পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sø&ge ইহার যেকেবল পিপীলিকাকেই দাসত্বে নিয়োজিত করে এরূপ নহে । ব্রেঞ্জিল দেশের জঙ্গলে একপ্রকার কীট (leaf bugs) আছে, তাহারা পিপীলিকার ভারবাহী দাস । দুর প্রদেশ হইতে সঞ্চিত খাদ্য বা অন্ত জিনিস গৃহে আনিতে হইলে ইহাদিগকে ভারবহন কাৰ্য্যে নিযুক্ত করা হয়। দুই छूहेणै कब्रिघ्न ग्रांझेि सैंiशिञ्च हेशंङ्ग १८५ চলে, যাহাতে বিপথে না যাইতে পারে কিম্বা পলয়ন না করে, শ্রেণীভঙ্গ না করে সেই উদ্দেণ্ডে কঙকগুলি শাস্ত্রী-পিপীলিকা ইহাদিগকে দুইদিকে ‘পাহার দেয়। কার্ষ্য সমাপনস্তে ইহাদিগকে অতি সামান্ত আহার প্রদানে অল্পপ্রশস্ত প্রকোষ্ঠে আবদ্ধ করিয়া झांथों इग्न । (२) (t) গুবরে ও অন্তান্ত কয়েক জাতীয় পোকা পিপীলিকা-গৃহে অতিথিরূপে বাস করে । সাধারণতঃ কোনও কার্য্যে ইহাদিগকে নিযুক্ত হইতে দেখা যায় না—মনের সাধে ইহার চারিদিকে ঘুরিয়া ফিরিয়া খেলিয়া বেড়ায় । দিন ভাল থাকিলে বাহিরে আসিয়া ক্রীড়ায় রত হয়—আবার বর্ষার দিনে কিছুতেই গৃহের বহির্ভাগে আসে না । Romanes বলেন, পিপীলিকার তাঁহাদের এই পোষা পোকাদের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে বাস করে এবং গৃহপরিবর্তনের সময় हेशनिशंएक निर्ण दश्न कब्रिब्र व्हेग्न यां★ । (২) কেহ কেহ অনুমান করেন—এগুলিকে পিপীলিকায় সখ করিয়াই পুষিয় থাকে। एठiङ्गजैौ কাৰ্ত্তিক, ১৩২১ আবার কেহ কেহ বলেন, পিপীলিকার এই পোষ প্রাণীদের নিকট হইতে কোন-নাকোনও রূপ সাহায্য, বা সুবিধা নিশ্চয় লাভ করিয়া থাকে – নতুবা, কেবল খেয়াল ও সন্তোষের বশবর্তী হইয়া ইহার যে কতকগুলি প্রাণীর জন্ত অনর্থক পরিশ্রম করিতে যাইবে এরূপ বোধ হয় না । কিন্তু পিপীলিকার। ইহাদের নিকট হইতে কিরূপ সাহায্য লাভ করিয়া থাকে তাহ! এ পর্য্যন্ত কোনও বৈজ্ঞানিক নির্ণয় করিতে পারেন নাই ! (9) - পিপীলিকার কেবল পরিশ্রম করিতেই ভালবাসে শুনিয়াছি ; বিশ্রামের কোনও চিন্তা বা ইচ্ছ। তাহাদের মনে উদিত হইতে । পারে এরূপ শুনি নাই। বৈজ্ঞানিকগণ নির্ণয় করিয়াছেন—ইহারা মধ্যে মধ্যে ( অস্ততঃ কোনও কোনও জাতি ) বিশ্রাম এবং ক্রীড়াকৌতুকও উপভোগ করিতে ভাল বাসে । এমন কি সারাদিনের হাড়ভাঙ্গ৷ থাটুনির পর নিদ্রার মনোরম ক্রোড়ে মধ্যে মধ্যে ইহারা আশ্রয় গ্রহণ করিয়া থাকে। এ সম্বন্ধে নিম্নে আমরা কয়েকজন বিখ্যাত প্রাণীতত্ত্ববিদের পর্যবেক্ষণবৃত্তান্ত লিপিবদ্ধ করিতেছি । সেদিন দিনটি বেশ পরিষ্কার ছিল । হুবার দেখিতে পাইলেন কতকগুলি পিপীলিকা ( Pratensis ) তাহাদেৰ গৃহের বাহিরে “ময়দানে” একত্র হইয়া এরূপভাবে ব্যবহার করিতেছে যাহা দেখিয়া তাহার স্বতঃই মনে হইল-ইহারা নিশ্চয় কোনও (1) See “Intellectual life of animals” by Parçy (2nd Ed. p. 309) (2) See “Animal Intelligence"–Romanes ( 8th Ed. p. 84. )