পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ev8 নুতন জীববিদ্যার উদ্ভাবনদ্বারা দৈত্যদিগকে দুৰ্দ্ধৰ্ষ করিয়াছিলেন তাহা মুরগুরু বৃহস্পতি পুত্র কচের তাহার নিকট ঐ বিদ্যালাভের জন্য শিষ্যত্ব স্বীকারের আখ্যান হইতেই বিশেষরূপে প্রমাণিত হয় | শুক্রাচার্য্য দৈত্য ও অস্বরদিগকে এই প্রকারে নবজীবন প্রদান পুৰ্ব্বক তাহীদের নিকট হইতে যে দেব সন্মান লাভ করিবেন তাহা সম্পূর্ণই স্বাভাবিক। পশ্চিম আসিয়ার প্রাচীন সভ্যজাতিই অসুর ও দৈত্যনামের প্রতিপাদ্য তাহা আমরা পূৰ্ব্বেই বলিয়াছি ! আশ্চর্য্যের বিষয় এই যে পশ্চিম আসিয়ার প্রাচীন সভ্য একেডিয় জাতির প্রধান দেবতার নাম শুক্রেরই নামানুসারে শুকাস দেখিতে পাওয়া যায়। ১ কেবল শুক্রেরই নাম যে পশ্চিম আসিয়ার প্রাচীন সভ্যতার সহিত সংযুক্ত তাহা নহে তাহার পিতা ভৃগুর নামও পশ্চিম আসিয়ার সভ্যতার সহিত সংযুক্ত দেখিতে পাওয়া যায়। ভৃগু অগ্নির আবিষ্কর্তা ছিলেন বলিয়া এবং ভূগুদিগের দ্বারা অগ্নির প্রথম প্রচার হয় বলিয়া অগ্নির আবিষ্কারক ও প্রচারক রূপে ঘেঁ ভৃগুগুণ বিশিষ্ট সম্মানের অধিকারী হইবেন তাহ সহজেই বুঝিতে পারা যায়। সম্ভবতঃ ভৃগুবংশের একশাখা পশ্চিম আসিয়ার অমুর ও দৈত্যদিগের মধ্যে উপনিবিষ্ট হয় ; এবং আপনাদের আদি পুরুষ ভৃগুঋষির নামে তাহীদের উপনিবেশের নামকরণ করেন। পশ্চিম আসিয়ার “ফ্রিজিয়া” • छात्रछैौ ফাল্গুন, ১২২১ প্রদেশই পূৰ্ব্বোক্ত উপনিবেশ বলিয়৷ অনুমিত হয়। পুরাতত্ত্ববিৎ পণ্ডিতের ফ্রিজিয়াকে ভৃগু নামেরই অপভ্রংশ বলিয়। সিদ্ধান্ত করিয়াছেন। এতৎসম্বন্ধে “প্রাগৈতিহাসুিক কালের রাজবংশাবলী” “The Ruling Races of Prehistoric Times” নামক গ্রন্থে হিউইট এইরূপ লিখিয়াছেন – “They first formed themselves into a nation of the sons of fire called Briges, Bhrigu, Phrygoi, or Phleyges, in Phrygia. Vol I p 5oo. “র্তাহারা ব্রিজেস, ভূগু, ফ্রিজিয়, বা ফুেঞ্জেল নামে অগ্নিবংশ রূপে আপনার ফ্রিজিয়াতে এক জাতিতে গঠিত হইলেন।” ফ্রিজিয়া হইতেই ভৃগুগণ Phleyges নামে গ্রীসে যাইয় অধিষ্ঠিত হয়। ২ পুত্র শুক্রই যখন দেবরূপে পরিণত হন তখন পিতা ভূগুও যে দেবরূপে পরিণত হইবেন তাহ সহজেই বুঝিতে পার। স্নায়। বস্তুতঃ ভূগুকে আমরা একেডিয় ও গ্রীকৃ উভয় জাতি কর্তৃকই দেবরূপে পূজিত দেখিতে পাই । ভৃগু অগ্নির আবিষ্কর্তা ছিলেন বলিয়। তিনি অগ্নি-দেব রূপেই ইহাদের নিকট প্রসিদ্ধ হইয়াছেন। হিউইট লিখিয়াছেন ঃ– We thus find in the Akkadian firegod, the same who, as the Greek Phlegyas, appears as the king of the Heraclidae or sons of the fire and the Sun-god, on their first entering into, and conquest of Greece.” “The Ruling Races of Prehistoric Times”, Vol I p 38. 参 I See “The Ruling Races of Prehistoric Times”—by J. F. Hewitt Vol I p 6. 2 See “The Ruling Races of Prehistoric Times"—by Hewitt Vol 1 p 83.