পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভাগ৷ (ইংরাজি হইতে ) অন্ধকার । একটা ৱেলিংঘেরা,বাড়ার সামনের বাগানে, লোক অনেকক্ষণ হইতে এদিক ওদিক চাহিয়া কি লক্ষ্য কবি তেছিল। যেন একটা কিছু কু মতলব সিদ্ধ কবিবার অভিপ্রায়ে সে অনেকক্ষণ হষ্টতে অপেক্ষা করিতেছে ! যখন সে দেখিল কেহ কোথাও নাই, বীটের পাহারা ওয়াল টহল দিয়া চলিয়া গেল, তখন ধীরে ধীরে অতি সস্তপণে গাছের ছায়া হইতে সরিয়া আসিল । আর একশর চতুর্দিকে দৃষ্টিপাত করিয়া কৌশলে, নিঃশব্দে বেলিং টপকাইয়া সেই বাড়ীর উন্মুক্ত প্রাঙ্গণে লাফাইয়া পড়িল । চোর সে ! চুরি করিতে আসিয়াছে কি ? বাড়ীর কেহ জাগরিত আছে কিনা পরখ করিবার জন্ত প্রাঙ্গণে দাড়াইয়া সে জোরে একটা শিশ, দিল। শিশের শব্দ নিস্তব্ধ গগনতলে প্রতিধ্বনিত ইষ্টয়া বায়ুস্তরে মিলাষ্টয়া গেল—ক হার ও জাগিয়া থাকিবার লক্ষণ সে দেখিতে পাইল না ! দিনের বেলায় লুকাইয়া সে বাড়ীব বাহির দিকটা একবার দেখিয়া গিয়াছিল। বাড়ীর পশ্চাৎ দিকে একটা লোগর সি ড়ি ছিল ; ধীরে ধীরে সোপানরাজি অতিক্রম করিয়া চোর দ্বিতলের গোল বারানায় উঠল। অতি সন্তপণে পা টিপিয়া টিপিং ভিতরের রোয়াকে প্রবেশ করিল। পায়ে ঠেকিয়া একটা কাচপাত্র দূরে গড়াইয়া পড়িল । }• এক গাছের তলায় একট। उांशांब नयख *औब्र कँत्रिब डैर्टिण-बूकब्र ভিতর রক্তের ঢেউ খেলিতে লাগিল— আপনার বুকের স্পন্দন শব্দ সে যেন নিজেই শুনিতে পাইল ; মনে হইল যেন শব্দটা সজীব হষ্টয়া গৃহস্বামীকে তীব্র স্বরে সতর্ক করিয়া দিতেছে—ওঠ, ওগো ওঠ, ঘরে চোর এসেছে ! চকিতে সে জুয়ারে টাঙ্গান একটি নীল পর্দার পাশ্বে সরিয়া নিশ্বাস বন্ধ করিয়া দাড়াইল । কাণ পাতিয়া শুনিল কেহ জাগিল কিনা, কেহ শয্যা ত্যাগ করিয়া উঠিল কিনা ! অনেকক্ষণ কাটল—ধখন সে নিশ্চিত বুঝিতে পারিল কেহ শয্যা ত্যাগ কবে নাই –তখন সে পকেট হইতে চোর। লণ্ঠনটি বাছিব করিল,—কল টিপিয় তাহার স্বল্পোঞ্জল আলোকে একবার স্থানটির চতুর্দিক নিরীক্ষণ করিয়া লইল। এই গৃহ একদিন তাহাবই গৃহ ছিল, শত স্মৃতিপূর্ণ তাহার সেই গুচখানি চোর সাঞ্জিয় আজ সে একবার দেখিতে আসিয়াছে। হায় রে! 纖 গৃঃপ্রবেশ করিতেই দেয়ালের একখানি চিত্র তাহার দৃষ্টি আকর্ষণ করিল। সুঠামসুন্দর এক যুবক, কুশল চেয়ারে উপবিষ্ট বিংশতি বর্ষীয় এক অনিন্দিতা যুবতীর গলা জড়াঙ্গয় দণ্ডায়মান-যুবতীর ক্রোড়ে আড়াই বৎসবের এক শিশু ; কি কমনীয় তা’র মুক্তি —কি মধুব তা’র কচি মুখখানিতে হাসির রেখাটি—কি সুন্দর তা’র বড় বড় ওই চোখ, इ;ि ! रु°ारण कtशां८ण हेउखडः दिक्रिशं