পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و ران ها রামকে ডাকিয় লইয়া বাহির হইয়া আসিল । মালতী ঘরের দরজা বন্ধ করিয়া लि । বিপিন বলিল—নিধিদ, দেখ একবার সডাক্তার এল কি না । গিন্নি বলিলেন—পোড়া কপাল! আর ডাক্তার ডাকতে হবে না। অমন লোকের মঃাই ভালো !" জয় বলিল—হঁ্য, তা ত বটেই, মলেই ওর লজ্জা ঢাকে । বিপিন শুধু একবার জয়ার দিকে চাহিল, কাহাকেও কিছু বলিল না। আজ তর্ক করিবার মতো মনের অবস্থা তাহার ছিল না। আল্লক্ষণ পরেই ডাক্তারকে সঙ্গে করিয়া নিধিরাম আসিল । তখন সকল অন্তঃপুরিকার অন্তরালে সরিয়া গেল । বিপিন ডাকিল,-মালতী, হয়েছে ? ডাক্তার বাবু এসেছেন । মালতী ঘর হইতে বলিল—এই হল ৰলে । জ্ঞান হয়েছে । আপনি একবার ঘরে আমন, বিছানাটা বদলে দিতে হবে। বিপিন ও ডাক্তার ঘরে প্রবেশ করিয়া দেখিল মালতী মাতা ও শিশু উভয়কেই ধোয়ু ইয়া মুছাইয়া পরিষ্কার কাপড় পরাहेम्नां किल्ले झांछे कब्रिग्नl cएलिग्नां८छ् । मन्त्रणां কাপড় চোপড় পাশে জড়ো করা আছে। বিপিন, ডাক্তার, নিধিরাম ও মালতী ৰক্ষাধরি করিয়া কালীতারাকে নুতন একটি বিছানার শোয়াইয় ছিল। বিপিন বলিল-- নিধিদ, দেখ, দেখ, দুধ। নিধিরাম দুধ আনিতে গেল, ডাক্তার cब्रागै भऔभीब्र निबूख रहेग। ७ांख्ॉब्र €ाब्रठौ ६ळज, १e१४ দেখিয়া শুনিয়া বলিল-রোগী বড় দুৰ্ব্বল । একে খুব করে তাপ দিন, আর অল্প অল্প করে খেতে দিন। এই ওষুধটা আনিয়ে দুঘণ্টা অন্তর চার দাগ পৰ্য্যন্ত দেবেন। जद्दकाङ्ग जभग्न ठोमाग्न श्रान्न ७कदङ्ग थुन्न দেবেন। ডাক্তার বিদায় লইয়া বাহিরে আসিয়া ইঙ্গিত করিয়া বিপিনকে ডাকিল । বিপিন বাহিরে আসিলে ডাক্তার চুপিচুপি বলিল— বড় খারাপ অবস্থা । মনের উদ্বেগ, শীত, অনাহার, রক্তহানি সমস্ত মিলে ও'র সমস্ত দেহযন্ত্রটাকে ভেঙে চুরে দিয়েছে-সন্ধ্য পৰ্য্যস্ত টিকবেন কিনা সন্দেহ । শিগগিব ওষুধটা আনিয়ে খাইয়ে দিন। সন্ধ্যার সময় আমায় আবার খবর দেবেন । বিপিন ডাক্তারের সঙ্গে নিধিরামকে ঔষধ আনিতে পাঠাইল, এবং যাইবার সময় বলিয়া দিল—নিধিদ, বেজীকে বলে যাস বিদেশিয়ার বেীকে ডেকে দেবে, এই ময়লা কাপড়-চোপড়গুলো নিয়ে এখানটা সাফ করে দেবে। বিপিন মালতীকে বলিল—তুমি ওঁকে একটু একটু করে দুধ খাওয়াও, আমি আগুন নিয়ে আসি । বিপিন বাহির হইয়া দেখিল হাবার মা দাড়াইয়া আছে । তাহাকে বলিল— হাবার মা, যা দৌড়ে লোহার আঙটায় করে রান্নাঘর পেকে আগুন নিয়ে আয়, আর রামধনকে গিয়ে বল আমার এইখানে কতকগুলৈ কয়লা কি গুল আনিয়ে দেবে। গিন্নি আসিয়া বলিলেন-বিপিন, নাওয়া थt७ब्र कब्रदि, न गमख निन ७हे . निप्प्रई