পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१०१७ फकछेः भांश्ग :नि७ । ७कB श्रडौब शैर्षনিশ্বাস ত্যাগ করিয়া সে বলিল,—“কেটে ফেলতেই হ’ত ; তা নইলে প্রাণ নিয়ে টান প’ড়ত ” - অতঃপর সে . যেন অনেকটা আশ্বস্ত হইল। ক্রমাগত দীর্ঘশ্বাস,ফেলিতে ফেলিতে ক্ষতাংশের উপর জল সেক করিতে লাগিল । अडाउ हहेप्ण छाप्च्य्गब्र बाँउ झ्द्रि इख्छे कूड़ाहेब्र नईब्रां ऊाल कबिग्न cम१ि८ड লাগিল। তাহার সহকৰ্ম্মীরা আসিয়া সেটা হাতে লইয়া নাড়িয়া নাড়িয়া দেখিতে লাগিল । সকলেই তাহার এই ক্ষতিতে সহানুভূতি প্রকাশ করিল। জ্যাভেল বলিল,—“এইবার ওটা ফেলে দে’ন, আর কেন ?” কথাটা শুনিয়া জ্যাভেলের ভ্রাতা বিরক্ত হইয়া উঠিল । বলিল —“না, আমি থাকতে তা হবে না। ওটা যখন আমার হাত; তখন ওতে ত তোমার কোন দাবী নেই।” সে ছিন্ন হস্তটা লইয়া জামুর মধ্যে চাপিয়া রাখিল । ८कां शिग,--“ड ७ ७' नि नि "থচতেই থাকবে ।” এই সময় কনিষ্ঠের মনে একটা মতলব আসিল । জাহাজ কোন দুর্বদেশ হইতে মৎস্ত ধরিয়া আনিলে বৃত্তমৎস্ত লবণের জারের মধ্যে রাখা হইত। ইহাতে মৎস্ত পচিত না । সে জ্যেষ্ঠকে বলিল,—“জারের ভিতর এটা রাখতে পারি?” “হঁ্য, তা পার।* to छांब्रडैौ. ফাঙ্কন, ১৩২১ তখন কয়েকজন মিলিয়া একটা মৎস্তপূর্ণ জার খালি করিয়া ফেলিল । সৰ্ব্বপ্রথম ছিন্ন হন্তটা রাখিয় তাহার উপর লবণ চাপা দেওয়া হইল, তাহার পর এক এক করিয়া মৎস্ত গুলি তাহার উপর রাখিয়া দিল । একজন কৰ্ম্মচারী বিদ্রুপের স্বরে বলিল, —“আশা করি এটাও বাজারে মাছের সঙ্গে বিক্রি হ’য়ে যাবে না ।” কথাটা শুনিয়া জ্যাভেল ও তাহার ভ্রাতা ব্যতীত আর সকলেই হাসিয়া উঠিল। তখনও ঝড় থামে নাই । পরদিনও বেল প্রায় দশটা অবধি বলগনির কাছাকাছি জাহাজখন ঘুরিতে লাগিল। আহত ব্যক্তি একবারের জন্তও জল ঢালা বন্ধ করে নাই ৷ মধ্যে মধ্যে উঠিয়া সে ডেকের এক প্রান্ত হইতে অন্ত প্রান্ত অবধি পদচালনা করিতেছিল তাহার ভ্রাতা কলের কাছে বসিয়া তাহীকে দেখিতেছিল ও মস্তক আন্দোলন করিতেছিল। অবশেষে তাহারা বন্দরে আসিয়া প্রবেশ করিল । • ডাক্তার ক্ষত পরীক্ষা করিয়ু বলিলেন সেটা ক্রমেই আরোগ্য লাভ করিতেছে । হাতটায় ব্যাণ্ডেজ করিয়া তিনি ব্যবস্থাপত্র লিথিয় দিলেন। রোগী কিন্তু ছিন্নহস্তট না লইয়া শয্যা গ্রহণ করিতে সন্মত হুইল না । তখনই সে আবার জাহাজের সন্ধানে বন্দরে আসিল ষে জারটিতে তাহার হস্ত রক্ষিত হইয়াছিল সে তাহাতে একটা খড়ির দাগ দিয়া রাখিয়াছিল ; কাজেই এখন বিনাক্লেশে সেটাকে বাহির করিল।