পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৭ বর্ষ, একাদশ সংখ্যা cধিত্তে লাগিল। পার্থে পতিত একখান পাইলের উপর সে বসিয়া পড়িল ; একজন কৰ্ম্মচারীর উপদেশে প্রতি পাচ মিনিট অন্তর নিকটের একটা বালতি হইতে জল লইয়া পুনঃপুনঃ ক্ষতস্থান সিক্ত করিতে লাগিল । 翰 তাহার ভ্রাতা আসিয়া বলিল,— "এখানে বসে আছিস কেন, তুই নীচেয় যা ।” সে দাদার কথায় তখন নিম্নভলে চলিয়া গেল বটে কিন্তু আবার প্রায় এক ঘণ্টা পরে ডেকের উপর আলিল ; নিম্নের নির্জনতা তাহার ভাল লাগিল না। আর তাজা হাওয়াটাও তখন তাহার প্রয়োজন। কাজেই সে আবার "পুৰ্ব্বস্থানে বসিয়া ক্ষতস্থানে জল ঢালিতে লাগিল । সেদিন যথেষ্ট মৎস্ত পড়িয়াছিল। জ্যাভেলের ভ্রাতার পাশ্বে ই একটা বৃহৎ শ্বেত মৎস্ত পড়িয়া মৃত্যুশ্বাস টানিতে ছিল এবং মধ্যে মধ্যে লম্ফ প্রদান করিতেছিল। সে সেই দিকে চাহিয়া বসিয়া বসিয়া ক্ষতস্থানে জল সেচন করিতে লাগিল । e জাহাজখানা বলগনির কাছাকাছি আসিবামাত্র আবার বাতাসটা নুতন উদ্যমে বহিতে আরম্ভ করিল। বাত্যাহত চুইয়া উখাল তরঙ্গমালার উপর নৃত্য করিতে করিতে আবার উন্মত্তের ন্তায় দিকবিদিক জ্ঞান শূন্ত ভাবে ছুটির চলিল। মৃত্যরত জাহাজের ডেকে বসিয়া বেচারী জ্যাভেলের ভ্রান্ত ক্রমাগত এপাশ ওপাশ করিতে লাগিল । ক্রমে রাত্রি হইল। প্রভাত পৰ্য্যন্ত সমুদ্র-বক্ষে 3е е ф १भूै 6दर्श गषांन ब्रश्छि। ॐछोड हहेण हेश्ब्रांछांशिङ्कङ उँौब्रफूमि झूठे इहेण ? ठधन जपूछ *ांक्ष झहेग्नां श्रांनिरङछ्णि कांटलरें छांशंख्छ cन निरक नां श्रिीब्र कब्रांनॆी अविङ्कड তীরের দিকেই অগ্রসর হইল। বৈকালে গতটা দেখাইবার জন্ত জ্যাভেলের ভ্রাতা কয়েকজন কৰ্ম্মচারীকে ডাকিল। সেটা এমনই বিকৃত হইয়t গিয়াছিল যে তখন সেটাকে দেহের একটা ংশ বলিয়া চিনিবার উপায় ছিলনা । কৰ্ম্মচারীরা দেখিয় আপন আপন মন্তব্য প্রকাশ করিল। একজন বলিল,—“ছ পচ, ধরেছে দেখছি । আর একজন বলিল,—“ওতে নোনী জল ঢালা উচিত।” दणिब्रां १iनिकफै जभूझ छल जांनिब्रां ক্ষতস্থানে ঢালিয়া দিল । রোগী লাফাইয়া উঠিল, দন্তে দন্ত ঘর্ষণ করিয়া একবার মুখ বিকৃত করিল কিন্তু চীৎকার করিল | || লবণের জালা একটু কম পড়িলে সে ভ্রাতাকে বলিল,-“তোমার ছুরিখানা একবার ों s ऊ l* 發 劍 জ্যাভেল চুরিখানা বাহির করিয়া দিল । “হাতটা ঠিক সোজা ক’রে ধর ; শক্ত ক’রে ধোরো যেন ছেড়ে যায় না।” তাহার প্রার্থনা মতই কাৰ্য্য হইল । এইবার সে স্বয়ংই কাটিতে লাগিল । cगई क्रूटबब्र मऊ शांब्रांग छूब्रि निम्नां अदिকম্পিত হস্তে ধীরে ধীরে সে ছিন্ন হস্ত কাটিয়া ফেলিল। বাকি রছিল কেবল