পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

يقام لأنة তীরে পাঠান হয় না। কোন কুকুর জলমগ্ন ব্যক্তিকে উদ্ধার করিলে, তখনই তাহাকে অফিসঘরে লইয়া যাওয়া হয়। এবং তাহার গা মুছাইয়া সম্পূর্ণরূপে छकहेब्रl cम७ब्र है । কৰ্ম্মচারীদিগকে বলিয়া দেওয়া হইয়াছে তাহারা যেন অপর লোককে আক্রমণ করিতে কুকুরদের উৎসাহ না দেয়। কারণ, এই কুকুরের কেবল যে জলমগ্নব্যক্তিকে উদ্ধার করে তাহী নহে ; ইহার রাত্রেও অন্ধকারের মধ্যে তাহদের প্রভুদের সহিত নদীতীরে ঘুরিয়া বেড়ায়। পুলিস কৰ্ম্মচারীদের একটি বিশেষ কর্তব্য আছে । . জাহাজ হইতে মাল নামাইয়া নদীতীরে জমা রাখা হয়। মালের দাম হয়ত হাজার হাজার পাউও। ইহার লোভে অনেক চোর রাত্রিকালে চুরি করিতে আসে। জলপুলিসদিগকে দিনরাত্রি তাহা চৌকি দিতে হয়। সেই সময় চোর ও পুলিসদের মধ্যে সময় সময় মারামারিও হইয় ধায় । পুলিসের লোকের সশস্ত্র খাকিলেও ६छtब्रैडी ६ळ्ब, १७९० অনেকে নিহত হয় এবং সঙ্গে সঙ্গে হত্যাকারীরাও নিরুদ্দেশ হইয়া যায়। কুকুরদের সাহায্য , এই উপদ্ৰৰ নিবারণের উপায়স্বরূপ ; কারণ তাহার দুর্ব দের সন্ধান করিয়া চীৎকার পূর্বক প্রভুদের সংবাদ দান করিতে পারে। কিন্তু স্বতঃপ্রবৃত্ত হইয়া ইহার চোরদের আক্রমণ করে না। আদেশ পাইলেই তবে তাহার নিজেদের ক্ষমতার বিশেষ 劇 •ाज्ञिक्लग्न लिग्न থাকে । e ইহাদের পালনের খরচও নেহাৎ কম নয়। হৃষ্ট-পুষ্ট নিউফাউল্যাও কুকুরের ক্ষুধা বড় বেশী। তাহদের খাদ্যের জন্ত দিনে সাত পেন্স করিয়া খরচ হয় । ঋতু অনুসারে তাহাদিগকে ঠাও বা গরম খাদ্য দেওয়া হয়। কার্য্যের অবসরে তাহার আফিসঘরের পাশ্ব সংলগ্ন একটি বড় বাড়ীতে বিশ্রাম করে। ইহাই তাছাদের বাসস্থান। প্রত্যেকের শয়নঘর পৃথক। তাহীদের প্রতি বিশেষ যত্ন লওয়া হয়। শ্ৰীঅনিলচন্দ্র মুখোপাধ্যায়। আধুনিক ভারত (পূৰ্ব্বাচুৰ্ব্বত্তি ) কোম্পানীর ভারত শাসন তিনটি ধাপ । গমন করিলেন ; তখন মাদ্রাজ ও বোম্বায়ের ক্লাইভের আমলে প্রতিনিধি শাসনতন্ত্র প্রাধান্ত বঙ্গদেশের নীচে ছিল। ক্লাইভ মোগল (Protectorate ) । ১৭৬৫ খৃষ্টাব্দে ক্লাইভ . সম্রাটের নিকট হইতে বঙ্গদেশের দেওয়ানি বঙ্গদেশের শাসনকাৰ্য্য নিৰ্ব্বাহের জন্ত পুনরা- অর্থাৎ রাজস্ব গ্রহণের অধিকার প্রাপ্ত