পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৭ বর্ষ, একাদশ সংখ্যা নেকেরও দেখা যায় না। ওই হখের মধ্যেও माँछाहाप्नङ्ग ७क िक्छ। उँच्न जांश्न श्रृङ्ग" র্তার কাছে ছিলেন। সাজাহান মৃত্যুর সময় বলেছিলেন আমাকে একবার তাজমহল, দেখতে দাও তাজ দেখতে দেখতে • আমি, মরব। এ প্রার্থনা তার গ্রাহ হয়েছিল। তাজ দেখতে দেখতে, তিনি মরেছিলেন। তাজের পাশেই তার এবং তার কস্তার গোর রয়েছে। মৃত্যুর পরেও দুজনে এক স্থানেই শয়ন করে • আছেন। चांक्षी cथं८क उिन कांग्न माहेण पूब কৈলাস বলে একটা স্থান আছে সেখানে যমুনায় বোধবাই স্নান করতে যেতেন। স্নান করে উঠে তীরে একটি শিবালয়ে তিনি পূজা করতেন। যমুনার ঘাট পাথর দিয়ে বান্ধান; ঘাটে বড় বড় সিড়ি, সিড়ির দু দিকে দুটা নহবতখানা পাশে কাপড় ছাড়বার একটা ছোট ঘর, স্নান করে উঠে সেই ঘরে রাণী কাপড় ছাড়তেন ; শিবালয় সংলগ্ন একটা পুরাতন বটগাছ মাটিতে প্রায় মুয়ে পড়েছে, গাছটি দেখে অনেক निकांझ शांइ द८णहे मtन श्ञ ; ७भन নির্জন স্থান পূজা করবারই উপযুক্ত , चाश्झ। ५ेण धभूनiघ्र बान ऊ८ब्र त्रिश्नः श्व বসে পূজারী ব্রাহ্মণের কাছে সব ইতিহাস শুনতে লাগলেম । এখন জার শিবের তেমন আদর নেই তীর্থ দর্শন be'సి মন্দির অমনি অত্ব অবস্থায় রয়েছে, কেহ কখন যায় ত পূজা দেয়। সে স্থানটি এমন চমৎকার নির্জন যে আমাদের ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। যমুন কুলকুলরবে বয়ে যাচ্ছেন গাছের ডালে পার্থীর কলরব করছে—বড় মধুর আগ্রার সব জায়গাই প্রায় দেখা হয়েছে কেবল ফতেপুর সিকড়ী দেখা হলো না । সেটা হচ্ছে সাজাহানের গুরুর গোর। - আমরা আগর থাকতে থাকতেই সেখানকার ভদ্র লোকদের সখের থিয়েটার হয়ে গেল। বিষয়টা ছিল ভীষ্মের প্রতিজ্ঞ । এত বাজে লোকের ভিড় হয়েছিল পুলিষের লোকেরা পর্য্যন্ত তাদের আটকে রাখতে পারে না, সবাই সিদ্ধি খেয়ে ষ্টেজের উপরে উঠতে যায়। যারা অভিনয় করছিল তারা অনেক করে বুঝিয়ে ংলাতে কিছুক্ষণ ক্ষান্ত থাকে আবার মাতামাতি করে বেড়ায়। তারা কিছুই বুঝতে পারছিল না কেবল গোলমাল করে বেড়ানই তাদের আমোদ । অভিনয় আমাদের মন্দ লাগগ না । হিন্দুস্থানী গান সব যে বুঝতে পারলুম তা ন্য তবে হাবভাবে অনেকটা বোঝা গেল । আলে, দোকান সাজান, গান, অভিনয় সব সমেত আমাদের দেখতে ভালই লাগল। শ্ৰীসৌদামিনী দেবী।