঠীগুলি, বঙ্গ-বিভাগ গড়িয়া তুলিল। ঐ সকল ইংরাজ-বণিক রাষ্ট্রবিপ্লবু-কালের অন্ত:সার বিশিষ্ট মহৎবংশের লোক ;-যাহার। আমেরিকায় উপনিবেশ স্থাপন করে সেই সব ধৰ্ম্মপরায়ণ, সচ্চরিত্র বিদেশ-যাত্রীর দল। মোগল সম্রাট তাহদের গুণমর্য্যাদা বুঝিলেন, কিন্তু ঔরংজেবের রাজত্বকালে, তাছাদের দ্বার কোন প্রদেশ জয় কিংবা কোন নৈতিক প্রভাব বিস্তার করা—এ দুয়ের কোনটারই সম্ভাবনা ছিল না । ১৬৬০ ইংলণ্ডে রাজ্যচ্যুত রাজবংশ পুনঃ প্রতিষ্ঠিত হইলে, পিউরিটান-সম্প্রদায়ের তাপসিক কঠোরতার বিরুদ্ধে একটা প্রতিক্রিয় উপস্থিত হইল ;–সৰ্ব্বত্রই লাম্পট্য, চরিত্রকলুষতা, এমন কি “খুন-খারাপি’র আবির্ভাব হইল । ইংলণ্ডে ইংরাজদিগের এইরূপ দুষ্ট রীতি নীতি,—ভারতেও ইংরাজদিগের এইরূপ इथे बौडिनौङि झूठे श्ऊ । क्रुि ७३ উচ্ছৃঙ্খলতা ও গর্কের সঙ্গে সঙ্গে তাহদের (mysticisme) গুহ্ধৰ্ম্মের প্রতি বিদ্বেষ ছিল ; এবং ইহা হইতেই তাহদের তথ্যদর্শী কাজের ভাব উৎপন্ন হয় । সেই সময়েই এই সব আধুনিক বিজ্ঞান গড়িয়া উঠিল ; পরীক্ষাপদ্ধতি পরিস্ফুট হইল। ইংরাজ তাহার নিজের প্রকৃত কাজটি বুঝিল ; সে কাজ বাণিজ্যঅনুসরণ করা, উপনিবেশ স্থাপন করা। কিন্তু সেই পুরাতন ঈষ্ট ইণ্ডিয়া-কোম্পানী ইংলণ্ডের এই শিথিল রীতিনীতি ভিন্ন আর কিছুই গ্রহণ করিতে ইচ্ছুক হইল না । উন্নতির প্রতি অনুরাগ তাহদের খুবই