পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెye ঠাকুর দেবতার কথা মনে করলে মনের ভেতরটা কেমন ছমছম করতে থাকে, কোনো কাজই নির্ভয়ে করবার জে থাকে না। রামঃ !...নী না, এখন ও-কথাটা ভাবা ভালো হচ্ছে না। দুর্গা দুৰ্গা! মধুসূদন মধুসূদন । { ছিরে একটি চৌকোণ লণ্ঠনের মধ্যে একটা কেরোসিনের ডিবে জালিয়া আনিল । লণ্ঠনটির একপাশের র্কাচ নাই, সে দিকটায় ছেড়া হিন্দুহিতৈষী আঠ দিয়া লাগানে ; তার পাশের র্কাচখানার উপরদিকটা টিনের জোড় হইতে খুলিয়া ভিতর দিকে ঝুলিয়া পড়িয়া নড়নড় করিতেছে ; তার পাশের র্কাচখানা ফাট ; একখানা মাত্র কঁাচ আস্ত আছে। লণ্ঠনের ভিতরটায় গল বাতির উপর বেড়ি কেরোসিন পড়িয়া থকথক করিতেছে ! কেরোসিনের ডিবে হইতে আলোক অপেক্ষা ধূমই অধিক নির্গত হইতেছিল। ছিরে লণ্ঠনটি আনিয়া নিবারণের হাতে দিল। নিবারণ লণ্ঠন হাতে করিয়াই বলিল—এঃ ! কি লাগিয়েছিল ? গোবর নাকি ? ছিরে দাত বাহির করিয়া বলিল—এ ! গোবর ক্যানে ? খোল-পচা ! আমি সানি দিতেছিন্তু কিনা ! মিধারণ বলি--এঃ এঃ ! আহাম্মক বেটা । হাইট ধুয়ে মুছে নিতে পারিস নি? দে দে এখন একটু ন্যাকড়া কি কাগজ দে । রামঃ ! হাতময় লেগে গেল । हिtब्र ¢क गाँश्रण श्रामिब्रां मिण ! उाशप्ऊ श७ ७ ग$न कथक्षि९ मूहिब्र छांब्रजैौ ফাৰ্বন, ১৩২১ নিবারণ যাত্রা করিল—দুর্গ দুৰ্গা! মধুসূদন মধুসূদন ! * বাড়ীর বাহির হইতেই ‘বেড়ার পাশে শুকনো পাতার উপর কি খড়খড় করিয়া উঠিল ; একটা শেয়াল রাস্তার একদিক হইতে অন্ত দিকে ছুটয় গেল ; একটা বাদুড় তাহার কালে দীর্ঘ ডানা মেলিয়া মুখুয্যের সামনে ছায়া ফেলিয়া উড়িয়া গেল ; একটা হুতুম-পেচা তেঁতুল-গাছের ঘন কুঞ্জ হইতে গম্ভীর রবে ডাকিয়া উঠিল ধুতু-ধুতু-ধুতুরুম্ ! নিবারণ মনে মনে বলিতে লাগিল —রাম রাম ! সব অলক্ষণ ! খড় খড় করল ওটা নিশ্চয় সাপ ! বামে সর্প, দক্ষিণে শৃগাল, সন্মুখে বাদুড়, উদ্ধে কালপেচা ! একেবারে চারপোয় অলক্ষণ পরিপূর্ণ। মধুসূদন মধুসূদন । আজ নিৰ্ঘাত লাঞ্ছনা আছে বিপনের হাতে ! দুৰ্গা । দুর্গা ! জমিদারের ছেলে হবে নাদুসনুদুস গোবরগণেশ গোচের। তা না, যেন রঘো ড.কাতের চেলা ! জমিদারের ছেলে বিছানায় শুয়ে ভুড়িতে হাত বুলুতে বুলুতে তামাক খাবি, বড়জোর এক চক্কর গাড়ীতে চড়ে মেঠে হাওয়া খেয়ে আসবি ! তা না, সব অনাছিষ্টি ! খেলবেন কিনা ব্যাটম্বর, ভাজবেন কিনা ডম্বল ! আরে ছ্যাঃ ছ্যাঃ ! ...দূর কর ছাই, আবার বাজে চিন্তা করছি। কেমন অনভ্যেস, কিছুতেই ঠাকুর দেবতার নাম জপ করতে পারিনে। দুর্গ দুর্গা ! শ্ৰীহরি শ্ৰীহরি ; মধুসূদন মধুসূদন । অন্রের দেউড়িতে আসিয়া নিবারণ দেখিল অম্বরের বৃদ্ধ খারবান বেজি জুই