পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৩শ বর্ষ, দ্বাদশ সংখ্যা হইলেন। নবাব নিজামং আপন হস্তে রাখিলেন, শাসনকাৰ্য্য ও বিচারের ভার গ্রহণ করিলেন,। , নবাবের কৰ্ম্মচারীরা তখনও রাজস্ব আদায় • করিতে লাগিল, কিন্তু আদায় করিয়া ইংরাজের হস্তুে ੇ ন্যস্ত করিত। নবাবের দরবার ও শাসনকার্য্যের ব্যয়নিৰ্ব্বাহাৰ্থ ইংরাজ নবাবকে ৪২•,০০০ পৌণ্ড দিত। এই প্রতিনিধিত্বের ফলে কোম্পানী একটা রাষ্ট্রনৈতিক শক্তি श्हङ्ग नैंड़िाहेण । क्लाईडन हेछ श्लि,কোম্পানী বণিক না হইয়া রাজ্যের অধিনেতা হইয় উঠে । তাই তিনি কৰ্ম্মচারীদিগের বেতন বৃদ্ধি করিলেন এবং তাহাদিগকে বাণিজ্যে প্রবৃত্ত হইতে নিষেধ করিলেন। নুতন দেশ জয় করিবার চেষ্ট না করিয়া ক্লাইভ প্রদেশ ও রাজ্যাদি কোম্পানীর হস্তে সমর্পণ করাইয়া অথবা কোম্পানীর নিকট বিক্রয় করাইয়া উত্তরপূৰ্ব্বাঞ্চলে কোম্পানীর আধিপত্য প্রতিষ্ঠিত করিলেন। অযোধ্যা ও আলাহাবাদ এইরূপে হস্তগত হয় । o 勢 擊 豪 প্রথম "গভর্ণর জেনেরাল” Warren Hastings-এর আমলে, ইংরাজ আধিপত্যের দ্বিতীয় ধাপ। তিনি প্রতিনিধি শাসনতন্ত্রের স্থলে সাক্ষাৎ-শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করিলেন । মোটামুটিভাবে তাছার শাসননীতির মূলসূত্রগুলি নিম্নে দেওয়া যাইতেছে। ফোর্ট-উইলিয়ামে অর্থাৎ বঙ্গে, বোম্বায়ে ও মাত্রাজে তিন গভর্ণর। বঙ্গের গভর্ণর, গভর্ণর-জেনারাল এই নামে, দৌত্যকাৰ্য্যে चांधूनिक उांज्ञउ 橡 సీ: తిపి ও সামরিক কার্য্যে, উক্ত তিন বিভাগের উপর কর্তৃত্ব করিতেন । তাহার মন্ত্রিসভায় চারিজন সভাসদ ছিল। মতভেদ উপস্থিত হইলে, তাহারই মতের প্রাধান্ত থাকিত । দুর্ভাগ্যক্রমে পালেমেণ্টের দ্বারা এই নিয়ম বিধিবদ্ধ হয়। ইহা হইতেই ক্রমাগত বিবাদ বিসম্বাদের স্বয়পাত হইত। অধিক সংখ্যার' মত র্তাহার মতের বিরুদ্ধে হইলে, তিনি বহুকাল পর্য্যন্ত অবৈধ উপায়ে তাহার প্রতিবিধান করিতেন । বাঙ্গগার নবাবের সমস্ত কর্তৃত্ব বিনষ্ট হইল। র্তাহার অবসর-বৃত্তি কমাইয়া দেওয়া হইল। হেষ্টিংস নুগুন কাৰ্য্যনিৰ্ব্বাহ প্রণালীর স্বষ্টি করিলেন। বঙ্গদেশ বিভিন্ন জিলায় বিভক্ত হইল । ইংরাজ-কুলেষ্টারের कुन আদায় করিতে লাগিলেন। দেশীয় লোকের বিচার ও পুলিশের কার্য্য নিৰ্ব্বাহ করিতে লাগিল । stą og Hastings-sq রাষ্ট্র-নীতি। সম্রাট ও অধিকাংশ অধিপতিদিগের কোন কর্তৃত্ব ছিল না। অবৈধ অধিকারের দাবীগুলা, সম্রাটু ও রাজাদিগের আদেশ-পত্রের বলে, বৈধতার একটা বাহু আকার ধারণ করিত। কিন্তু মার কিয়ুৎবৎসরের মধ্যেই, ঐ সকল আদেশপত্রেরও মানমর্য্যাদা ও প্রতিপত্তি অস্তৰ্হিত হইল। এখন, ভারতবর্ষের একজন প্রভু আবশুক—সেই প্রভু মারাট্ট-সংঘ হইবে, মহিশূবের স্বলতান হইবে, না কোম্পানী *** * Warren Hastings বুঝিলেন,— কোম্পানী হয় সৰ্ব্বময় প্রভু হুইবে, নয় কিছুই হইবে না। হেষ্টিংস ইচ্ছা করিলেন, কোম্পানীই সৰ্ব্বেসৰ্ব্বা হউক —তাই মারাঠা