পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্রোতের ফুল ( २8) বিপিন কালীতারার সন্ধানে যাইতে যাইতে শুনিল কালীতারাকে কাল সন্ধার পর তাড়াইয়া দেওয়া হইয়াছে। এখন বেলা প্রায় বারোটা । এই দুঃসহ শীতজর্জর পৌষরাত্রি সেই আসন্নপ্রসব জুনাথ ন৷ জানি কোথায় কাটাইয়াছে। কাল হক্টতে অনাহারে না জানি সে কোথায় পড়িয়া আছে । কোমল প্রাণ বিপিনের হৃদয় করুণায়, লজ্জায়, ঘৃণায়, ক্রোধে ছাপাইয়া উঠিল ; তাহার চক্ষু দিয়া দরদর ধারে জল পুঁড়িতে লাগিল। তাহার ইচ্ছা হইতে লাগিল তাহার খুড়াকে গিয়া দশ কথা শুনাইয়া দিয়া আসে ; নিবারণ মুখুয্যের মাথাটাকে দুই হাতের মধ্যে চাপিয়া গুড়া করিয়া ফেলে । কিন্তু সময় নাই, সময় নাই ! আগে সেই হতভাগিনীকে অনুসন্ধান করিতে হইবে। কী নিষ্ঠুর সব লোক ! এক সঙ্গে দুটি প্রাণীকে হত্যা করিতে মমতা হইল না ! জমিদারের ছেলে বিপিন অমাত অভুক্ত প্রহরের রৌদ্র মাথায় বহিয়া পথে পথে সেই অভাগিনীকে খুজিয়া বেড়াইতেছে যে সমাজের কাছে নিন্দিতা, যে,সমাজের ত্যঞ্জনীয়। বিপিনকে ব্যাকুলভাবে পথে পথে পৰ্য্যটন করিতে দেখিয় তাহার সহিত অনেক লোক ফুটয় গেল ; চাকর পেয়াদ পাইক বরকন্দাজ , চারিদিকে ছুটাছুটি করিতে লাগিল। কিন্তু কেহই কোনো সন্ধান পাইল না । রাত্রে আসুন্নপ্রসব কালীতারাকে একবস্ত্র অবস্থায় দূর করিয়া দিলে সে জাপনার মাতৃত্ব সম্ভাবনার গুরু বেদনায় কাতর ও ভীত হইয়া বাবুদের মঠবাড়ীতে গিয়া আশ্রয় , লইয়াছিল । সেখানকার দারোয়ান প্রভাতে উঠিয়া কালীতারাকে মঠবাড়ীর মন্দির চত্বরে পড়িয়া থাকিত্তে দেখিয়া তাহাকে অতি রূঢ় ভাবে সেখান হইতেও দূর করিয়া দেয় ; বেচারার ইহাতে কোনো দোষ নাই, সে মনে করিয়াছিল शांशं८क उशिज्ञ मनिtदब्रl शृंश् इहेtङ बहिস্কৃত করিয়া দিয়াছে তাহাকে তাহাদেরই মঠবাড়ীতে থাকিতে দেওয়া তাহার পক্ষে নিতান্ত গৰ্হিত কাৰ্য্য হইবে । কিন্তু এখন বিপিনকে এমন ব্যাকুলভাবে অন্বেষণ করিতে দেখিয়া সে বুঝিল যে সে সেই অসহায়াকে মৃত্যুর মুথে তাড়াইয়া দিয়া অন্তায় করিয়াছে। ভয়ে ও পরিতাপে তাছার মুখ শুকাইয় গেল। বিপিন কিছুমাত্র সংবাদ ন পাইয়৷ এই দুপ্রহর রৌদ্রে ঘুরিয়া বেড়াইতেছে, ইহা দেখি সে যতটুকু জানে তাহা বণিতে তাহার ইচ্ছা হইতেছিল ; श्रांदाज्ञ निtछब्र श्रमान्नष बादश८ब्रग्न छवादनिश्ि বিপিনের কাছে কি বলিয়া করিবে তাহা ভদিয়া ন পাইয়৷ বলিঙেও তাহার সাহল হুইতেছিল না । অনেকক্ষণ নিজের দ্বিধার সঙ্গে তর্ক