পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৭ বর্ষ, একাদশ সংখ্যা কম ছিল । তাহার একচেটিয়া ব্যবসায়টি খুব সতর্কতার সুহিত রক্ষা করিতে লাগিল এবং তাহার অন্তরঙ্গ সভ্যসংখ্যার বৃদ্ধি করিতে অস্বীকৃত হইল। কোম্পানির এই প্রতিরোধিস্থ ভাঙ্গিবার জন্ত, ইংলণ্ঠের মন্ত্রিবর্গ স্থির করিলেন যে, এই কোম্পানীর চার্টার-নির্দিষ্ট মেয়াদকাল উত্তীর্ণ হইলে, অন্ত এক কোম্পানী রাজদত্ত অধিকার প্রাপ্ত হইবে। ইংলণ্ডে ও ভারতে দুই প্রতিদ্বন্দ্বী সমাজ পরম্পরের সহিত প্রাণপণে যুদ্ধ আরম্ভ করিয়া দিল ; অবশেষে এই দুই সমাজ একত্র মিশিয়া গেল। এই সময় হইতেই ঈষ্ট-ইণ্ডিয়া-কোম্পানীর প্রকৃত ইতিহাস আৰম্ভ হইল ( ১৭০৮)। সেই সময়ে ঔরংজেবের মৃত্যুতে মোগল সাম্রাজ্যের অধঃপতন হইল । বদমাইসী, ষড়যন্ত্র, বিদ্রোহ, চারিদিকে দেখা দিল ; উৎকৃষ্ট প্রদেশগুলি, স্বাধীন রাজ্যে পরিণত হইল ; সমস্ত রাজকৰ্ম্মচারী প্রজাপীড়ন করিতে লাগিল ; এবং যে সৰ্ব্বাপেক্ষা বেশী টাক। দিত, তাহার নিকটেই তাহারা আত্মবিক্রয় করিত । ইংৰাজ-রীতিনীতির দ্বারা কলুষিত ইংরাজ বণিকের পরে ভারতীয় রীতিনীতির দ্বারা আরও কলুষিত হইল। তখন পর্য্যন্ত ইংলণ্ড ভারতের উপর কোন প্রভাব বিস্তার করে নাই ; কিন্তু ভারত, ভারতে প্রতিষ্ঠিত ইংরাজদিগের উপর, এমন কি ইংলগুেরও উপর একটা দুষ্ট প্রভাব বিস্তার করিয়াছিল কেনন, দুই প্রতিদ্বন্দ্বী কোম্পানীর মধ্যে যখন দারুণ বিবাদ চলিতেছিল তখন তাহারা উভয়েই নিৰ্ব্বাচকদিগকে ক্রয় করিতেছিল, প্রতিনিধিদিগকে ফ্ৰয় করিতেছিল এবং এইরূপে অনেক আধুনিক डोंग्लंड ›ፃፃ

  • ब्रिभांt१ ब्राप्लेरेनडिद शैडिनेौडिब्ब अरुनरूि ঘটাইবার পক্ষে সাহায্য করিতেছিল ।

দ্বিতীয় যুগ २ প্রথম যুগে আমরা দেখিতে পাইলাম, ইংরাজের (তখনও দুৰ্ব্বল ) কতকগুলি কুঠী দৃঢ়ৰূপে স্থাপিত করিয়া ভারত-সাম্রাজ্য স্থাপন করিয়াছে । দ্বিতীয় যুগে দেখিতে পাই, ভাবতে অরাজকত উপস্থিত এবং ইংরাজের নিজ শক্তি বুঝিতে পারিয়া সমস্ত ভারতে প্রবল শক্তিশালী হইয়া উঠিয়াছে । 橡 疇 拳 শ্রমশিল্প ও বাণিজ্যের পরিপুষ্টি, যুরোপীয় উপনিবেশগুলির ক্রমোন্নতি—ইংরাজের প্রকৃত কাৰ্য্যক্ষেত্র কি, তাহা ইংরাজদিগকে দেখাইয়। দিল। ফরাসী ও ওলন্দাজ নাবিকদিগেয় উপব জয়লাভ করিয়া, তাহার। সমস্ত পৃথিবীতে সাম্রাজ্য বিস্তার করিবার অবসর প্রাপ্ত হইল । সৰ্ব্বপ্রথমে তাঙ্কার ভারত লইয়াই ব্যাপৃত ছিল। যেদেশে কতকগুল ভাগ্যান্বেষী রাজ্য স্থাপন করিতে পারিত, সেখানে কোন এক যুরোপীয় প্রবল রাজশক্তি কেননা বিস্তৃত ভূখণ্ড অধিকার করিতে সমর্থ হইবে ? কিন্তু ইষ্টইণ্ডিয়া কোম্পানী একটি বণিক সম্প্রণায় মাত্র, তাহারা অংশীদারের প্রাপ্য ডিভিডেন্ট লইয়াই ব্যাপৃত । কি উপায়ে একটা ভারতীয় সাম্রাজ্য স্থাপন করা ধাইতে পারে, তাহা কেবল দুপ্লে নামক একজন ফরাসী বুঝিয়াছিলেন। ভারতবাসীদের লইয়াই সৈন্তগড়িঃ তোলা ; ভারতীয় রাজাদিগকে সামস্তশ্রেণী বা মিত্র