পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জপেশ্বরে শিবরাত্রি আমরা যেখানে অবস্থিতি করি তাহার পনর মাইল উত্তরে প্রসিদ্ধ জলপাইগুড়ি জেলা। তাহার পশ্চিমে ভূটান দুয়াির অন্তর্গত ময়না গুড়ি পরগণার মধ্যস্থিত, জলপেশ নামক স্থানে, একটি প্রাচীন বৃহদায়তন কারুকার্য্য সমন্বিত শিবমন্দির আছে । ইহা জল্পেশ্বর মন্দির নামে খ্যাত । ইহী জলপাইগুড়ি সহর হইতে পূৰ্ব্বদিকে আট মাইল দূরে অবস্থিত। স্থানটি বিরল বসতি এবং জঙ্গলাকীর্ণ, তথায় যাইবার পথ অতিশয় বন্ধুর ও অসমতুল । পথে কতকগুলি ছোট ছোট পাৰ্ব্বত্য নদী আছে তাহার প্রশস্তি অল্প, কিন্তু তটভূমি অত্যন্ত উচ্চ । অন্তান্ত সময়ে ইহার অধিকাংশই শুষ্ক বা স্বল্প জলধারা-প্রবাহিত থাকে কিন্তু বর্ষাগমে ইহাদের মূৰ্ত্তি সম্পূর্ণ • পরিবর্তিত হইয়া যায়। এই সকল কারণে এ পথে যাতায়াত করিতে হইলে হস্তি অশ্ব বা গোশকট ভিন্ন অন্ত যানে যাইবার উপায় নাই । প্রতি বৎসর শিবরাত্রি উপলক্ষ্যে সেখানে একটি বৃহৎ মেলা হয়। এই সময়ে দেবাদিদেবকে দর্শন ও পুজা করিবার জন্ত বর্ষে বর্ষে বহুলোক সমাগম হইয়া থাকে। আমরা vশিবরাত্রির দিন প্রত্যুষে গোধানে আরোহণ পূর্বক ৫ মাইল দূরবর্তী বেঙ্গল ডুয়ার্স রেলওয়ের চাঙ্গড়াবান্ধা নামক ষ্টেসন হইতে ট্রেণে চড়িলাম। তথা হইতে ৫৬ মাইল দূরে ভোটপাটি নামক ষ্টেলনে নামিয়া পুনরায় গরুর গাড়িতে উঠিলাম । ७हे भासूि९ शूलै इहेएङ बtनादरः कब्रिव्र রাখা হইয়াছিল, তানহিলে পাইবার উপায় নাই । নিকটবৰ্ত্তী লোকের। এরূপ বন্দোবস্তে, কেহ যায় না। সকলেই বরাবর গোশকটে যাইয় থাকে। এই কয় মাইল রাস্ত পুষ্পকধানের আরোহণ মুখ হইতে অব্যাহতি লাভের জন্ত আমরা এই পন্থী অবলম্বন করিলাম । পথে দেখিলাম অসাধারণ জনতা । বৃদ্ধ প্রৌঢ় যুবাকিশোর ও বালক, সৰ্ব্বশ্রেণীর নরনারীতে এই জনসংঘ গঠিত। সকলেই পরিস্কৃত, মবেশধারী ও প্রফুল্লচিত্ত । এ দেশের স্ত্রীলোকের মস্তকাবরণ ব্যবহার করে না । মাথার চুল আঁচড়াইয় পশ্চাতে বুটি বাধে, চুলের মধ্যে কোন অলঙ্কার পরিবার প্রথা নাই ; কাপড় দুইখণ্ড ব্যবহার করে ; একখণ্ড বক্ষস্থলের উপর দিয়া বঁধে আর একথান চাদর পুরুষ মামুষের মত ঘাড়ের উপর দিয়া গায়ে ফেষ্টিয়া রাখে । পুরুষদের পরিচ্ছদে আধুনিক অমুকরণে কোট সার্ট পিরাণ প্রভূতির প্রচলন হইয়াছে। বাড়িতে কিন্তু অধিকাংশ লোকেই কেবলমাত্র একটা কৌপিন মাত্র ব্যবহার করে। পথের ধারে শিমুল পলাস কদম্ব প্রভৃতি বৃক্ষ । লোকে দলবদ্ধ হইয়া সেই সব বৃক্ষের ছায়ায় বসিয়া বিশ্রাম করিতেছে আবার চলিতেছে। অনেকগুলি ছাগ মেষ কবুতর প্রভূতিও বলিদানের জন্ত নীত হইতেছে, এ প্রদেশে