পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আরবের অজ্ঞানযুগ ইসলামের পূর্বতন সময়কে আরব পণ্ডিতরা আরবদেশের ‘অজ্ঞানযুগ’ ( আয়t***, offeficie—Days of Ignorance) বলিয়া ইতিহাসে উল্লেখ করিয়াছেন। তৎকালে আরব সমাজের কিরূপ অবস্থা ছিল তাহার কিঞ্চিৎ আভাস নিম্নে প্রদত্ত ङ्द्देठा । ঈশ্বর প্রেরিত পুরুষ মেহম্মদ এই অজ্ঞানযুগের ভীষণ তমসাচ্ছন্ন দৃশুের সম্মুখে উপস্থিত হইয়াছিলেন । যখন আরবদেশে সমাজ অতি কুৎসিৎ ও বিশৃঙ্খল ভাব ধারণ করিয়াছিল—যখন ঘোর যুদ্ধৰ্ষ রক্তপিপাসু আরববাসী সামান্ত উপলক্ষে বিবাদ বাধাষ্টয় পঞ্চাশৎ বা শতবর্ষব্যাপী যুদ্ধ বিগ্রহে ব্যাপৃত থাকিয় অকারণ রক্তপাত করতঃ শত শত নরনারীর প্রাণসংহারকার্য্যে নিযুক্ত ছিল (১) যখন ঘোর ইন্দ্রিয়পরতন্ত্র মরুবাসী আরবগণ লাম্পট্যে ও মদ্যপানে জ্ঞানহার হইয়া জগতের, যাবতীয় ছুস্ক্রিয়ায় রত ছিল —যুথম আরব সমাজে অল-আতিয়াবন’ মামে কুকীৰ্য্যের স্রোত খরতম ধারে প্রবাহিত হুইতেছিল (২) যখন আরবের নারীচরিত্র अडि शैन इद्देऊ शैनडङ्ग छ्लि-६१म শিশুকন্যার জন্ম অশুভ ঘটনা বিবেচনা করিয়া তাহাকে জীবন্ত প্রোথিত করা হইত এবং শিশুহত্যা, ভ্রুণহত্য এমনকি ভ্রাতৃহত্য তাহাদের নিত্যকৰ্ম্ম ছিল ; যখন ‘কায়নাদ’ নামে অভিহিত হতভাগিনী দাসীগণ নৃত্যগীতে অর্থোপাৰ্জন করতঃ তাহ স্ব স্ব প্রভুদ্ধক প্রদান করিত (৩) যখন দাম্পত্যপ্রণয়ামুরাগবিরহিত রামাগণ পরপুরুষের মনোরঞ্জনার্থ আপন সতীত্বধৰ্ম্ম অনায়াসে বিসর্জন দিতে কিছুমাত্র কুষ্ঠিত হইত না ও পাতিব্ৰত্য ধৰ্ম্মপালনে সম্পূর্ণ উদাসিনী ছিল এবং পুরুষগণও পরদারগমনে রত ছিল এবং উদ্বাহিক নিয়মপালনে বা নিষিদ্ধ- শ্রেণীভেদে অমনোযোগী হইয়া যাহাকে ইচ্ছা তাহাকেই পত্নীস্বরূপ গ্রহণ করিত, যখন আরবদেশে ‘নেকা-অল-অস্তিকা, ‘নেক1-অলসীর) নিয়োগ সদৃশ বিবাহপ্রথা ), ‘নেকঅল-সাফ!” “নেকা-অল-বাঘায়, ( বহুপুরুষের সহিত বিবাহ ), ‘নেকা-অল-মোক্ত’ (নিন্দার্হ অর্থাৎ বিমাতৃবিবাহ ), 'নেকা-অল-মোতা (উপস্বত্বভোগী বা অল্পদিনস্থায়ী বিবাহ) প্রভৃতি ( ) বকর ও তগ লব পরিবারের যুদ্ধ আরবদেশে বিখ্যাত। একটি উন্থ কোন স্ত্রীলোকের শস্ত গষ্ট করিয়াছিল। রমণী উদ্ভূস্বামীর প্রতি কটুক্তি করায় বক্ষে অস্ত্রাঘাত প্রাপ্ত হয়। ইহাতেই পঞ্চাশবধব্যপী মহাসমর সংঘটিত হইয়াছিল। एठोंश्tब्र अiभ ‘झ्झ८षु ७ब्रटिश्? । ঘোড়দৌড়ের খেলা লইয়৷ ইহাপেক্ষা ভয়ানক যুদ্ধ সংঘটিত হইয়াছিল, (*) C. F. The Arabs before Istam in the History of Islamic Civilization. (*) Syed Ahmed. Essays on the Life of Mohammed.