পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీ'éto লে নিকটে জাগিব, তখন দেখিলাম যে সে जांभांब्र जश्यि नग्न ! उथन हईएउद्दे श्रांमि Short sighted, afro Toji oil আসিয়াছে। আবার সেই Band-এর ধার দিয়া আমাকে ফিরিতে হইবে। সৌভাগ্যক্রমে কিছুক্ষণের জন্ত Rand তখন থামিয়াছিল। কোনও প্রকারে সেই ছিন্নবিশিষ্ট রাশটুকু ধরিয়া ধীরে ধীরে গাড়ী ঘোড়ার ভীড়ের মধ্য দিল্পী লালবাজারের মোড় পর্য্যন্ত আসিলাম । কিন্তু চিৎপুরের ভিড় ঠেলিয়া যাইতে আর সাহস হইল না ! তাই একটা মুটের হাতে ঘোড়া দিয়া সেই খান হইতে পান্ধী চড়িয়া বাড়ী ফিরিলাম। আমার ফিরিতে বিলম্ব দেখিয়া বাড়ী শুদ্ধ সকলেই খুৰ চিন্তিত হইয়া পড়িয়াছিলেন। "দার্জিলিঙ্গে অবস্থানকালে চড়িয়া আর একবার আমি খুব বিপদে পড়িয়াছিলাম। ঘোড়া ভয় পাইয়া উৰ্দ্ধশ্বাসে দৌড়াইতে দৌড়াইতে একেবারে খাদের নীচে পড়িবার উপক্রম করিয়াছিল। তখন जांमि हेध्छ्! कझेिब्र-*क्लिग्नां शिंग्रां ब्रक्र পাইলাম। গায়ে একটু আধটু রক্তপাত হইয়াছিল কিন্তু একটা খুব বড় পাগড়ি ছিল বলিয়া মাথায় আঘাত লাগে নাই।” তার পর কটক হইতে কলিকাতা আসিয়া--জ্যোতিবাবু “সরোজিনী” রচনা করেন। রবীন্দ্রনাথ তখন বাড়ীতে রামসৰ্ব্বস্ব পণ্ডিতের নিকট সংস্কৃত পড়িতেন। cजTांङिषांबू ७ ब्रांमनर्विश्व झहेछान झदिबाबूब गङ्गांब घरब वनिब्राहे “गरबांछिनौब्र” প্রফ সংশোধন করিতেন। রামসৰ্ব্বস্ব খুব জোরে জোরে পড়িতেন। পাশের ভারতী ঘোড়ায় । কাৰ্ত্তিক, ১৩২১ धज्ञ श्हेप्ड ब्रविदाबू ७निाउन ७ मारक মাঝে পণ্ডিত মহাশয়কে উন্ধেগু করিয়া কোন স্থানে কি করিলে ভাল হয় এমনি মতামত প্রকাশ করিতেন। রাজপুত মহিলাদের চিতা প্রবেশের যে একটা দৃপ্ত আছে, তাহাতে পূৰ্ব্বে জ্যোতিবাবুর একটা গদ্য রচনা ছিল, কিন্তু রবিবাবু তাস্থার স্থানে "জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ” কবিতাটি রচনা করিয়া সেই গদ্যটার স্থানে বসাইতে বলেন। জ্যোতিবাবু দেখিলেন যে এই কবিতাটিই সেখানে স্বপ্রযুজ্য, তাই তিনি গদ্যের পরিবর্তে এই কবিতাটিতে সুরসংযোগ করিয়া সেইস্থানে সন্নিবিষ্ট করিলেন। “সরোজিনী” প্রকাশিত হইব মাত্রই কলিকাতার সাধারণ থিয়েটারে অভিনীত হইয়া গেল । পুরুবিক্রম ও সরোজিনী দুইখানিই জনসমাজে খুব প্রশংসিত হইতে লাগিল। জ্যোতিবাবুর নাট্যকার নামে থ্যাতিও বাড়িতে লাগিল। বিশেষতঃ সরোঞ্জিনীঅভিনয়ের পর বাঙ্গলাদেশে আনন্দের একটা বিজয়দুন্দুভি বাজিয়া উঠিল। সকলেই একটা অমৃত আস্বাদনের তৃপ্তিস্কথে বিভোর হইয়া গেল। এক কথায় সরোজিনী তখন বাঙ্গলা নাটকে এক নব যুগের স্বষ্টি করিয়া দিল। কলিকাতার আর্ট স্কুলের তদানীন্তন শিক্ষক শ্ৰীযুক্ত অন্নদাপ্রসাদ বাকৃচী মহাশয় সরোজিনীর শেষ দৃপ্তের চিত্র অঙ্কিত করিয়া ছিলেন। সে চিত্ৰখানি পৌরাণিক দেব দেবীর চিত্রের সঙ্গে বাজারে বহুদিন शृद्धि विकौङ झहेब्रांहिल । यांबांज्ञ भ८ण७ সরোজিনী অভিনীত হুইতে লাগিল ।