পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७७* ६६, ५*ि श्र६था। কথাটার আভাসও কেহ পায়, সেই ভয়ে সে কেমন শিহরিয়া উঠিল। ফেলিসিয়া আবার কহিল, “তবে একটা জিনিষ আমি স্থির করে রেখেছি—আমার যদি কখনও মেয়ে হয় ত তাকে কখনও এমন দুর্দশা পেতে দেব না । মেয়েকে মেয়ের बङश् मश्षि कझर्-c cषन cभनिश् छ्नं, পুরুষ না হয়।” গেরি এবার ও কিছু বলিতে পারিল না । কিছুক্ষণ চুপ করিয়া থাকিয় ফেলিসিয়া আবার কছিল, "আঃ পল, পল, তুমি আজ এসেছ—এতে আমি বড় স্বর্থী হয়েছি, বড় সুখী ! তোমার মত একজন বন্ধু আমার পাশে থাকে,—সে আমাৰ বড় সাধ, বড় সুখ । মামুষের উপর আর ঘূণা জন্মে গেছে —দারুণ ঘৃণা ধাঁদের এই দিব-রাত্রি দেখছি, এরা কি মানুষ ! যাই হোক পল, আমার মুদিনে ছুদিনে তুমি আমার পাশে থেকে --এমনি বন্ধুর মত পাশে থেকে-- তাহলে আমার বুকে একটা বল পাব, কিছুতে আমি হঠবে না-কেউ আমায় হঠাতে পারবে না। কেন তোমায় এত কথা বলছি, জান, পল ? তোমাকে দেখলে আর একজনকে আমার মনে পড়ে। সে आमांब्र वज्र खांणवांप्न-डांम भङ दछू७ . আমার কেউ নেই। তার মুখ তোমারই মুখের মত-প্রাণটাও ঠিক এমনি! তাই কি তোমায় এত ভালবাসি ? ভাবি, দুজনে এত মিল, এত—* কথাটা শেষ হইল না। পরী আসিয়া কহিল, "একবার এদিকে এল—দেখ, কি एण न श्ण ।" নবাব

  • क्रिठिछ| *ांठेि८व्र निरग्नह् ?* “তখনই দিয়েছি।”

翻 豪 臺 রাত্রি সাড়ে আটটা । ভোজের পর সকলে আসিয়া ঘরে বসিয়াছে। গেরি গেবিল, এই নারীর প্রতি কি অভায় অশ্রদ্ধাই সে মনের মধ্যে পুষিয়া আসিতেছিল। এমন প্রেমময়ী পবিত্রতাময়ী দেবী প্রতিমাকে সে পিশাচিনী পাষাণী বলিয়া সন্দেহ করিয়াছিল ! কি অদ্যায় ! এখনই তাহার প্রায়শ্চিত্ত করিবে, সব অপরাধ স্বীকার করিয়া নতজামু হইয়া ক্ষমা চাহিবে ! কি বলিবে কথাটা সে গুছাইয়া লইল । যেমন বলিবে, অমনি দ্বার খুলিয়া এক দাসী প্রবেশ করিল। দাণী সংবাদ দিল, ডিউকের ওখান হইতে লোক আসিয়াছে,মাদামোসেলের শরীরের তত্ত্ব লইতে। 输 ফেলিসিয়া কহিল, “বলগে, শরীর তেমনি আছে—তবে বিশেষ খারাপ নয়-ভাবনাক্স কারণ নেই।” গেরির বুকে সহসা যেন কে ছুরি বিধিয়া দিল । সে বুঝিল, এই অতিথির জন্তই আজ এতখানি আয়োজন হইতেছিল, বটে । সে কহিল, “ডিউক মোরার এখানে খাবার কথা ছিল, আজ ?” 颂》 “ই,—জালাতনে পড়েছিলুম আমি।” “ডচেলও আসছিলেন ?” “ডচেস ? না, সে কেন আলবে ? তার সঙ্গে আমার আলাপই নেই।” ' cो ि७दोन्न कठिन श्हेब्ण–कमि ऋब्रहे সে কহিল, “আমি যদি তুমি হুতুম, তাহলে কি কল্পতুম, জানে ? ডচেলকে