পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$వని ব্রাহ্মণীর আঁতুড় হচ্ছে দোতালার ওপর বিপিন বাবুর শোবার ঘরে? শিবচরণ ছাফ ছাড়িয়া বাচিল । যাক, তবে টাকা চুরির কথা নয়। কিন্তু আঁতুড়पtब्र यांदांब विश्वन रुि ? किङ्कहे कि করিতে না পারিয়া বলিল-স্থ্যা শুনছিলাম ঘটে আজ ঐরকম কি একটা কথা इु । —হঠাৎ তোমার ব্রাহ্মণীর ওপর বিপিন বাবুর এত মমতা কেন হল কিছু বুঝতে পারছ কি ? যদি জাত ধৰ্ম্ম বঁাচাতে চাও ত পালাও বেীকে নিয়ে দেশে । আজই বড়বাবুকে গিয়ে বলগে, গিন্নিকে গিয়ে কেঁদে ধরগে, নইলে সৰ্ব্বনাশ ! মুখুয্যের কথায় শঙ্কিত হইয়া শিবচরণ ৰলিল—এ যে ভরা দশমাস, কেমন করে যাব ? মুখুয্যে একটু চিন্তা . করিয়া বলিল— আচ্ছা, নাইবা গেলে, কিন্তু কৰ্ত্তাকে আর গিরিকে গিয়ে বলগে বিপিনের ঘরে কিছুতেই ছেলে হতে পারে না ; আর তোমার ব্ৰাহ্মণীকেও শিখিয়ে দিয়ে, সে যেন किहूरउहे ब्रांछि न क्ष्ञ ...यां७ aभूनि यां७ একবার কর্তার কাছে, সেখানে এখন কেউ নেই। মিবারণ শিবচরণকে টানিয়া লইয়া গিয়া সিড়িতে ঠেলিয়া তুলিয়। দিল। শিবচরণ ইতস্তত করিতে করিতে উপরে উঠিয়৷ গেল দেখিয় নিবারণ গৃহাভিমুখে প্রস্থান रुङ्गिठन । শিবচরণ গিয়া দেখিল হরিবিহারী থাইতে अमरन यांहेवांब लछ ऊँटैिब्रां८छ्न, झहेशं८ङ छ[ब्रडीी ফাঙ্কন, ১৩২১ কোমরে কাপড়ের খুঁট গুজিতে গুজিতে চটির মধ্যে পা দিতেছেন। শিবচরণ ডাকিল—পিসেমশায় ! o , द्विदिशंंनौ णि८णम-८ङ्गन ८ब्र ? , শিবচরণ ভয়ে ভয়ে আমতা-আমতা করিতে করিতে বলিতে লাগিল—বিপিন তার ঘরে আঁতুড় করবে বলছে। সে কি রকম করে হবে ? –যা যা সে অামি ঠিক করে দেবো। যেখানে চিরকাল আঁতুড় হয়ে আসছে সেখানেই হবে। শিবচরণের আর কোনো কথা জোগাইল না। সে আস্তে আস্তে নামিয়া গেল । হরিবিহারী অন্দরে যাইতেছেন । পশ্চাতে রামধন গুড়গুড়ি ও পানের ডিবা লইয়৷ আসিতেছে । তোষাখানা ও অনারের মধ্যপথে জয় দাড়াইয় ছিল । সে ধীরস্বরে ডাকিল—শোনো ! হরিবিহারী হাসিয়া কাছে গিয়া বলিল— কে জয়ী ! কিরে ? অনেক কাল পরে আঞ্জ দেখা ! কিছু বলবি ? — আমি আর তোমার বাড়ীতে থাকতে পারব না । আমায় কাশী পাঠিয়ে দাও। বিপিন উঠতে বসতে আমায় অপমান করছে, টিটুকারি দিচ্ছে। আমি এবাড়ীতে আর এক দিনও থাকতে পারব না । — যা যা পাগলি, আর কাশী যেতে হবে না। আমি বিপিনকে শাসন করে দেবে। তারপর একটি দৃষ্টিতে অনেকখানি অতীত ইতিহাসের ছায় ফেলিয়া উভয়ে সরিয়া গেল। -