পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বগীয় ডাক্তার অঘোরনাথ চট্টোপাধ্যায় জন্ম ১৮৫০—মৃত্যু ১৯১৫, ২৯ শে জানুয়ারী । . আমাদের শ্রদ্ধেয় ও বিশেষ বন্ধু ডাক্তার অঘোরনাথ চট্টোপাধ্যায় আর ইহজগতে নাই। এই নিদারুণ সংবাদে আমরা মৰ্ম্মাহত হইয়াছি। র্তার স্বস্ব শরীর, আনন্দময় স্বভাব, ও যুবকের স্তার কাজে উৎসাহ দেখিয়া আমৰা মুগ্ধ হইতাম। র্তাহার শরীরে কোন রোগের চিকুমাত্র ছিল না। তাহার বলিষ্ঠ দেহ, চলা ফিরা এবং কৰ্ম্মোৎসাহ দেখিয়া কখনও মনে হইত না তিনি এত শীঘ্ৰ চলিয়া বাইবেন। সৰ্ব্বদাই কাজের মধ্যে ডুবিয় থাকিতেন। অমুখ হইয়াছে একথা তিনি কখনও বলিতেন না বা বলিতে দিতেন না । शब्र ! श्%ा९ झलूनिt७द जिब्रां दक झड़ेब्रlর্তার পরিবার পরিজন ও বন্ধুবৰ্গকে শোক সাগরে ভাসাইয়া ইহলোক হইতে চলিয়া, গেলেন। বিধাতার অভিপ্রায় কি তাহা তিনিই জানেন । ডাক্তার চট্টোপাধ্যায় পূৰ্ব্ববঙ্গের বিক্রমপুরস্থ ব্রাহ্মণ গাতে জন্মগ্রহণ করেন। তিনি স্বর্গগত পণ্ডিত রামচরণ চট্টোপাধ্যায়ের চতুর্থ পুত্র ছিলেন। তিনি ঢাকা ও কলিকাতা প্রেসিডেন্সি কলেজের ছাত্র। অধ্যয়ন পরে গিলক্রাইঃ স্কলারলিপ, লইয় ইংলণ্ডে গমন করেন। তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ৫ বৎসর বিজ্ঞান শিক্ষা "finl Dr of Science soif virs করেন। তৎকালিন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে তিনি যে বিশেষ কৃতিত্ব লাভ করিয়াছিলেন ; stet" risi" fsft Boxter physical Science Scholership or Hope Frize. লাভ করিয়াছিলেন। আমরা যতদূর অবগত আছি এ পর্য্যন্ত কোনও দেশীয় বা বিদেশীয় ব্যক্তি এই দুইটি বিষয়ে এক সঙ্গে পারদর্শী হইতে পারেন নাই। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন সমাপ্ত করিয়া ডাক্তার অঘোরনাথ রসায়ন শাস্ত্রের বিশেষরূপ,চৰ্চা করিবার জন্ত জাৰ্ম্মাণীতে গমন করেন এবং Bohn বিশ্ববিদ্যালয়ে দুই বৎসর বিশেষ কৃতিত্বের সহিত অধ্যয়ন করিয়া স্বদেশে প্রত্যাগমন করেন। র্তাহার জীবনের অধিকাংশ সময় হায়দ্রাবাদ নিজামরাজ্যে অতিবাহিত হষ্টয়াছিল। সে সময় তাহার মত শ্লোক হায়দ্রাবাদ নিজাম কলেজে না থাকিলে সেখানকার কলেজ আজি এরূপ ভাবে মাথা তুলিতে পাবিত কি না সন্দেহ। হায়দ্রাবাদের সকলেই তাহাকে বিশেষ ভাবে ভক্তি করিত ও ভাল বাসিত। দূর হইতে সকলে তাহাকে জ্ঞানী ব্যক্তি বলিয়াই জানিতেন, কিন্তু যিনি র্তাহার সহিত একবার পরিচিত হইতেন তিনিই বুঝতেন, যে, গভীর পাণ্ডিত্যের মধ্যে কিরূপ একথানি স্নেহময় কোমল হৃদয় লুকান রহিয়াছে । সৰ্ব্বদাই দেfথতাম তিনি প্রফুল্ল এবং এক মুহূৰ্ত্তও তাহাকে काछ झ्हेप्टङ विभूक्ष ह३रङ cनधि ना३ । বাহিরের কাজ সারিয়া গৃহে আসিয়া পাচ মিনিট বিশ্রাম না লইয়াই কলেজ ও স্কুলের ছাত্রদের পড়াইতেন। সে পরিশ্রমের মধ্যে