পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Uso R (Bates) निधिबारश्न :-भिनैनिकांब औदन যে কেবলি কৰ্ম্মময় এরূপ মনে হয় না, কেননা আমি প্রায়ই এ সিটন (citon) জাতীয় পিপীলিকাদিগকে এরূপ ভাবে সময় কাটাইতে দেখিয়াছি স্বাহাতে মনে হইয়াছে ইহার বিশ্রাম উপভোগ করিতেছে। নিভৃত বনপ্রদেশে সুর্য্যকিরণ আসিয়া পড়িয়াছে এইরূপ স্থানে, ইহার দলে দলে আসিয়া মিলিত হয়। খাদ্য ও শিকার অন্বেষণে তখন আর তাহারা এদিক ওদিকে ছুটিয়া বেড়ায় না । দেখিলে মনে হয় অকস্মাৎ কোথা হইতে যেন এই নিত্যকৰ্ম্মী পিপীলিকাদের মনে গভীর আলস্তের আবির্ভাব হইয়াছে। তাহারই বশবৰ্ত্তী হইয়া ইহাদূের কেহব মৃদুপদক্ষেপে স্থাটিয়া বেড়ায়, কেহবা পদসাহায্যে নিজ নিজ দেহ পরিস্কৃত করিতে থাকে আবার কেহ কেহ একে অন্তের গা চাটিয়া দিয়া পরম্পরের প্রসাধন কার্য্য সম্পন্ন করে । ইহাদের কার্য্যকলাপ দেখিলে মনে হয় যেন উন্থার আলস্তের দাস হইয়া পড়িয়াছে । (4) শ্রমের পর বিশ্রাম করিবার ইচ্ছা সকলেরই পক্ষে স্বাভাবিক তাই পিপীলিকার যদি হাড়ভাঙ্গ খাটুনীর পর অবকাশ মত একটু বিশ্রাম প্রত্যাণী হইয়া নিদ্রার ক্রোড়শায়ী হয় তবে তাহাদিগকে দোষ দেওয়া চলে ন! । বৈজ্ঞানিকদের পর্য্যবেক্ষণের ইতিহাস পাঠ করিলে জানা যায় যে পিপীলিকারাও নিদ্রিত छ्ग्न । ভারতী कॉर्डिंक, s७२s .কেকুকুক্‌ এক জাতীয় পিপীলিকার উল্লেখ করিয়া বলিতেছেন ঃ– “আটটার সময় আমি এক ঝাক পিপীলিকার কার্য্যকলাপ পৰ্য্যবেক্ষণ করিতে আরম্ভ করিলাম। রাত্রি যখন প্রায় ১১টা তখন দেখিলাম সে বাকের প্রায় সমস্ত পিপীলিকাই অস্তুষ্ঠিত হইয়াছে—কেবল এখানে সেখানে দুই একটা নিদ্রিত হইয়৷ পড়িয়া আছে। ইহাদের নিদ্রার গভীরতা নির্ণয় করিবার উদ্দেশ্যে আমি আমার কলমের কোমল পালকের দিকটা অতি মৃদু ভাবে একটা নিদ্রিত পিপীলিকার গাত্রে স্পর্শ করাই লাম। পাগুলি গুটাইয়া জড়সড় হইয়া আমার বাতিটার দিকে মুখ করিয়া পিপালিকাট শুইয়াছিল। আমি ধীরে ধীরে তাহার শরীরের উপর দিয়া পালকের স্বক্ষাগ্রভাগটী ‘বুলাইয়া” নিলাম কিন্তু কোনও সাড়াশব্দ নাই। বার বার আমি এই উপায় অবলম্বন করিয়া ইহাকে জাগরিত করিতে চেষ্টা করিতে লাগিলাম-ক্রমেই পূৰ্ব্বাপেক্ষা অধিক জোরে পালকের আঘাত করিতে লাগিলাম কিন্তু তাহার গভীর নিদ্রার কোনও ব্যাঘাত হইল না। উহার মাথার দিকে আঘাত করিয়াও কোনও ফল হইল না। অবশেষে কয়েকমিনিট চেষ্টার পর হঠাৎ পিপীলিকাটি জাগরিত হইল। জাগরিত হইয়া মাথাটী বাড়াইয়া পাগুলি প্রসারিত করিয়া ঝাড়িয়া বাতিটার নিকটবর্তী হইল এবং উক্তরূপ প্রসাধন কার্য্যে রত হইল। নিদ্রার পর এইরূপ প্রসাধন ব্যাপার পিপীলিকাদের নিদ্ধারিত কাৰ্য্য । শ্ৰীমুধাংশু কুমার চৌধুরী।