পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 جنون. নবাব মুখ তুলিয়া কহিলেন, “আমি কি করছি, জানে পল ?” "에 " *হিসেব করছি—” তাহার পর হাসিয়া থা গু মুড়িয়া কাগজখানার দিকে চাহিয়৷ নবাব কহিলেন, “হিসেব করে কি দেখলুম, छांद्राउँौ কাৰ্ত্তিক, bళిని জানো ? ঐ হতভাগা জেঙ্কিন্সটাকে ‘নাইট’ করবার জন্ত এত কাল ধরে আমি চার লাখ ত্ৰিশ হাজার ফ্রাঙ্ক খরচ করেছি।” চার লাখ ত্ৰিশ হাজার ফ্রাঙ্ক । কিন্তু হায়, এইখানেই ইহার শেষ নহে ! ( ক্রমশ: ) ঐসৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। “দামিন-ই-কো” “দামিন-ই-কো" পারসিক শব্দ হইতে উৎপন্ন । ইহার প্রকৃত অর্থ পৰ্ব্বতের উপত্যক-ভূমি অর্থাৎ পাৰ্ব্বত্য প্রদেশ। ইহ গভর্ণমেণ্টের খাসমহল। সাওতাল পরগণার (১) দেওঘর (২) জমিতাড়া (৩) রাজমহল (৪) পাকুড় (৫) গডড ও (৬) সদর এই इऑी मशङ्कमाब मrषा »म ७ २: शउँौड অন্তান্ত কয়েকটি জেলায় যে অসমতল, বনাকীর্ণ, গিরি ও নদনদী বেষ্টিত উচ্চ উপত্যকাভূমি দেখা যায় তাহাকেই দামিনই-কে বা সক্ষেপে "দামিন্‌” বলে। সেই আদিম তামস যুগে যখনও ভারত গগন আৰ্য্য সভ্যতায় উদ্ভাসিত হইয় উঠে নাই, যখনও পুত বৈদিক সঙ্গীত ভারতের কানন প্রান্তর প্রতিধ্বনিত করে নাই, যখনও অতি ভীম জার্ষ্যবীর্য্যে জগৎ স্তম্ভিত ও বিস্মিত হয় নাই, সেই স্মৃতির অতীত কাল হইতে শঙ্কর দুরধিগম্য শ্বাপদগম্বুল গিরিকানন পরিবৃত এই প্রাকৃতিক দুর্গগুলি ভারতের আদিম অধিবাসী ‘পাহাড়িয়া এবং সাওতাল দ্বারা অধিকৃত হইয়া আসিতেছে। বিংশ শতাব্দীর সুসভ্যতর যুগে ইংরাজ রাজত্বের পূর্ণ ক্ষমতা, গৌরব ও গৰ্ব্বের দিনেও এই অসভ্য পাহাড়িয়াগণ প্রায় উলঙ্গ বেশে পৰ্ব্বতের সামুদেশে ক্ষুদ্র ক্ষুদ্র কুটির নিৰ্ম্মাণ করিয়া বাস করে। নিত্যস্ত প্রয়োজন ভিন্ন তাহার সমতল ক্ষেত্রে অবতরণ করে না । পাহাড়ের ঢালুদেশে তাহারা প্রচুর পরিমাণে, माघ्,च, গু ধলি, জনার প্রভৃতি চাষ করে এবং তাহারই উপর সমস্ত বৎসর সম্পূর্ণ ভাবে নির্ভর করে। ঝরণার বারি এবং বন্ত বৃক্ষের ফলমূল তাহাদের অনেক সময়েই ক্ষুধা তৃষ্ণ নিবারণ করে। আমাদের চক্ষে ইহার হীন অসভ্য বৰ্ব্বর হইলেও ইছাদের হৃদয়ে এখনও যে স্বাধীনতার দীপ্ত বহি জাগন্ধক আছে, একতার যে অচ্ছেদ্য বড়ন আছে তাহ বাস্তবিকই প্রশংসনীয়। একবার কোনও এক সময়ে গবৰ্ণমেণ্টেন আমিনগণ এই সকল পাহাড় জৰীপ করিতে আলিয়া মহা বিপদে পড়িয়ছিলেন ; তাহার